Khiyam-খিয়াম

Khiyam-খিয়াম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khiyam-খিয়াম, Digital creator, Jamalganj, Sunamganj.
(7)

Facebook ID-
Lukman Masum

আমাদের পোস্ট করার টাইম 🕰️
১. পোস্ট: ৬:৩০AM 🕠
২. রিলস: ৯:০০AM 🕘
৩. ছবি: ১২:০০PM 🕛
৪. ভিডিও: ২:০০PM 🕑
৫. পোস্ট: ৫:০০PM 🕔
৬. রিলস: ৮:৩০PM 🕣
৭. ছবি: ৯:৩০PM 🕤

সবার দুয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।

"মানুষের পুরো জীবনটা হচ্ছে একটি সরল অংক-যতই দিন গড়াচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগুচ্ছি।"শুভ দুপুর 🌹🥀🌷   #মানুষ  #জী...
27/09/2025

"মানুষের পুরো জীবনটা হচ্ছে একটি সরল অংক-
যতই দিন গড়াচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে এগুচ্ছি।"

শুভ দুপুর 🌹🥀🌷


#মানুষ
#জীবন
#অংক
#সমাধান

27/09/2025

আজ শনিবার।
২৭ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ি,
১২ আশ্বিন ১৪৩২ বাংলা,
৪ রবিউস ছানী ১৪৪৭ হিজরি,

শুভ সকাল। সকলের দিনটি শুভ হোক।

শা*উ*য়া মারানী ওসমান হাদি চুতিয়া সাজতে গিয়ে আমাদের প্রিয় শায়খ মাহমুদুল হাসান গুনবীকে থামাতে বলছে।হাদিকে ভালো জানতাম...
26/09/2025

শা*উ*য়া মারানী ওসমান হাদি চুতিয়া সাজতে গিয়ে আমাদের প্রিয় শায়খ মাহমুদুল হাসান গুনবীকে থামাতে বলছে।
হাদিকে ভালো জানতাম, কিন্তু সে এভাবে বলে হো..... মারা খাইবে জানতাম না।

বি.দ্র. ( কথায় কথায় ওসমান হাদি শা উ য়া বলে, সে জন্যি তার কথাই তাকে ফেরত দেওয়া হয়েছে।)

“পুরুষের সুখ কামাইয়ে-আর নারীর সুখ মাতৃত্বে।" 💭🌸শুভ রাত্রি।🥀💝💐  #পুরুষ  #সুখ   #নারী #মাতৃত্ব
26/09/2025

“পুরুষের সুখ কামাইয়ে-
আর নারীর সুখ মাতৃত্বে।" 💭🌸

শুভ রাত্রি।🥀💝💐


#পুরুষ
#সুখ
#নারী
#মাতৃত্ব



“পুরুষের সৌন্দর্য্য তারসফলতায়।" 💭🌸শুভ দুপুর।🥀💝💐  #বাস্তবতা  #সফলতা   #পুরুষ   #সৌন্দর্য্য
26/09/2025

“পুরুষের সৌন্দর্য্য তার
সফলতায়।" 💭🌸

শুভ দুপুর।🥀💝💐


#বাস্তবতা
#সফলতা
#পুরুষ
#সৌন্দর্য্য



26/09/2025

“আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে, যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।...................”
— (বুখারি, হাদিস: ৫৫৯০)

لَيَكونَنَّ مِن أُمَّتي أقْوامٌ يَسْتَحِلُّونَ الحِرَ والحَرِيرَ، والخَمْرَ والمَعازِفَ، ولَيَنْزِلَنَّ أقْوامٌ إلى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عليهم بسارِحَةٍ لهمْ، يَأْتِيهِمْ -يَعْنِي الفقِيرَ- لِحاجَةٍ، فيَقولونَ: ارْجِعْ إلَيْنا غَدًا، فيُبَيِّتُهُمُ اللَّهُ، ويَضَعُ العَلَمَ، ويَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وخَنازِيرَ إلى يَومِ القِيامَةِ.
الراوي: أبو مالك الأشعري • البخاري، صحيح البخاري (٥٥٩٠)

26/09/2025

আজ শুক্রবার।
২৬ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ি,
১১ আশ্বিন ১৪৩২ বাংলা,
৩ রবিউস ছানী ১৪৪৭ হিজরি,

জুম্মা মোবারক 🌷
শুভ সকাল। সকলের দিনটি শুভ হোক।

25/09/2025

...

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব’সে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই এসে বহন করুক : আমি প্রয়োজন বোধ করি না:
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

—জীবনানন্দ দাশ

ভালো দিনগুলো দ্রুতই ফুরিয়ে যায়!শুভ দুপুর।🥀💝💐
25/09/2025

ভালো দিনগুলো দ্রুতই ফুরিয়ে যায়!

শুভ দুপুর।🥀💝💐










25/09/2025

আজ বৃহস্পতিবার।
২৫ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ি,
১০ আশ্বিন ১৪৩২ বাংলা,
২ রবিউস ছানী ১৪৪৭ হিজরি,

শুভ সকাল। সকলের দিনটি শুভ হোক।

বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে নির্বাচনী জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি।ইসলামী আন্দোলন নিয়ে কিছু কথা আছে। যেটা একটা বিশদ আলোচ...
24/09/2025

বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে নির্বাচনী জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি।

ইসলামী আন্দোলন নিয়ে কিছু কথা আছে। যেটা একটা বিশদ আলোচনা নিয়ে পোস্ট করবো। ইনশাআল্লাহ

সম্প্রতি শ্রীরাধা দত্ত নামের এক ভারতীয় অধ্যাপক ঢাকায় আসছিলেন। ঢাকায় আইসা তিনি জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক ইত্যাদি করছেন...
24/09/2025

সম্প্রতি শ্রীরাধা দত্ত নামের এক ভারতীয় অধ্যাপক ঢাকায় আসছিলেন। ঢাকায় আইসা তিনি জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক ইত্যাদি করছেন।

পরে ভারতে ফিরা গিয়া বাংলাদেশ বিষয়ক একটা বড় অনুষ্ঠানে তিনি জানাইছেন জামায়াত নেতারা তাকে কী কী বললো।

জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বরাতে তিনি মোটাদাগে চারটা গুরুত্বপূর্ণ তথ্য দিছেন।

এক, তাহের তাকে বলছেন, জামায়াত ক্ষমতায় আসলে দেশে ইসলামি শরিয়াহ কায়েম হবে না। অর্থাৎ দল হিসাবে জামায়াত ভারতকে আশ্বস্ত করতেছে, জামায়াতকে ভারতের ভয় পাওয়ার কোন কারণ নাই।

দুই, জামায়াতের প্রবীণ নেতারা, যেমন মাওলানা নিজামী ও মাওলানা সাঈদীরা একাত্তরের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছেন। বর্তমান জামায়াত এই ক্ষমাপ্রার্থনাকে স্বীকার করে।

তিন, তাহের তাকে জানাইছেন—জামায়াতের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী।

চার, চট্টগ্রামের অস্ত্র পাচার মামলা বা বিএনপি আমলের যেকোন ভারতবিরোধী ঘটনায় কোন ধরনের জামায়াতের ইনভলভমেন্ট খুঁইজা পাওয়া যাবে না। এইসবের দায় কেবলই বিএনপির।

ফলে, বিএনপি ভারতবিরোধী হইলেও বিএনপির একদা জোটসঙ্গী হিসাবে জামায়াতের কোনধরনের ভারতবিরোধিতা নাই।

🙂

উপরে যেইসব তথ্য আমি দিলাম, তা সবই গত ১৮ সেপ্টেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত একটা প্রতিবেদন থেকে নেওয়া।

নিশ্চয়ই প্রতিবেদনটা আপনাদের চোখ এড়ায় নাই।

তবে আলাপটা আবার গুরুত্ব দিয়া তোলার উদ্দেশ্য হইলো, জামায়াত যে এইভাবে গলা উজাড় কইরা ভারতকে আশ্বস্ত করতেছে—সেটাকে আপনারা কীভাবে দেখতেছেন তা বোঝার জন্য।

আমাদের এইখানকার জনপ্রিয় ভারতবিরোধীরা, যেমন পিনাকী ভট্টাচার্য ও গৌতম দাসরা—খোলাখুলিভাবে জামায়াতের পক্ষে প্রচারণা চালাইতেছেন।

কিন্তু তারা ঠিক কী কারণে জামায়াতের এই ভারতঘনিষ্ঠতার দিকটা এড়াইয়া যাইতেছেন?

অবস্থাদৃষ্টে যা পরিষ্কার দেখা যাচ্ছে—বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলার মধ্যে জামায়াতে ইসলামি সবচেয়ে বেশি ভারতমুখী।

কিন্তু জামায়াতের ভারতমুখিতাকে আড়াল করতে চাওয়ার কারণ কী?

ক্যানো জামায়াতকে রাইখা বিএনপিকে ভারতের অনুসারী দল হিসাবে প্রচার করা হইতেছে?

আপনাদের মতামত কমেন্টে জানাইয়েন। ✅

© সাদ রহমান

Address

Jamalganj
Sunamganj
R370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khiyam-খিয়াম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share