Khiyam-খিয়াম

Khiyam-খিয়াম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khiyam-খিয়াম, Digital creator, Jamalganj, Sunamganj.
(8)

Facebook ID-
Lukman Masum

আমাদের পোস্ট করার টাইম 🕰️
১. পোস্ট: ৫:৩০AM 🕠
২. রিলস: ৯:০০AM 🕘
৩. ছবি: ১২:০০PM 🕛
৪. ভিডিও: ২:০০PM 🕑
৫. পোস্ট: ৫:০০PM 🕔
৬. রিলস: ৮:৩০PM 🕣
৭. ছবি: ৯:৩০PM 🕤

সবার দুয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।

10/07/2025

আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন দুর্বল অথচ নেককার, অপরজন শক্তিশালী কিন্তু পাপী— কার অধীনে লড়াই করা উচিত?

তিনি বলেছিলেন, শক্তিশালী অথচ পাপীর অধীনে।

কারণ— তার শক্তিমত্তা জাতিকে রক্ষা করবে আর পাপ তার ব্যক্তিগত আমলনামায় ঢুকবে।

বিপরীতে দুর্বল অথচ নেককারের অধীনে লড়াই করলে যা হবে, তার দুর্বলতা জাতিকে ডোবাবে আর তার নেকি ব্যক্তিগত আমলনামায় ঢুকবে।

ব্যক্তির চেয়ে জাতি বড়।

সত্য কখনো গোপন থাকে না। প*রকী*য়ার বলি হল ৯ বছরের শিশু ময়না! ময়নার মা পর*কী*য়ায় জড়িত ময়নার চাচার সাথে।গত ৩ দিন আগে যেদিন ...
10/07/2025

সত্য কখনো গোপন থাকে না। প*রকী*য়ার বলি হল ৯ বছরের শিশু ময়না!

ময়নার মা পর*কী*য়ায় জড়িত ময়নার চাচার সাথে।
গত ৩ দিন আগে যেদিন ময়না নি*খোঁ*জ খবর প্রকাশ পেলো,ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচাকে উ*ল*ঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পায় ময়না।🤬

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলাই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কা*টেন তারপর দেওয়ালের সাথে তাকে ধা*ক্কা দিয়ে আ*ঘা*ত করতে থাকেন,তখনো ময়না ম*রে না,তাই চাচা ময়নার ল*জ্জাস্থানের ভিতরে র*ড ডুকিয়ে দেই, তখন ময়না তিব্র য*ন্ত্র*ণায় মা*রা যায়।😭

তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফা*শা*নোর জন্য মসজিদে ময়নার লা*শ রেখে আসেন।

#জানতে পারলাম শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে।

অপরাধ প্রমাণ না করে বেআইনি ভাবে সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ডে দেওয়ায় তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সংগৃহীত

10/07/2025

আজ বৃহস্পতিবার।
২৬ আষাঢ় ১৪৩২ বাংলা
১০ জুলাই ২০২৫ ঈসায়ি
১৪ মহররম ১৪৪৭ হিজরি

শুভ সকাল। সকলের দিনটি শুভ হোক।

09/07/2025

একটা মানুষ কতটা মানসিক সিক হইলে মিলিটারি গ্রেডের অস্ত্র তার নিজ দেশের জনগণের উপর নির্বিচারে ব্যবহার করার জন্য বলে!!

09/07/2025

এক বৃদ্ধা মহিলাকে দেখলাম আজানের কিছুক্ষণ আগেই ওজু করছেন। জিজ্ঞেস করলাম, আজান দিয়েছে? বৃদ্ধা বললেন,
- আমাকে ডাকার আগেই রবের কাছে হাজির হয়ে যাচ্ছি।
বৃদ্ধার কথা শুনে বুঝতে পারলাম, আমি এখনো ভাল বান্দা হয়ে উঠতে পারিনি।
(আল্লামা ইবনুল জাওযী রহ.)

জামালগঞ্জ, চাঁনপুর গ্রামের একঝাঁক আলেমকুল।
08/07/2025

জামালগঞ্জ, চাঁনপুর গ্রামের একঝাঁক আলেমকুল।

08/07/2025

আজ মঙ্গলবার।
২৪ আষাঢ় ১৪৩২ বাংলা
০৮ জুলাই ২০২৫ ঈসায়ি
১২ মহররম ১৪৪৭ হিজরি

শুভ সকাল। সকলের দিনটি শুভ হোক।

07/07/2025

সুস্পষ্ট উনার এই বক্তব্য আল্লাহর ফরজ বিধান সম্পর্কে গোমরাহী ।
১/জিহাদের মাধ্যমে কোন জায়গায় কোন দ্বীন প্রতিষ্ঠা হয় নাই। (অথচ আ,ফ,গানিস্তানে বর্তমানে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র জিহাদের মাধ্যমে)
২/যতদিন জিহাদ থাকবে ততদিন ইসলাম থাকবে এই বাক্য নাকি ইহুদী-খ্রিস্টানদের স্লোগান।

উনার দাবি কোন যুদ্ধের মাধ্যমেই কোন ব্যক্তি মুসলমান হয় নাই । মানে উনার কথা হল জিহাদ যুদ্ধের কোন প্রয়োজন নাই দাওয়াতী কাজ করো সব মুসলমান হয়ে যাবে । উনার কথা আধুনিক যুগে যুদ্ধ জি,হা,দ করলে ইসলামকে মানুষ মস্তানের ধর্ম বলবে।

অথচ জিহাদের মাধ্যমেই রাসুল ও সাহাবাদের দাওয়াতের ময়দান পরিষ্কার হয়েছিল দাওয়াতি কাজ করতে পেরেছিলেন

বাস্তবতা হলো পৃথিবীতে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি প্রদর্শন করতে পারবে যুদ্ধ করতে পারবে জি,হা,দ করতে পারবে ততদিন ইসলাম টিকে থাকবে মুসলমানদের উপর আক্রমণ করার কেউ সাহস পাবে না।

অন্য তাই ইস্পেনের মত হবে ৮০০ বছর মুসলমানরা শাসন করার পরেও জিহাদ ছেড়ে দেওয়ার কারণে এমন একটা সময় এসেছে গোটা দেশের মধ্যে একটা মসজিদ অবশিষ্ট ছিল না

আরব বিশ্ব জি,হা,দ ছেড়ে দেওয়ার কারণে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে ।

অথচ একটা সময় ছিল উসমানী খেলাফতের আমলে মুসলমানরা জিহাদকে আঁকড়ে ধরে রাখার কারণে গোটা ইউরোপীয় মুসলমানদের পায়ের নিচে এসে বসে থাকতো ।

শেষ কথা,, জি,হাদ ও যু,দ্ধের মাধ্যমেই ইসলামী খেলাফতের পরিধি বৃদ্ধি পেয়েছে যেটা বিশেষ করে উমর রা থেকে শুরু হয়েছিল তারপরে হযরতে ওসমান তারপরে হযরতে আলী তারপরে হযরত মুয়াবিয়া তিনাদের আমলে বহু দেশ ইসলামের ছায়াতলে এসেছিল বিশেষ করে জিহাদের মাধ্যমে।। আর এমন একটা বিধানকে এভাবে বিকৃতি করা আস্তাগফিরুল্লাহ।।

07/07/2025

وَقَاتِلُوۡہُمۡ حَتّٰی لَا تَکُوۡنَ فِتۡنَۃٌ وَّیَکُوۡنَ الدِّیۡنُ کُلُّہٗ لِلّٰہِ ۚ فَاِنِ انۡتَہَوۡا فَاِنَّ اللّٰہَ بِمَا یَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং ❝আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়।❞

সূরা আনফাল

প্রাসঙ্গিক!

সম্পূর্ণ ঘটনা না জেনে কাউকে দোষারোপ করাও একটা অন্যায়।আর টিভি এখনও নিশ্চিত নয় যে, ময়নাকে ধর্ষণ করা হয়েছে। যেখানে সাংব...
07/07/2025

সম্পূর্ণ ঘটনা না জেনে কাউকে দোষারোপ করাও একটা অন্যায়।
আর টিভি এখনও নিশ্চিত নয় যে, ময়নাকে ধর্ষণ করা হয়েছে। যেখানে সাংবাদিকরা নিশ্চিত নয় সেখানে আপনি পাবলিক হয়ে কিভাবে বলতে পারেন যে, ইমাম সাহেব তাকে ধর্ষণ করেছে!
আগে বাস্তবতা সামনে আসুক, তারপর না হয় মন্তব্য করুন।

"যেখানে ইবাদত, স্থাপত্য ও স্মৃতি একত্রিত — ভাটিপাড়া জমিদার বাড়ি জামে মসজিদ।"💝🌄শুভ দুপুর..🥀💝💐
07/07/2025

"যেখানে ইবাদত, স্থাপত্য ও স্মৃতি একত্রিত — ভাটিপাড়া জমিদার বাড়ি জামে মসজিদ।"
💝🌄

শুভ দুপুর..🥀💝💐










Address

Jamalganj
Sunamganj
R370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khiyam-খিয়াম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share