newssunamganj.com - নিউজ সুনামগঞ্জ ডটকম

newssunamganj.com - নিউজ সুনামগঞ্জ ডটকম সব খবর জানতে সঙ্গে থাকুন আমাদের

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এনসিপি নেতা স্বপন স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের...
13/09/2025

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এনসিপি নেতা স্বপন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের পানসী রেষ্টুরেন্ট এর হলরুমে নিজের বিরুদ্ধে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পরিবেশিত সংবাদের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য রাখেন তিনি। গত ১০ সেপ্টেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলার চকবাজারস্থ অস্থায়ী নৌকাঘাট দখল সংক্রান্ত বিষয়ে তাকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাতে তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি বলেন,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে শর্তসাপেক্ষে এলাকার লোকজনকে ঐ নৌকাঘাটটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
আতাউর রহমান স্বপন বলেন,দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে ঐ নৌকাঘাটটি ভোগদখল করছিলেন। ইদানিং ঐ ঘাটটি ভোগদখলের ব্যাপারে তাকে সহযোগীতার জন্য আমাকে একাধিকবার অনুরোধ করলেও আমি তাকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলি। এতে ফরিদ আহমদ তারেক ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে জেলা এনসিপির প্রধান সমন্বয়কের কাছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার উল্লেখ করে উদ্দেশ্যমূলকভাবে একটি চাঁদাবাজীর অভিযোগ দায়ের করেন।
গুজব রটনাকারীরা ভূমি দখল সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন,প্রকৃত সত্য হলো চকবাজারে আমার ক্রয়কৃত চার শতক ভূমিতে মানবিক কারণে দুটি পরিবারকে আমি থাকার জন্য জায়গা দেই। কিছুদিন আগে আমি আমার জায়গায় পাকাঘর নির্মাণের জন্য আশ্রিত পরিবারগুলোকে জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দেই। এতে একটি পরিবার স্বেচ্ছায় আমার জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাজী হলেও আশ্রিত নাসির আমার জায়গা ছেড়ে যাবেনা বলে জানায়। এই সুযোগে ফরিদ আহমদ তারেক ও তার ভাই কালাম এবং ভাতিজা জুয়েল নাসিরকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চকবাজারে একটি লোকদেখানো মানববন্ধন করে। আমি তাদের এসব পরিকল্পিত গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিমান বাহিনীতে সুনামের সাথে চাকুরীর পর অবসরে এসে রাজনীতি করছেন উল্লেখ করে আতাউর রহমান স্বপন বলেন,আমি ও আমার ভাইয়েরা সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সততার সাথে চাকুরী করেছি। চাঁদাবাজী ও দখলবাজীর সাথে আমাদের পরিবারের কেউ ঘুনাক্ষরেও জড়িত নয়।
সংবাদ সম্মেলনে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর সুনামগঞ্জ জেলা আহবায়ক জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী,জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল,দোয়ারাবাজার উপজেলা আহবায়ক আব্দুস ছোবহান,যুগ্ম সমন্বয়ক মোঃ ইমরান হোসেন ও মোঃ হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মচারি নিহতস্টাফ রিপোর্টার: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোম...
13/09/2025

সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মচারি নিহত

স্টাফ রিপোর্টার:

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের দুইজন কর্মচারি নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী।

নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সবদর আলী (৩৭)।

নিহত ছমিরুল হক জুয়েল ও সবদর আলী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্তব্যরত ছিলেন।

সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর উপজেলায় যাচ্ছিলেন ছমিরুল ও সবদর। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বার প্লেটবিহীন প্রাইভেট কারের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।

গুরুতর আহত শবদরকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে সিলেটে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথেই প্রাণ হারান সবদর আলী।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনা কার চাকল এখনও পলাতক রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ড্রাইভারকে ধরতে আমরা অভিযান পরিচালনা করছি।

তাহিরপুরে সন্ত্রাসী নবাব মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধনতাহিরপুর প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ...
13/09/2025

তাহিরপুরে সন্ত্রাসী নবাব মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ভোট দিতে যাওয়ার পথে দলের এক কর্মীর উপর হামলার ঘটনায় সন্ত্রাসী নবাব মিয়া (৫৫) ও তার সঙ্গীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

হামলার শিকার বিএনপি কর্মী ঈসমাইল হোসেন (৩২)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের হেকিম আলীর ছেলে এবং ২নং ওয়ার্ড বিএনপির সদস্য। বর্তমানে ঈসমাইল গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈসমাইল হোসেন একজন সহজসরল গরীব মানুষ ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির কাউন্সিলের একজন ভোটার। শনিবার (৬সেপ্টেম্বর) সকালে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট প্রদানের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে একতা বাজার এলাকায় পৌঁছালে আওয়ামীলীগ পন্থি দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের সন্ত্রাসী নবাব মিয়া রাজনৈতিক বিরোধিতার জেরে দলবল নিয়ে ঈসমাইলের উপর হামলা করে। দেশি অস্র দিয়ে তার মাথা ও হাতে মারাত্মক ভাবে আগাত করে।

তারা আরো বলেন, নবাব মিয়া পূর্বের এক মার্ডার মামলার আসামী। বিগত সরকারের আমলে তার যন্ত্রণায় এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ থাকে। সরকার পতন হলেও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবর্তন হয় নি। সে ঈসমাইলের মতো একজন সহজসরল নিরিহ মানুষের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আহত ঈসমাইলের বোন বাদি হয়ে থানায় অভিযোগ করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবলু মিয়া, মাসুক মিয়া, হোসেন আলী, জালাল উদ্দিন, রহমত আলী, উসমানগণি, সাদেক মিয়া, আব্দুল আলী, আমীর আলী, আব্দুল হাসিম, ফজুল হক, শামচুল হল প্রমুখ।

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায় দিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাঅশ্রু জলে শিক্ষক সিনিয়র শিক্ষক মো.আব্দুর রব হ...
24/08/2025

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায় দিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা

অশ্রু জলে শিক্ষক সিনিয়র শিক্ষক মো.আব্দুর রব হোসেন বিদায় সংবর্ধনা দিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিতি'র বক্তব্য রাখেন আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতি'ট সাবেক সভাপতি ফররুখ আহম্মদ তালুকদার।

বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতি সভাপতি ও এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান মিয়া,লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

অধ্যক্ষ আব্দুস সাত্তার, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও শান্তিগন্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক কে.এম. শামছুল আলম রাসেল, আব্দুস সাওার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আজিজুল রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক ও লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষক

শাহজালাল সুমন, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব, খায়রুল মিয়া তালুকদার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহাব,

আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা।

এ ছাড়াও এলাকার বিভিন্ন মুরুব্বিদের মধ্যে ছিলেন রকিব মিয়া তালুকদার,আশরাফ আলী,আব্দুল হাই,সিরাজ মিয়া, রাজিব মিয়া সহ অএ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষকার্থী ও চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ।

আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুসারফ আলম মুসা বলেন, শিক্ষা গুরুর মর্যাদার কথা বই পুস্তক সহ সব জায়গায় রয়েছে। কিন্তু এখন অনেক জায়গায় আমরা দেখি শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি যে শিক্ষকরা সব সময় সম্মানিত মানুষ। বর্তমান বা প্রাক্তন সকল শিক্ষককে আমাদের মর্যাদা দিতে হবে। কারণ তারাই আমাদের মানুষ এবং শিক্ষার আলোয় আলোকিত করেছেন। আমি তার অবসর জীবনে সুস্থতা কামনা করি।

প্রেস বিজ্ঞপ্তি

প্রত্যাশা মহিলা সমিতির উদ্যৌগ পৌর শহরের বড় পাড়া এলাকায় ঈদ উপহার প্রদান।
29/03/2025

প্রত্যাশা মহিলা সমিতির উদ্যৌগ পৌর শহরের বড় পাড়া এলাকায় ঈদ উপহার প্রদান।

20/09/2024

সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান কারাগারে

বিস্তারিত কমেন্টে

19/09/2024

শান্তিগঞ্জের নিজ বাস ভবন থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এম এ মান্নান কে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। তিনি এ মামলায় এজাহার ভুক্ত আসামি। আমরা তাকে আগামীকালকে যত দ্রুত সম্ভব আদালতে সোপর্দ করবও। বিভিন্ন তথ্যের জন্য সাবেক এ পরিকল্পনা মন্ত্রীর রিমান্ড চাওয়া হবে।

19/09/2024

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার হওয়ার পর যা বলছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান

11/09/2024

সুনামগঞ্জ শহরের ষ্টেশন রোড এলাকায় সড়কের পাশে অবৈধ ভাবে দখল করে বসা হকারদের উচ্ছেদের সময় পৌরসভার কর্মচারীদের উপর হমলা করে হরকরা!!!!

ভিডিও কৃতজ্ঞতা: রনি সরকার

26/08/2024

সুনামগঞ্জ সদর হাসপাতালে দুবৃত্তদের হামলা। রোগীদের সেবা বিঘ্নিত!!!

15/08/2024

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্বা জানালেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র নাদের

বিস্তারিত কমেন্টে

https://newssunamganj.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0...
01/07/2024

https://newssunamganj.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/

সিলেট অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ ভারতকে যৌথ উদ্যোগে কাজ করতে হবে- এমপি মানিক জুলাই ১, ২০২৪ নিউজসুনামগঞ্জ .....

Address

Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when newssunamganj.com - নিউজ সুনামগঞ্জ ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to newssunamganj.com - নিউজ সুনামগঞ্জ ডটকম:

Share