08/08/2025
Public কিংবা National যেখানেই থাকুন ২০/২২ বছর বয়সে এই বিষয়গুলো তোমার আয়ত্তে থাকলে কেউ আটকাতে পারবে না।
💁♀️,,,,,,,,,,,,,,,,🔥
১. পাসপোর্ট - খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফালান। তাছাড়া কখন হঠাৎ লাগতে পারে জানবেন ও না।
২. ব্যাংক একাউন্ট - এইটা বলাই বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই?
৩. Powerpoint Skill - আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে।
৪. TIN Certificate - আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর মর্যাদাই আলাদা। প্রতি বছর ০ ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো লাগবে।
৫. Basic Excel - আর কত কমু এই নিয়া। Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখে নেন। ১ মাস লাগবে মাত্র।
৬. Academic Paper - অন্তত ৩০ পাতার একটা একাডেমীক পেপার/ থেসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে।
৭. Official/ Formal Letter - দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ ৫ কাজে আসবে না ভাই।
৮. Formal Attire/ Etiquette - একটা টাই বানতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়া সহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউব এই দেখা যায়। মাত্র ২ মিনিট টাইম লাগাই।
৯. Religion - নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুইঝা শেষ করা। সারাজীবন মোল্লা/ পুরোহিত এর কথায় চলমু, এইডা কিছু হইলো?
১০. Geography / History/ General Knowledge - UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন ক্যামনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি - ভর না ওজন?
১১. গাড়ি চালানো - শিখা ফালান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন।
১২. সাঁতার জানা - না জানলে জীবন ১৬ আনাই মিছে!
১৩. নিজের সিভি - এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফালান না একটা! অনেক অনেক আগায় থাকবেন।
ভাইরে! শেষ কথা কই। কিছু কিছু জিনিষ এর জন্য ২৩/২৪ বছর হইতে হয় না। খালি মানুষ হইতে হয়।
-সংগৃহীত-