J Star

J Star বন্ধুত্বের কোনো বর্ণনা হয়না, সেইজন সৌভাগ্যবান যার একজন প্রকৃত বন্ধু আছে...।

14/08/2025

মানুষকে প্রচন্ড রকম গুরুত্ব দিতে পারি আবার প্রচন্ডভাবে অবহেলাও করতে পারি। আপনি যখন যেটা ডিজার্ভ করেন 😊🙂

08/08/2025

যে লোক তার নিজের আচরণের কোনো দোষ খোঁজে পায় না , তুমি তাকে কখনো পরিবর্তন করতে পারবে না ❤️‍🩹😅

Public কিংবা National যেখানেই থাকুন ২০/২২ বছর বয়সে এই বিষয়গুলো তোমার আয়ত্তে থাকলে কেউ আটকাতে পারবে না।  💁‍♀️,,,,,,,,,,,,...
08/08/2025

Public কিংবা National যেখানেই থাকুন ২০/২২ বছর বয়সে এই বিষয়গুলো তোমার আয়ত্তে থাকলে কেউ আটকাতে পারবে না।

💁‍♀️,,,,,,,,,,,,,,,,🔥

১. পাসপোর্ট - খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের ID Card এর চেয়ে বেশী গ্রহণযোগ্য। আজকাল এইটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফালান। তাছাড়া কখন হঠাৎ লাগতে পারে জানবেন ও না।

২. ব্যাংক একাউন্ট - এইটা বলাই বাহুল্য। না থাকলে নিদেনপক্ষে একটা সেভিং একাউন্ট থাকা উচিৎ। কোন ঝামেলা ছাড়াই। আজই?

৩. Powerpoint Skill - আপনাকে নিজে নিজে একটা ১৫ স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর তা ২০ জনের সামনে present করার স্কিল থাকতেই হবে।

৪. TIN Certificate - আয় করেন আর নাই করেন, একটা TIN নাম্বার নিয়া ফেলেন। সার্টিফিকেট এর মর্যাদাই আলাদা। প্রতি বছর ০ ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরে অনেক অনেক ভালো লাগবে।

৫. Basic Excel - আর কত কমু এই নিয়া। Basic Excel জানা কত্ত জরুরী তা ঠেকার আগেই শিখে নেন। ১ মাস লাগবে মাত্র।

৬. Academic Paper - অন্তত ৩০ পাতার একটা একাডেমীক পেপার/ থেসিস লিখার এক্সপেরিয়েন্স, Citation সহ, থাকা প্রফেশনাল জীবনে লাগবে।

৭. Official/ Formal Letter - দুই পাতার একটা ফর্মাল বা অফিশিয়াল চিঠি লিখতে গ্র‍্যাজুয়েট হইয়া না পারলে কোন জিপিএ ৫ কাজে আসবে না ভাই।

৮. Formal Attire/ Etiquette - একটা টাই বানতে জানা উচিৎ। একটা সাধারণ মানের স্যুট হইলেও থাকলে মন্দ হয় কি? কাটা চামচ দিয়া খাওয়া সহ ফরমাল ডাইনিং এর রীতিনীতি ইউটিউব এই দেখা যায়। মাত্র ২ মিনিট টাইম লাগাই।

৯. Religion - নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুইঝা শেষ করা। সারাজীবন মোল্লা/ পুরোহিত এর কথায় চলমু, এইডা কিছু হইলো?

১০. Geography / History/ General Knowledge - UK, Great Britain, England এর পার্থক্য জানেন? জানেন Scandinavian বা Nordic দেশ মানে কি? বা প্লেন ক্যামনে আকাশে উড়ে? আমরা বাজারে দাঁড়িপাল্লায় কি মাপি - ভর না ওজন?

১১. গাড়ি চালানো - শিখা ফালান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নাই। অন্তত ড্রাইভিং টা শিখা রাখেন।

১২. সাঁতার জানা - না জানলে জীবন ১৬ আনাই মিছে!

১৩. নিজের সিভি - এক্সপেরিয়েন্স নাই? তাতে কি? পড়াশুনা শেষ হয় নাই? মাফি মুশকিলা! লিখা ফালান না একটা! অনেক অনেক আগায় থাকবেন।

ভাইরে! শেষ কথা কই। কিছু কিছু জিনিষ এর জন্য ২৩/২৪ বছর হইতে হয় না। খালি মানুষ হইতে হয়।

-সংগৃহীত-

05/08/2025

আপা না পালাইলে, আমার পালানোর ১ বছর পূর্ণ হতো! 🙂

28/07/2025

পিএসসির অধীনে সরকারি চাকরি কিংবা বিসিএস নিয়ে যারা চিন্তাভাবনা করতেছেন, এখনই এই জার্নি বন্ধ করে অন্য কিছু ভাবা শুরু করতে পারেন। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। অযথা সময় নষ্ট না করে কৃষিকাজ, খামার অথবা বিদেশে চলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।

বিএনপি আজ ঐক্যমত কমিশনের সভা বর্জন করেছে। জানেন কী নিয়ে আলোচনার সময় এই বর্জন? ঐক্যমত কমিশনের প্রস্তাব হচ্ছে পিএসসি, দুদক, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল এসব সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এগুলোকে পৃথক রাখা। ঐকমত কমিশন চাচ্ছে, এসব নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগের যে বর্তমান বিধান তা বাতিল করে সম্পূর্ণ পৃথক একটা কমিটি করে তাদের মাধ্যমে নিয়োগ দিতে।সালাহউদ্দিন সাহেব বলছেন, এসব নিয়ে আলোচনা করতেই তারা রাজি নন।

সুস্থ স্বাভাবিক মানুষ দূরের কথা, এদেশের একটা পাগলকেও যদি জিজ্ঞেস করেন যে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারের হস্তক্ষেপ বন্ধ করে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে চান কিনা? আমার বিশ্বাস একজন মানুষও পাবেন না যারা এটার অস্বীকার করবে। সেখানে আসন্ন ক্ষমতায় আসতে যাচ্ছে ভাবা একটা দল প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার বিষয়ে আলোচনা করতেই রাজি নন।

দুই হাজার তাজা লাশের পর, হাজারো পঙ্গুত্বের পর, একটা গণঅভ্যুত্থানের পর দেশের কাঠামোগত পরিবর্তনের চেয়ে ক্ষমতা পাকাপোক্ত করার ইচ্ছে যখন প্রাধান্য পায়, সেখানে আপনি কার আশায়, কিসের উপর নির্ভর করে সরকারি চাকরির জন্য বছরের পর বছর সময় নষ্ট করবেন!

সমসাময়িক নানা পদক্ষেপ দেখলেই বুঝতে পারবেন যে, এসব ক্ষমতায় আসার পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বার্তা দেয়। চোখের
সামনেই তো দেখেছেন, গণঅভ্যুত্থানের পর ২৩০০ থেকে ২৫০০ ক্যাডার নিয়োগের একটা বিসিএস কীভাবে ৯০০ ক্যাডার নিয়োগের বিসিএসে পরিণত হয়েছে। মনে করেছিলাম এসব সিস্টেমের ত্রুটি। তারপর দেখেন ডা. জাহেদ নামক এক ভদ্রলোকের একটা ভিডিও ভাইরাল হয়েছে।উনি পিএসসির ভাইভা বোর্ডের সদস্য না কী যেন, তিনিও রাষ্ট্রের সর্বোচ্চ নিয়োগদাতাদের ভাইভা নিচ্ছেন শুনলাম। বিসিএস ক্যাডারদের ভাইভা নেওয়ার যে ক্রাইটেরিয়া ও মানদণ্ড, তিনি কোনটাতে পড়েন? সবচেয়ে বড় কথা তিনি তো রাজনৈতিকভাবে নিরপেক্ষ নন। হাইলি পার্টিজান একজন ব্যাক্তিকে ভাইভা নিতে দেওয়া হচ্ছে এগুলো কোন কোইন্সিডেন্স নয়। এগুলো হচ্ছে দলীয়করণের সিম্বল।

এই রাষ্ট্র, রাষ্ট্রব্যবস্থা, পুরাতন সিস্টেম আমরা পরিবর্তন করতে পারি নাই। পুরাতন ও অপরিবর্তিত সিস্টেমের উপরে আরও দলীয়করণের লক্ষন দেখেও আপনি কেন অযথা মূল্যবান সময় এখানে নষ্ট করবেন। রাজনৈতিক দলের স্পস্ট দালালী করে বেড়ায় এমন লোক বিসিএসের ভাইভা নেয় এই দিনও দেখা লাগতেসে আমাদের। বলতে পারেন প্রয়োজনে আরেকটা গণঅভ্যুত্থান হবে, আবারও জুলাই আসবে। মনে রাখবেন এদেশে হাজারটা আন্দোলন হলেও লাভ নাই। গরিবের ছেলে পেলে বারবার জীবন দিবে, আর রাজনীতিবিদরা এসে নিজেদের আখের গুছাবে। এদেশ এভাবেই চলবে।শু**রের বা-চ্চা/দের দেশে ভালে কিছু চিন্তা করবেন না।

25/07/2025

Our one man army 💪

সকালে মাইলস্টোনের শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেছে তাদের কর্মসূচি থেকে দাবি সমূহঃ১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে...
22/07/2025

সকালে মাইলস্টোনের শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেছে তাদের কর্মসূচি থেকে

দাবি সমূহঃ
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

21/07/2025

এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু! ১৬৪ জন আহত!
এই দায় কার? কারা দেবে এই জবাব??

18/07/2025

১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807 # নম্বরে।

আপনারা নিয়ম মত চাঁদা দিয়ে দিবেন 🙂
13/07/2025

আপনারা নিয়ম মত চাঁদা দিয়ে দিবেন 🙂

12/07/2025

🪙উগান্ডার স্বর্ণযুগ শুরু🪙
উগান্ডায় ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কৃত হয়েছে

যার মূল্য এখন ১২ ট্রিলিয়ন ডলার

comment

12/07/2025

দিল্লী নয় পিণ্ডি নয়,
চাই কেবল চান্দা।
লণ্ডনে বসে বসে
এই আমার ধান্দা।

—কবি লন্ডনেন্দ্রনাথ

Address

Sunamganj Highway
Sunamganj

Telephone

1758398613

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J Star:

Share