Saikat Talukder

Saikat Talukder I am a tiktoker, plz support me��

15/08/2024

_"কারো মায়া জড়ানো'টা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়া'টা মৃত্যুর থেকেও কঠিন !!❤️😊
_"ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো !!❤️😄
_"পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা
দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা !!❤️😄
_"পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎ কার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে !!❤️😄
_"হাসি দিয়ে হয় তো সবকিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় !!❤️😄
__যদি কমে যায় কথা বার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তেমার বিকল্প !!❤️😄
_"অতিরিক্ত সরল হতে যেওনা এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে !!❤️😄
_"অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে !!❤️😄
_"কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয় !!❤️😄
_"মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না !!❤️😄
_"সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় !!❤️😄
_"এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।
ধন্যবাদ সেই মানুষ টাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না।
এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন !!❤️😄
_"দুরত্ব বাড়িয়েছো ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলেই ভালো থাকা মেলে !!❤️😄
_"মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ংকর আবার কারো কাছে মুক্তির উপায় !!❤️😄
_"তোমাকে যতটুকু ভালেবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি !!❤️😄
_"তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না
আমার কষ্ট হচ্ছে এ কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না !!❤️😄
_"কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছেই ফিরতে চাই আবার ঠকার জন্য !!❤️😄
_"ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার রিদয় টা ভেঙে যাওয়ার পর ও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে !!❤️😄
_"চাওয়ার অধিকার সবার আছে কিন্ত পাওয়ার ভাগ্যটা সবার থাকে না !!❤️😄
_"ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজন কে মূল্য দিতে জানবে !!❤️😊
_"অনুরোধ করে কাউকে ধর ❤️❤️❤️❤️💔💔💔💔💔💔💔💔💔

09/08/2024

যিনি ১৫ বছর দেশ চালিয়েছেন তাকে সরাতে ১৫ দিন সময় লাগেনি। এখন যিনি দেশ চালাবেন তিনি যেনো বিষয়টি মাথায় রাখেন।
Power of students 🇧🇩🥰👈

রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে,সেই দেশে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য আবারো রক্ত দিতে হচ্ছে😥😥,আর সেই রক্ত কখনো...
18/07/2024

রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে,সেই দেশে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য আবারো রক্ত দিতে হচ্ছে😥😥,আর সেই রক্ত কখনো বৃথা যেতে পারে না!✊✊

স্বর্ণ খুঁজতে গিয়ে আমরা হিরা হারিয়ে ফেলেছি!!তিতে ব্রাজিলের হয়ে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বায়িত্বে ছিলেন।তার সময়ে আমরা...
10/07/2024

স্বর্ণ খুঁজতে গিয়ে আমরা হিরা হারিয়ে ফেলেছি!!
তিতে ব্রাজিলের হয়ে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বায়িত্বে ছিলেন।
তার সময়ে আমরা ম্যাচ হারা নিয়ে টেনশন করিনি বরং কয় গোলে জিতবো সেই হিসেব করতাম।

৬ বছরে তিতের অধীনে
ব্রাজিলব্রাজিল টোটাল ম্যাচ খেলেছে: ৮১ টি
জয়: ৬০ টি ম্যাচ
ড্র: ১৫ ম্যাচে। বিপরীতে হার মাত্র ৬টি ম্যাচে!!

তার সময়ে ব্রাজিলের ডিফেন্স ছিলো অপ্রতিরোধ্য ব্রাজিল'কে দুইটা গোল দেওয়া ছিলো সবচেয়ে কষ্টসাধ্য ব্যাপার।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বিশ্বের ১ নাম্বার দল হিসেবে সবার আগে বিশ্বকাপে কোয়ালিফাই করে।

২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ব্রাজিলের খেলা নিয়ে কারো অভিযোগ ছিলো না।
২০১৯ কোপা আমেরিকায় নেইমারকে ছাড়াই তার অধীনে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়।👑
২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে আবার ও ফাইনালে তোলেন কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় রানারআপ হতে হয়।
২০২২ বিশ্বকাপেও হট ফেবারিট থাকার পর ও ভাগ্যের কারণে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় আর এর মাধ্যমেই ব্রাজিলে তিতে অধ্যায়ের সমাপ্তি ঘটে।

বলুন আপনি তাকে দশে কত দিবেন 👇👈

👉সফল যদি আপনাকে হতে হয়-তাহলে পরিশ্রম তো আপনাকেই করতে হবে👈"মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বাধা দিবে এটা স্বাভাবিক অস্বা...
08/07/2024

👉সফল যদি আপনাকে হতে হয়-তাহলে পরিশ্রম তো আপনাকেই করতে হবে👈
"মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বাধা দিবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুনা-
মানুষ গালি দিবে, আপনার সমলোচনা করবে,
"কিন্তু আপনি এসব কথায় কান না দিয়ে আপনার জেদ নিয়ে যদি সঠিক একটা সিদ্বান্ত নিতে পারেন; তাহলে কোনো একদিন এই গালিগুলা তালিতে রূপান্তরিত হবে! আর যে মানুষ গুলা আপনার সমলোচনা করেছিল তারাই আপনার আলোচনা করবে।👈
"হ্যা এটাই বাস্তব!!

____🇧🇷 এই দলটার প্রতি আকাশ চুম্বি ভালোবাসা আর অফুরন্ত বিশ্বাস   ✊ রাজার আসন শুধু  রাজাকেই মানায় Just অপেক্ষা  ❤️ ব্রাজিল...
07/07/2024

____🇧🇷 এই দলটার প্রতি আকাশ চুম্বি ভালোবাসা আর অফুরন্ত বিশ্বাস ✊ রাজার আসন শুধু রাজাকেই মানায় Just অপেক্ষা ❤️
ব্রাজিল এত তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার মতো দল না।
লাস্ট ২ বছর ধরে খারাপ সময় পার করে আসতেছে! তবুও দলটার প্রতি একটু ভালোবাসাও কমে নাই বরং আরো বেড়েছে ✊🤘🇧🇷💙

🇧🇷___ সর্বকালের সেরা দল ছন্দে নাই!
তবে ব্রাজিল জানে কিভাবে কামব্যাক করতে হয় 🌹 শুধু সময়ের অপেক্ষা____🇧🇷

আমাদের প্রজন্মের কাছে ব্রাজিল ফ্যান হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ ছিলেন কাকা, ২০১০ সালে কাকার প্রতি কি পরিমাণ মুগ্ধতা যে কাজ ক...
05/07/2024

আমাদের প্রজন্মের কাছে ব্রাজিল ফ্যান হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ ছিলেন কাকা, ২০১০ সালে কাকার প্রতি কি পরিমাণ মুগ্ধতা যে কাজ করতো তা এখনো আমরা অনুভব করতে পারি। নেইমার আসার আগে কাকার পাশাপাশি আরেকজন কিংবদন্তি আমাদের তাদের পায়ের জাদুতে বিমোহিত করতো, নাম বলতে হবে? জ্বি! ঠিক ধরেছেন, রোনালদিনহো। এই দুই কিংবদন্তি ব্রাজিলের জন্য যা করেছে তা ব্যাখ্যা করা সম্ভব না। আবারও বলতে হয়, আমাদের প্রজন্মের নায়ক এই দুইজন!

এই যে মাঝেমধ্যে অনেকেই বলেন নেইমার কি এমন করছে যে তারে মাথায় তুলে রাখতে হবে, ওর দলে জায়গা নাই, ওর থেকে নতুনরা ভালো, আসবে আবার ইনজুরিতে পড়ে বিদায় নিবে, ওরে দলে নেয়া রিস্ক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি.....
তাদের একটা পরিসংখ্যান দেখাই,

ব্রাজিলের জার্সিতে কাকা + রোনালদিনহো -

ম্যাচ: ১৮৯
গোল: ৬২
এসিস্ট: ৫২

ব্রাজিলের জার্সিতে নেইমার -

ম্যাচ: ১২৮
গোল: ৭৯
এসিস্ট: ৫৮ (কারো মতে ৫৬,৫৭)

এই পরিসংখ্যানটা দিয়ে আমি কাকা বা দিনহোকে ছোট করছি না, শুধুমাত্র বোঝাতে চাচ্ছি আমাদের প্রজন্মের সেরা দুই নায়কের প্রতি যদি আমাদের এতো সম্মান এবং ভালোবাসা থাকে তাহলে নেইমারের ক্ষেত্রে আমাদের আরো বেশি আবেগপ্রবণ হওয়া উচিৎ, তাই না? অন্তত পরিসংখ্যান বলছে তাদের থেকে জাতীয় দলে নেইমার অনেক বেশি ধারাবাহিক ছিলেন। নেইমারের মহত্ত্ব শুধু পরিসংখ্যানে না, কাকা-দিনহোরা খেলেছেন ব্রাজিলের স্বর্ণযুগে অথচ নেইমার জাতীয় দলে যখন পা রাখেন তখন চারদিকে শুনশান নিরবতা, দলের অস্তিত্ব রক্ষা করা নিয়েই শংকা, দলে নেই নিয়মিত পারফর্মার, সবাই শুধু আসা যাওয়ার মিছিলেই গা ভাসিয়েছেন, এক নেইমার রয়ে গেছেন মহাসমুদ্রের মাঝে এক ডিঙে নৌকা হয়ে!

সাফল্যের বিচারে দিনহো বা কাকার আশেপাশেও নেইমার থাকবে না তা আমরা সবাই জানি, তবে সুসময়ে সাফল্য পাওয়ার চেয়ে মৃতপ্রায় দলটাকে বাঁচিয়ে রাখা, অস্তিত্ব টিকিয়ে রাখার মহত্ত্ব কি কোনো অংশে কম? তাহলে নেইমার কেন পাচ্ছে না যোগ্য সম্মান? ভাগ্যের কারণে? ভাগ্য তো আর নিজ হাতে কেউ লেখে না!

হে মহাকাল, মনে রেখো নেইমারকে........

🚨 আমরা কলম্বিয়ার বিপক্ষে যে ফলাফল চেয়েছিলাম তা পূরন করতে পারেনি, কারণ আমাদের ফিনিশিং টা ভালো হয়নি,  আশা করি কোয়ার্টার ফা...
04/07/2024

🚨 আমরা কলম্বিয়ার বিপক্ষে যে ফলাফল চেয়েছিলাম তা পূরন করতে পারেনি, কারণ আমাদের ফিনিশিং টা ভালো হয়নি, আশা করি কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবো, এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবো!🇧🇷👑

🗣️ রদ্রিগো
ফলো 𝙰𝚁𝚃𝚅 𝚂𝚙𝚘𝚛𝚝𝚜

জীবনে কখনো কাউকে          পাওয়ার জন্য কাঁদবে নাকারণ যার জন্য তুমি         কাঁদবে সে কখনই তোমার                     হবে ন...
02/07/2024

জীবনে কখনো কাউকে
পাওয়ার জন্য কাঁদবে না
কারণ যার জন্য তুমি
কাঁদবে সে কখনই তোমার
হবে না....
আর যে তোমার হবে
সে কখনও তোমাকে কাঁদতে
দেবে না.....।

Address

Jamalganj
Sunamganj
2450

Alerts

Be the first to know and let us send you an email when Saikat Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saikat Talukder:

Share