Ashfaq G- 0

Ashfaq G- 0 আমার পেইজে আপনাকে স্বাগতম।
নিয়মিত শিক্ষা, ভ্রমণএবং মোটিভেশন শেয়ার করি। যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তার সাথেই থাকুন ।

29/04/2025
27/04/2025


পিছে দেখো! পিছে তো দেখো!
26/04/2025

পিছে দেখো!
পিছে তো দেখো!

যেসব খাবার আপনার ব্রেইন কে ভাল রাখবে l
14/04/2025

যেসব খাবার আপনার ব্রেইন কে ভাল রাখবে l

মার্চ ফর গাজা সফল হোক!ফিলিস্তিনিদের পক্ষে আমাদের আওয়াজ আরও জোরালো হোক!May the March for Gaza in Dhaka be a success! May...
12/04/2025

মার্চ ফর গাজা সফল হোক!
ফিলিস্তিনিদের পক্ষে আমাদের আওয়াজ আরও জোরালো হোক!

May the March for Gaza in Dhaka be a success!
May our voices for the Palestinians be louder!












বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেখে সবাই যেমন নতুন বাংলাদেশের জন্য আশাবাদী হচ্ছেন, তেমনি অনেকের মধ্যে আরেকজন নিভৃতচারী ম...
11/04/2025

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেখে সবাই যেমন নতুন বাংলাদেশের জন্য আশাবাদী হচ্ছেন, তেমনি অনেকের মধ্যে আরেকজন নিভৃতচারী মানুষ রয়েছেন যাকে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া জরুরি। তিনি হলেন ড. ইমাদুর রহমান (Imadur Rahman)। তিনি ইন্টেরিম সরকারের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড (BSCL) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন, এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে এসেছেন।

ড. ইমাদুর রহমান, যিনি ড. ইউনুসের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নে সহযাত্রী হিসেবে দেশে ফিরেছেন, উনার পেশাগত ক্যারিয়ার এক চমৎকার দৃষ্টান্ত। তার সিভি তো প্রায় ৩০-৪০ পৃষ্ঠার! তবে, কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই:

১. তিনি এরিকসনের হেড অফ রিসার্চ ছিলেন এবং ৬০০+ প্যাটেন্ট সাবমিট করেছেন। তার ৩০০+ ইউএস প্যাটেন্ট গ্রান্টেড হয়েছে, যা প্রযুক্তি ইনোভেশনের চূড়ান্ত উদাহরণ। উনার গবেষণার বিশেষজ্ঞ ক্ষেত্র হলো ওয়্যারলেস কমিউনিকেশন এবং ১৭ বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে উনার প্যাটেন্ট সংখ্যা সম্ভবত হাজারের কাছাকাছি!

২. উনার গবেষণা বিষয়ক আর্টিকেল ও জার্নালের সংখ্যা প্রচুর এবং গুগল সাইটেশন ২০০০+!

৩. শুধু প্রযুক্তি নয়, তিনি সামাজিক কাজেও অসামান্য। তিনি মুসলিম এইড সুইডেন চ্যাপ্টারের বর্তমান চেয়ারম্যান এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে রমজানে দাতব্য ওয়েলফেয়ার কাজ পরিচালনা করেছে।

৪. সুইডেনের স্টকহোমে উনার ব্যাপক পরিচিতি রয়েছে জনকল্যাণমূলক ও ইসলামিক কাজের জন্য।

এইসব গুণী ব্যক্তি, একাডেমিক, রিসার্চার, উদ্ভাবক, সমাজসেবী এবং নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ ড. ইউনুসের সঙ্গে দেশের উন্নতির জন্য কাজ করতে এসেছেন, এবং ইতিমধ্যে সফলভাবে কাজ করে চলেছেন।

ড. ইমাদুর রহমানের টিমের মাধ্যমে দেশে আনা হয়েছে স্টারলিঙ্ক স্যাটেলাইট।

এমন রত্নদের চিনতে হবে এবং তাদের প্রচেষ্টাকে সম্মান জানাতে হবে, আর তাদের নেতৃত্বের প্রতি যে বিশ্বাস আছে, সেটা ড. ইউনুসের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানানো প্রয়োজন।

লেখা: Mahfuz আজিম



এটা আবার কে বানালো ?
04/04/2025

এটা আবার কে বানালো ?

ছিঃ ছিঃ ছিঃ, ছিঃ রে ননী ছিঃ
10/03/2025

ছিঃ ছিঃ ছিঃ, ছিঃ রে ননী ছিঃ

অভিনন্দন জাতীয় নাগরিক পার্টিকে।আশা করি তাদের হাত ধরে বাংলাদেশ রাজনৈতিক পরিমণ্ডলে নতুন কিছু ঘটবে, কিছু পরিবর্তন আসবে, দে...
28/02/2025

অভিনন্দন জাতীয় নাগরিক পার্টিকে।
আশা করি তাদের হাত ধরে বাংলাদেশ রাজনৈতিক পরিমণ্ডলে নতুন কিছু ঘটবে, কিছু পরিবর্তন আসবে, দেশ এগিয়ে যাবে।

#জাতীয়_নাগরিক_পার্টি

শিমুল গাছ আমাদের দেশে একটি পরিচিত এবং সুন্দর গাছ। এটি বিশেষত তার রঙিন ফুলের জন্য পরিচিত, যা বসন্তকাল আসলেই পুরো গাছটিকে ...
26/02/2025

শিমুল গাছ আমাদের দেশে একটি পরিচিত এবং সুন্দর গাছ। এটি বিশেষত তার রঙিন ফুলের জন্য পরিচিত, যা বসন্তকাল আসলেই পুরো গাছটিকে এক বিশাল সৌন্দর্যে পরিণত করে। শিমুল গাছের ফুল সাধারণত লাল অথবা কমলা রঙের হয় এবং এর ফুলগুলো দেখতে অনেকটা সুতার মতো নরম এবং রেশমি হয়। গাছটির উচ্চতা প্রায় ১০-১৫ মিটার হতে পারে এবং এর পাতা বড়, দীর্ঘ এবং সবুজ রঙের।

শিমুল গাছ সাধারণত গরম ও আর্দ্র পরিবেশে ভালো বেড়ে ওঠে এবং এটি নদী বা খালের তীরের মতো স্থানগুলোতে ভালোভাবে মেলে। এই গাছের কাঠ শক্ত ও মজবুত, তাই গৃহনির্মাণ ও আসবাবপত্র তৈরিতে এর ব্যবহার হয়। এছাড়া শিমুলের সুতাটি ঔষধি গুণসম্পন্ন, যা পুরনো সময়ে লোকজন শিরকির চিকিৎসায় ব্যবহার করত।

শিমুল গাছ শুধু তার রূপে নয়, পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং পাখি ও অন্যান্য প্রাকৃতিক প্রাণীদের আশ্রয় দেয়। শিমুল গাছের ফুলগুলি নানা প্রকার পাখির জন্য খাদ্য সরবরাহ করে, আর এর ছায়া গ্রীষ্মকালীন তাপ থেকে আমাদের শান্তি দেয়।

এভাবে, শিমুল গাছ আমাদের জীবনে শুধু সৌন্দর্যই নিয়ে আসে না, বরং এটি একটি পরিবেশবান্ধব গাছ হিসেবে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

এই ভাইটিকে আশা করি সবাই চেনেন।বউ বেবসায়ীদের ভিডিও থেকে Ripon Mia এর ভিডিও আমার কাছে হাজার গুণ ভালো লাগে। আপনার কাছে কেম...
19/02/2025

এই ভাইটিকে আশা করি সবাই চেনেন।
বউ বেবসায়ীদের ভিডিও থেকে Ripon Mia এর ভিডিও আমার কাছে হাজার গুণ ভালো লাগে।
আপনার কাছে কেমন লাগে?

শুভ সকাল।আজকের দিনটি জীবনে নতুন সম্বাবনা নিয়ে আসুক।
16/02/2025

শুভ সকাল।
আজকের দিনটি জীবনে নতুন সম্বাবনা নিয়ে আসুক।

Address

Keshob Pur
Sunamganj
3060

Alerts

Be the first to know and let us send you an email when Ashfaq G- 0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share