22/04/2025
একটি হৃদয়বিদারক হারানো বিজ্ঞপ্তি :
আমার ছোট বোন,গত ০৯ এপ্রিল ২০২৫ তারিখে আমাবাড়ি, হবিপুর, রঙের বাজার এলাকায় বেড়াতে গিয়ে হারিয়ে গেছে। আজ ১৩ দিন পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আমরা থানায় জিডি করেছি, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়েছি, শহর-গ্রাম চষে বেড়িয়েছি – প্রতিটি সম্ভাব্য চেষ্টা করে ফেলেছি, কিন্তু কিছুতেই কোনো সন্ধান মেলেনি।
আমার মা ভেঙে পড়েছেন, খাবার খাচ্ছেন না, ঘুমাতে পারছেন না, শুধু দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন – তাঁর আদরের মেয়েটা কখন ফিরে আসবে।
ঘরের আঙিনায় এখন শুধু নিস্তব্ধতা… একমাত্র চাওয়া, আমার বোনটা যেন ফিরে আসে, বেঁচে থাকে।
আমাদের পরিবারের সবকিছু থমকে আছে আজ…
আপনাদের কাছে আকুল আবেদন – দয়া করে।
যদি কোথাও আমার বোনকে দেখে থাকেন, কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে একটিবার নিম্নের মোবাইল নাম্বারে ফোন করে আমাদের জানাবেন।
আপনার একটুখানি সাহায্য আমাদের ভেঙে পড়া পরিবারকে আবার বাঁচিয়ে তুলতে সাহায্য করতে পারে।
হারানো বোনের পরিচয়ঃ
নাম: নাছির জাহান মারিয়াম।
বয়স: ১৬ বছর
গায়ের রং: ফর্সা
উচ্চতা: আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি
হারানোর স্থান : রঙের বাজার, হবিপুর, আমাবাড়ি (আপার বাড়িতে বেড়াতে গিয়েছিল)
স্থায়ী ঠিকানা : গ্রাম – রণভূমি, ইউনিয়ন – ৭নং লক্ষীপুর ইউনিয়ন, থানা – দোয়ারাবাজার, জেলা – সুনামগঞ্জ।
যদি কেউ আমার বোনকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে দয়া করে দেরি না করে আমাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করুনঃ
01826470574, 01750326085, 01754372374
আমাদের পরিবার আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবে।
আল্লাহ যেন আমার বোনকে হেফাজতে রাখেন, আমিন।
এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন।
হয়তো আপনার একটিমাত্র শেয়ারই আমার বোনকে ফিরে পেতে সাহায্য করতে পারে ।
নিছে আমার বোনের ছবি দেওয়া হলো, দয়া করে সবাই যে যার মতো সাহায্যের জন্য এগিয়ে আসুন। বিনীত পরিবাবেরর সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।