Arun Baidya Apu

Arun Baidya Apu ইচ্ছেই আমার শক্তি তাই ইচ্ছে মতোই চলি

26/07/2025
14/07/2025
মানুষের কাছে যদি আপনি ভালো হতে চান তবে আপনাকে মারা যেতে হবে, কারন এই সংসারে আপনি যদি কারো কাছে ভালো হতে চান তবে তা মৃত্য...
12/07/2025

মানুষের কাছে যদি আপনি ভালো হতে চান তবে আপনাকে মারা যেতে হবে, কারন এই সংসারে আপনি যদি কারো কাছে ভালো হতে চান তবে তা মৃত্যুর পরেই সম্ভব। কেননা কেও মারা যাওয়ার পর দেখবেন সবাই এসে বলে ইস লোকটা কত ভালো ছিলো...সব ভালো দিক প্রকাশ করবে মারা যাওয়ার পর। কিন্তু বেঁচে থাকাকালীন তারাই বদনাম করে বেড়ায়।
তাই অন্যের কাছে ভালো হওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের কাছে নিজে ভালো হওয়াই জরুরি।

22/09/2024

দেখার সু্যোগ সবার আছে কিন্তুু সুযোগ নেই কিছুই বলার তবে কি সাহসের অভাব নাকি সময়ের অপেক্ষা
দৃশ্যমান কিছু চিত্র আসলেই বিচিত্র বলার অপেক্ষা রাখেনা??

30/08/2024

আমার দেশ আমার গর্ভ আমার দেশে আমি কেন লাঞ্চিত
তবে কি আমরা আবারো কারো অধীনস্ত

23/08/2024

বন্যা শুরু হওয়ার পর থেকে অনেকেই দেখলাম হিন্দুদের খুঁচিয়ে পোস্ট করছেন-"মন্দির ভাঙলে আন্দোলন কর, মন্দির ডুবলে কেন নয়"।
★প্রথম কথা হচ্ছে, এইরকম জাতীয় ক্রাইসিস মোমেন্টে আপনি আপনার স্বদেশী অন্যধর্মের মানুষকে খোঁচানোর মানসিকতা রাখেন, আপনি আসলে ঘৃণ্যতম সাম্প্রদায়িক কীট।
★বন্যা শুরু হওয়ার পর থেকে সবাই একসাথে ঝাপিয়ে পড়েছে তা মোকাবিলা করার জন্য। যে যার জায়গা থেকে যেভাবে পারছে সাহায্য করছে। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে। অনেক পূজাকমিটি পূজার বাজেট থেকে অর্থদান করেছে, মন্দির-মসজিদ খুলে দিয়েছে আশ্রয়ের জন্য। আমি নিজেও সাধ্যমত অনুদান পাঠিয়েছি। এই যে সবাই ঝাপিয়ে পড়েছে, এই সবাই-এর মধ্যে হিন্দু মুসলমান সকলেই আছে। শুধু আপনি নাই। কারন আপনি হিন্দু-মুসলমান কেউ না। আপনি কীট।
★আপনার মত আরো কিছু কীট আমরা দেখছি। যারা নৌকা, স্পীডবোটের ভাড়া বাড়িয়ে দিয়েছে, কিনতে বাধ্য করছে। নোয়াখালিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দ্বিগুন করে দিয়েছে।
এইসব কীটের আসলে কোন ধর্ম নাই, দেশ নাই। এরা আবর্জনায় জন্মগ্রহণ করে, আবর্জনাতেই মিলিয়ে যাবে একদিন।
★হিন্দু মানেই ভারতপ্রেমী না। সেই হিসেবে ভারতের চেয়ে নেপালে হিন্দুর হার বেশী। মথুরা, বৃন্দাবন, পুরী, কাশী, কেদারনাথ প্রমুখ তীর্থস্থান আমাদের প্রিয়। দেশ হিসেবে ভারতের প্রতি কোন হিন্দুর প্রেম নাই, তীর্থস্থান হিসেবে আছে। এই তীর্থস্থানগুলা ভারত না হয়ে পাকিস্তানে হলে পাকিস্তান হিন্দুদের প্রিয় হত। রাজনৈতিক আর ধর্মীয় বিষয় মিলালে হবে না। আমার দেশের স্বার্থের বিপক্ষে যে যাবে সেই আমার শত্রু।
★মন্দির ভাঙলে প্রতিবাদ কর.... কেন আপনি কি চান প্রতিবাদ করবো না ? প্রতিবাদ তো পরের কথা, আপনি থাকতে আমার মন্দির ভাঙবে কেন ? তারমানে আপনিই ভেঙেছেন। কারন আপনি কোন ধর্মের না, আপনি কীট।
★যে হিন্দু বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সে মানুষ। যে মুসলমান মন্দির পাহাড়া দিয়েছে সে মানুষ। আর এইগুলা নিয়া যারা জল ঘোলা করে সে হিন্দু বা মুসলমান যাই হোক তারা অমানুষ।
C Dipto Das

23/08/2024

ত্রান বিতরণ করেন মানুষের পাশে দাড়ান এটা মানবতা পাঁচ টার পন্য দিয়ে ৫০০শত পিক এফবিতে পোষ্ট দিবেন এটা কেমন মানবতা এসব করা থেকে বিরত থাকুন প্লিজ

23/08/2024

"বন্ধু বন্যার পানিতে তোর মসজিদ ডুবে গেলে আমার মন্দিরে আশ্রয় নিস, আর যদি মন্দির ডুবে যায় আমি মসজিদে চলে আসব। "
আর যদি দুইটাই ডুবে তাহলে আমরা একে অপরের বুকে আশ্রয় নিবো...❤️🇧🇩💚

শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী নিয়ে জনগনের পাশে নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি ভাই।।
20/06/2024

শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী নিয়ে জনগনের পাশে নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি ভাই।।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arun Baidya Apu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share