23/08/2024
বন্যা শুরু হওয়ার পর থেকে অনেকেই দেখলাম হিন্দুদের খুঁচিয়ে পোস্ট করছেন-"মন্দির ভাঙলে আন্দোলন কর, মন্দির ডুবলে কেন নয়"।
★প্রথম কথা হচ্ছে, এইরকম জাতীয় ক্রাইসিস মোমেন্টে আপনি আপনার স্বদেশী অন্যধর্মের মানুষকে খোঁচানোর মানসিকতা রাখেন, আপনি আসলে ঘৃণ্যতম সাম্প্রদায়িক কীট।
★বন্যা শুরু হওয়ার পর থেকে সবাই একসাথে ঝাপিয়ে পড়েছে তা মোকাবিলা করার জন্য। যে যার জায়গা থেকে যেভাবে পারছে সাহায্য করছে। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে। অনেক পূজাকমিটি পূজার বাজেট থেকে অর্থদান করেছে, মন্দির-মসজিদ খুলে দিয়েছে আশ্রয়ের জন্য। আমি নিজেও সাধ্যমত অনুদান পাঠিয়েছি। এই যে সবাই ঝাপিয়ে পড়েছে, এই সবাই-এর মধ্যে হিন্দু মুসলমান সকলেই আছে। শুধু আপনি নাই। কারন আপনি হিন্দু-মুসলমান কেউ না। আপনি কীট।
★আপনার মত আরো কিছু কীট আমরা দেখছি। যারা নৌকা, স্পীডবোটের ভাড়া বাড়িয়ে দিয়েছে, কিনতে বাধ্য করছে। নোয়াখালিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দ্বিগুন করে দিয়েছে।
এইসব কীটের আসলে কোন ধর্ম নাই, দেশ নাই। এরা আবর্জনায় জন্মগ্রহণ করে, আবর্জনাতেই মিলিয়ে যাবে একদিন।
★হিন্দু মানেই ভারতপ্রেমী না। সেই হিসেবে ভারতের চেয়ে নেপালে হিন্দুর হার বেশী। মথুরা, বৃন্দাবন, পুরী, কাশী, কেদারনাথ প্রমুখ তীর্থস্থান আমাদের প্রিয়। দেশ হিসেবে ভারতের প্রতি কোন হিন্দুর প্রেম নাই, তীর্থস্থান হিসেবে আছে। এই তীর্থস্থানগুলা ভারত না হয়ে পাকিস্তানে হলে পাকিস্তান হিন্দুদের প্রিয় হত। রাজনৈতিক আর ধর্মীয় বিষয় মিলালে হবে না। আমার দেশের স্বার্থের বিপক্ষে যে যাবে সেই আমার শত্রু।
★মন্দির ভাঙলে প্রতিবাদ কর.... কেন আপনি কি চান প্রতিবাদ করবো না ? প্রতিবাদ তো পরের কথা, আপনি থাকতে আমার মন্দির ভাঙবে কেন ? তারমানে আপনিই ভেঙেছেন। কারন আপনি কোন ধর্মের না, আপনি কীট।
★যে হিন্দু বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সে মানুষ। যে মুসলমান মন্দির পাহাড়া দিয়েছে সে মানুষ। আর এইগুলা নিয়া যারা জল ঘোলা করে সে হিন্দু বা মুসলমান যাই হোক তারা অমানুষ।
C Dipto Das