
10/04/2025
সম্ভাবনা আর সম্ভাব্য সবকিছু করার মানসিকতা যাঁর মধ্যে থাকে, তাঁকে হৃদয়ে জায়গা দিতে ব্যানার-ফেস্টুনের প্রয়োজন হয় না।
Love you, Professor ❤️
কোথায় কেমন প্রেজেন্টেশন দিতে হয়,,অতিতের রাজনীতিবিদরা দেখে নাও। তিনি একাই একশ, তাই তার পেছনে কাউকে লাগেনা। কাউকে বলে দিতে হয় না। কাউকে অনুবাদ করতে হয় না। কোন স্ক্রিপ্ট দেখে মুখস্ত করে কথা বলতে হয় না। তিনি বলেন, তিনি মন্ত্রমুগ্ধ করেন, তিনি উদ্বুদ্ধ করেন, তিনি ঐক্যের ডাক দেন। মিলিত করেন; মীমাংসা করেন। এসব অসাধারণ গুণের বহিঃপ্রকাশ। অনেক অনেক শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা রইলো,💞 প্রিয় প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস স্যারকে আন্তর্জাতিক বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে।,,, ✍️