Saiym market shop BD

Saiym market shop BD আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। অনলাইন থেকে ইনকাম করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন।

ক্কারীঃ সাঈম আহমদ ফেসবুক পেইজ ইসলামের আলোকে একটি সুসংগঠিত এবং নিবেদিত প্ল্যাটফর্ম, যেখানে আপনি পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা, ওয়াজ, গজল, হামদ, নাত সহ বিভিন্ন ধর্মীয় বিষয়বস্তু পাবেন। এই পেইজের মূল উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, মানুষকে দ্বীনের পথে উৎসাহিত করা এবং ইসলামের পবিত্র বাণীগুলো সহজভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়া।

ক্কারীঃ সাঈম আহমদ একজন সুপ্রতিষ্ঠিত কোরআন তেলাওয়াতকারী এবং

ইসলামিক আলোচক, যিনি নিজের সুন্দর কন্ঠে পবিত্র কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে মুগ্ধ করে চলেছেন। তাঁর তেলাওয়াতে যে গভীরতা এবং পবিত্রতা পাওয়া যায়, তা শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও, তিনি বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করে থাকেন, যা মানুষের দৈনন্দিন জীবনে ইসলামের প্রভাব এবং তার সঠিক বাস্তবায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

এই পেইজে নিয়মিতভাবে ইসলামিক ওয়াজ এবং আলোচনা পোস্ট করা হয়, যা মানুষকে ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করে। এছাড়া, গজল, হামদ, এবং নাতের মতো ধর্মীয় সংগীতও এখানে পাওয়া যায়, যা আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বাড়িয়ে তুলবে।

ক্কারীঃ সাঈম আহমদ ফেসবুক পেইজটি ইসলামের সঠিক জ্ঞান এবং পবিত্র কোরআনের বাণীগুলো প্রচার করার এক অনন্য মাধ্যম। যারা ইসলামিক জ্ঞান অর্জন করতে চান এবং আল্লাহর সান্নিধ্যে যেতে চান, তাদের জন্য এই পেইজটি অত্যন্ত উপকারী হবে।

এখানে নিয়মিতভাবে কোরআন তেলাওয়াতের ভিডিও আপলোড করা হয়, যা আপনার প্রতিদিনের জীবনে একটি ধর্মীয় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এছাড়াও, ইসলামিক আলোচনা এবং ওয়াজ আপনাকে বিভিন্ন ধর্মীয় বিষয় সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করবে এবং আপনার ধর্মীয় বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে।

এই পেইজে যোগ দিয়ে আপনি ক্কারীঃ সাঈম আহমদ এর সঙ্গে ইসলামের পথে চলতে পারবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা পাবেন। আসুন, আমরা সবাই একসাথে ইসলামের সঠিক পথে চলি এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করি।


















































🔥🔥🔥 অফার অফার অফার 🔥🔥🔥✅পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন √✅ প্রোডাক্টের এক টাকাও আগে দিতে হবে না √ ✅ ইনশা-আল্লাহ √✅ শুধু...
23/07/2025

🔥🔥🔥 অফার অফার অফার 🔥🔥🔥

✅পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন √

✅ প্রোডাক্টের এক টাকাও আগে দিতে হবে না √

✅ ইনশা-আল্লাহ √

✅ শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে √

======= ❤️ ধন্যবাদ ❤️ =======Attractive Stylish Polo Shirt

Product Type: Polo Shirt

Main Material: Cotton

High Quality

Fabrication: 200(+-)GSM

Export Fabric

Size- M, L, XL

M - Length 28 , Chest 38

L - Length 29 , Chest: 40

XL - Length 30 , Chest 42

আকর্ষণীয় শাড়ী গিফট কম্ব সেটপ্রিয়জনকে মনের মত সাজিয়ে নিন এই কম্ব সেটে।কম্বো প্যাকেজটিতে যা যা থাকছেঃ*একটি উন্নত মানের স...
20/07/2025

আকর্ষণীয় শাড়ী গিফট কম্ব সেট

প্রিয়জনকে মনের মত সাজিয়ে নিন এই কম্ব সেটে।

কম্বো প্যাকেজটিতে যা যা থাকছেঃ

*একটি উন্নত মানের সিরাজগঞ্জের তাঁতের সিল্ক কাতান শাড়ি (১২ হাত)।

*মাচিং কালারের এক সেট চুরি।

*একটি আকর্ষণীয় স্কিন টাচ ঘড়ি।

*একটি গলার হার এবং একটি কানের দুল।

*একটি গাজরা এবং একটি নেইল পালিশ।

*একটি মেহেদী এবং দুটি চকলেট।

*সব গুলো আইটেম একটি সুন্দর বক্স করে পাঠানো হবে।

Olevs Couple Watch(With Box)Brand Name: OLEVSWith Explosive BoxModel Number: 5563 couple watchStyle: LuxuryMovement: Qua...
18/07/2025

Olevs Couple Watch(With Box)

Brand Name: OLEVS

With Explosive Box

Model Number: 5563 couple watch

Style: Luxury

Movement: Quartz

Case Material: Stainless steel

Water Resistance Depth: 3Bar

Origin: CN(Origin)

Clasp Type: Bracelet Clasp

Case Thickness: 9.5mm

Dial Window Material Type: Hardlex

Band Length: 20cm

Boxes & Cases Material: Paper

Dial Diameter: 40mm

Band Material Type: Stainless steel

Case Shape: Round

Feature: Shock Resistant

Feature: Luminous

Feature: Auto Date

Feature: Complete Calendar

Feature: Week Display

Feature: luminous hands

OLEVS 5563 হলো সেই ঘড়ি, যা আপনার প্রিয়জনের জন্য বেস্ট উপহার হবে । যখন আপনারা একে অপরের হাতে মিলিয়ে এই ঘড়ি পরবেন, মনে হবে যেন সময় নিজেই আপনাদের জীবনের মধুর গল্প লিখছে।

09/05/2025

অবশেষে সেই গজলটি আপনাদের জন্য—যার প্রতিটি সুরে মিশে আছে নিঃশব্দ অনুভব, হৃদয়ের গভীর আর্তি। নিজের কণ্ঠে গাওয়া এই নিবেদন যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবেই সুরের এই যাত্রা সার্থক। আপনাদের ভালোবাসাই আমার পথচলার শক্তি।

#গজল #হৃদয়ের_সুর #নিজেরকণ্ঠে #মনছোঁয়া_আবেশ #আত্মারস্পর্শ

08/05/2025

"একটি গজল… নিজের কণ্ঠে গাঁথা হৃদয়ের অনুবাদ। প্রতিটি সুরে লুকিয়ে আছে নিঃশব্দ আকুতি, প্রতিটি কথায় ধরা দেয় আত্মার দোল। যদি এই সুর আপনাদের অন্তরে একটুকু জায়গা করে নেয়, তবেই শিল্পীর নিবেদন সফল। আপনাদের ভালোবাসাই আমার সুরের প্রেরণা, পথচলার প্রেরণা

07/05/2025

শব্দ নয়, এই গজলের প্রতিটি সুরে আছে হৃদয়ের নিঃশব্দ আর্তি। নিজের কণ্ঠে গাওয়া এই গজলটি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম—মন ছুঁয়ে গেলে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা।"

#গজল #মনছোঁয়া_সুর #নিজেরকণ্ঠে #আত্মারস্পর্শ

হাই বন্ধুরা বাবরি চুল রাখলে কেমন হবে জানাবেন ইনশাল্লাহ।।
07/05/2025

হাই বন্ধুরা বাবরি চুল রাখলে কেমন হবে জানাবেন ইনশাল্লাহ।।

07/05/2025

একটু চেষ্টা করলাম কেমন হইলো আশা করি জানাবেন।।

17/04/2025

নূরের পাখি মোঃইসহাক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সামান্য একটু কোরআন তেলাওয়াত

15/04/2025

আলহামদুলিল্লাহ কবুলিয়তের সময়ে মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।।

14/04/2025

আপনাদের দোয়া একটু চেষ্টা করলাম। দোয়া করবেন আর সামনে এগিয়ে যাওয়ার জন্য।।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Saiym market shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share