Muzaffar Miyazi

Muzaffar Miyazi Graphics Designer

ঘটনাটি রাজশাহীর। বৃদ্ধের স্ত্রী প্রায় আট মাস আগে মারা যান। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে নিজের কাছে রাখলেও পরে...
16/04/2025

ঘটনাটি রাজশাহীর। বৃদ্ধের স্ত্রী প্রায় আট মাস আগে মারা যান। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে নিজের কাছে রাখলেও পরে আর কেউ তাঁকে রাখতে চায়নি। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া হতো। এমনও রাত গেছে, যেদিন বৃদ্ধ সারারাত উঠোনে কাটিয়েছেন—ছেলেরা দরজা খুলে দেয়নি।

মৃত্যুর দিন সকালে দুই ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর তীব্র কথা-কাটাকাটি হয়। পরে ছেলেরাও তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এবং তাঁর জিনিসপত্র উঠোনে ফেলে দেয়। বৃদ্ধ সেখান থেকে চলে গিয়ে ভোর থেকে স্টেশনে বসে ছিলেন—না খেয়ে, একা। দুপুরে তিনি আত্মহত্যা করেন।

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ...
03/06/2024

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে।

একদিন তাঁর অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তাঁর এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাঁকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।

এক বিশাল ব্যবসায়ি, তাঁর সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তাঁর অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই ?

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাদিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।

ব্যবসাইতো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাঁকে ১০লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা,আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখনতো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় সকুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলওচেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টাকরে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাঁকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফলটা/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলে মেয়র ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।

ব্যবসায়ি লক্ষ করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকাদিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তাঁর সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যে দিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। এক টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না।
সংগ্রহকৃত

খুব ভালো মানের মোবাইল স্ট্যান্ড।প্রাইজের জন্য ইনবক্স করুন।Brand: JOYROOMModel: JR-OK1Name: Single pull cup suction holde...
26/10/2023

খুব ভালো মানের মোবাইল স্ট্যান্ড।
প্রাইজের জন্য ইনবক্স করুন।
Brand: JOYROOM
Model: JR-OK1
Name: Single pull cup suction holder
Applicable models:4.0-6.7 inch mobile phone
Material: ABS+Silica gel

26/10/2023

ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হলো,,
গরিবের বাড়িতে ধনী গেলে খুশী হয়,
কিন্তু ধনীর বাড়িতে গরিব গেলে বিরক্ত হয়😥😥

“যদি স্ত্রী বলে একটু বামে সরে বসো,আপনি সরে বসুন। যদিও দেখছেন যে বামে একদমই জায়গা নেই,তবু সরে বসুন। কারন এতে আপনার স্ত্রী...
11/09/2023

“যদি স্ত্রী বলে একটু বামে সরে বসো,আপনি সরে বসুন। যদিও দেখছেন যে বামে একদমই জায়গা নেই,তবু সরে বসুন। কারন এতে আপনার স্ত্রী খুশি হবে।”-এই কথাটুকুতে মনে হতে পারে স্ত্রীর কথায় উঠবস করা একজন পুরুষ আপনি। ক্ষতি কি? আপনার স্ত্রী তো খুশি হচ্ছে!!
লোকে যদি আপনাকে কাপুরুষ বলে,বৌয়ের আচলের নিচে থাকা লোক বলে,বৌ পাগল বলে তবু আপনার ক্ষতিটাই বা কি? ক্ষতির মধ্যে যেটা হতে পারে সেটা হলো আপনি সংসার জীবনে প্রচন্ড সুখী মানুষ হয়েছেন। লোকের কথায় কি যায় আসে??

স্ত্রীর সমস্ত ভালো কথা শুনুন,আবদার রাখুন,অনুরোধ রাখুন, অনুনয়গুলো বুঝে চলুন। ইনশাআল্লাহ্ সংসার জীবনে শান্তিতে থাকবেন।

তবে হ্যাঁ লক্ষ্য রাখুন সে আপনার উপর হুকুম করছে কিনা,আবদারের জায়গাতে আদেশ করছে কিনা, আপনাকে তার অধিনস্থ করবার চেষ্টা করছে কিনা, অন্যায় কোনো আবদার করছে না। যদি এমন হয় তবে কখনোই প্রশয় দিবেন না। কারন আপনি স্বামী এবং দুনিয়াতে আল্লাহ আপনাকে তার অভিভাবক বানিয়ে পাঠিয়েছেন। আপনি হবেন তার সমস্ত আবদারের জায়গা, ভরসার জায়গা, বিশ্বাসের স্থান, আপনার বুকে সে খুঁজে পাবে পরম শান্তি। আর সে হবে আপনার চোখের শীতলতা, মনের প্রশান্তি, গৃহের রাণী…

রাজা কখনোই রাণীর দাসত্ব করেনা, তবে সবসময় রাণীর কথা গুরুত্ব দেয় এবং রাণীর মন ভালো রাখতে তার পরামর্শ নিয়েই রাজ্য শাসন করে। আপনিও আপনার রাণীকে সেভাবেই আগলে রাখুন,সুখী হবেন ইনশাআল্লাহ্…

©

Address

Amtoil, Kawkandi
Sunamganj
3030

Alerts

Be the first to know and let us send you an email when Muzaffar Miyazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muzaffar Miyazi:

Share