13/05/2024
‘যে কোনো ভালো সম্পর্কের সাফল্যের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে অপরিহার্য বিষয় হচ্ছে সম্মান ও বিশ্বাসের সমন্বয়। অপর পাশের মানুষটার জন্য সম্মান ও বিশ্বাসের সমন্বয় যতটা ভালো হবে, সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সম্পর্কের ক্ষেত্রে সময় দিতেই হবে। দুজন দুজনকে সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সম্পর্ক তৈরি হয়। তবে কিছু ক্ষেত্রে মাঝে মাঝে হারিয়ে থাকাও প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে আমাকে ছাড়া তোমার দিন কেমন যাচ্ছে তা তোমাকে অনুভব করিয়ে দেওয়া! এই হারিয়ে যাবার মধ্যে হয়তো তৈরী হবে সম্পর্কে গুরুত্ব কিংবা দূরত্ব!
©জাকির হোসেন রাজু