08/12/2024
"হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর" নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠান
__________
ইতিহাস ঐতিহ্যে ভরপুর পুণ্যভূমি সৈয়দপুর নিয়ে রচিত "হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর" নামক বইয়ের প্রকাশনা সফলতার লক্ষ্যে ০৫-১২-২০২৪ তারিখে জামেয়া দারুল কোরআন সৈয়দপুরে একটি জাঁকজমকপূর্ণ ডকুমেন্টারি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামেয়া দারুল কোরআন সৈয়দপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সৈয়দ মারুফ আহমদ খোকন এর সভাপতিত্বে, মাওলানা মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা শেখ বেলাল আহমদ ও হা. মাও. মুফতি সৈয়দ আব্দুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জামেয়া দারুল হাদিস সৈয়দপুরের স্বনামধন্য শায়খুল হাদিস মাওলানা শায়খ আউলিয়া হোসাইন দা.বা. শামছিয়া হাফিজিয়া বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, শামছিয়া সৈয়দীয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, জামেয়া সৈয়দপুরের শায়খুল হাদিস মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, জামেয়া সৈয়দপুরের নাজিমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়খ সৈয়দ মছরুর আহমদ কাসেমী, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুহাদ্দিস হা. মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাসেমী, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুদাররিস হা. মাওলানা আলী আহমদ, সৈয়দপুরের প্রবীণ মুরব্বি জনাব সৈয়দ হাবিবুর রহমান মেম্বার, জামেয়া দারুল ইসলাম খাদিমপাড়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম,জামেয়া তেঘরিয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, শাহ শামসুদ্দিন রাহ. দরগাহ মসজিদের সেক্রেটারি মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব সৈয়দ সফর আলী, হরিহরপুর মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হা. মাও. জামিলুল হক আমীনী, শামছিয়া বালিকা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাও. সৈয়দ নঈম আহমদ, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুদাররিস মাওলানা আমিনুল ইসলাম রাজু, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, জামেয়া সৈয়দপুরের মুদাররিস হা. মাওলানা সৈয়দ শিব্বির আহমদ, ইমদাদুল উলুম নুরানী মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা সৈয়দ মারজান ফিদাউর ও মাওলানা সৈয়দ আলী আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন ; মাওলানা সৈয়দ সাইফুদ্দিন , মাওলানা মুফতি মাহমুদ চৌধুরী, মাওলানা সৈয়দ জাহাঙ্গীর, জনাব সৈয়দ খায়রুল ইসলাম, জনাব, সৈয়দ ওয়াবায়দুল হক মসনু, হা. সৈয়দ ওযায়রুল হক মমনু, সৈয়দ আহমদ মনোয়ার ইমরান, মাও. সৈয়দ মকসুদ আলি মুছান্না, জনাব শেখ হরুফ মিয়া, মাওলানা ইসমাইল হুসেন সৌরভ, মাওলানা মাশুক আহমদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার, মাও. সৈয়দ শামিম আহমদ, মাও. মুজিবুর রহমান, মাও. সৈয়দ আবিদ আহমদ, হা. আবুল কাশেম, মাও. জিয়াউর রহমান, জনাব সৈয়দ মুহিবুর রহমান, সৈয়দ নূর আহমদ, হা. সৈয়দ আবসার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জনাব সৈয়দ জাহির মিয়া শেখুল, মাও. সৈয়দ খুবায়েব আহমদ, সৈয়দ আব্দুল আলি, শেখ ফটিক মিয়া,মাষ্টার সৈয়দ আরিফ আহমদ, মাওলানা সৈয়দ আব্দুল আহাদ, সৈয়দ শিপন আহমদ, শেখ জাবের আহমদ, জনাব হুসন আলি, সৈয়দ মসরু আহমদ, হাফিজ শেখ নাদেল আহমদ, হাফিজ সৈয়দ আসাদ আহমদ ও হাফিজ আসজাদ আহমদ প্রমুখ।
পরিশেষে দোয়া করা হয় মহান দয়াময় প্রভু আল্লাহ তায়ালা 'হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর' নামক বইয়ের প্রকাশ যেন কবুল করেন এবং পীর আহমদ কুতুব, সৈয়দ মারুফ আহমদ খোকন, সৈয়দ আমিরুল ইসলাম আনা ও শেখ আব্দুল গফুর এর মেহনতকে আল্লাহ কবুল করুন।
আমিন।