সৈয়দপুরের ইতিহাস ও ঐতিহ্য

সৈয়দপুরের ইতিহাস ও ঐতিহ্য সৈয়দপুর জগন্নাথপুর থানাধীন সুনামগঞ্জ জেলার একটি বৃহত্তর গ্রাম। (ভাদেশ্বর) শাহ সৈয়দ রোকন উদ্দিন রহ. (কদমহাটা, মৌলভীবাজার) শাহ সৈয়দ তাজ উদ্দিন রহ.

সৈয়দপুর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত।[১] শাহ জালালের হযরত শাহ জালাল রহ. এর ৩৬০ জন আউলিয়ার অন্যতম সঙ্গীয় সাথী শাহ সৈয়দ আলাউদ্দিন রহ. চার পুত্র শাহ সৈয়দ বাহা উদ্দিন রহ. (তাজপুর শেরপুর) ও শাহ সৈয়দ শামসুদ্দিন রহ. (সৈয়দপুর) সিলেট আসেন। শাহ সৈয়দ শামছুদ্দিন রহ. মুর্শিদের নির্দেশে ইসলাম প্রচ

ারের জন্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আসেন। গ্রামের পূর্ব নাম ছিল কৃষ্ণপুর। তাঁর আগমনে গ্রামের নামকরণ করা হয় সৈয়দপুর।

শিক্ষা প্রতিষ্ঠান
সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা। (প্রতিষ্ঠাকাল ১৯০৩ খ্রি.)
সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদ্রাসা। (প্রতিষ্ঠাকাল ১৯৪০ খ্রি.)
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয।
সৈয়দপুর আদর্শ কলেজ।
সৈয়দপুর শামছিয়া দারুল হাদীস মহিলা মাদ্রাসা
সৈয়দ শাহ শামছুদ্দীন রহ. দারুল হাদীস মহিলা মাদরা।
সৈয়দপুর আইডিয়াল গার্লস হাইস্কুল।
সৈয়দপুর ইমদাদুল উলুম নূরানীয়া মাদরাসা
শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমী, সৈয়দপুর।
জামেয়া দারুল কোরআন সৈয়দপুর।
এখলাছুন নেছা নূরানী মহিলা মাদ্রাসা সৈয়দপুর, নোয়াপাড়া, তালেবর বাড়ি।
হযরত শাহ সৈয়দ শামছুদ্দীন রহ. নূরানী একাডেমি হাড়িকোনা, ভরাঙ্গেরপার, সৈয়দপুর।
সৈয়দ মানিক মিয়া নূরানী একাডেমী
হিলফুল ফুযুল নূরানী একাডেমী সৈয়দপুর
হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন রাহ. তাহফিজুল কোরআন সৈয়দপুর

প্রাথমিক বিদ্যালয়
_________________
৬৪নং উত্তর সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর ইশান কোনা।
মল্লিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর, মল্লিকপাড়া।
পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর পশ্চিমপাড়া।
লাইসিয়ায় কিন্ডার গার্ডেন স্কুল
সৈয়দ ইন্টারন্যাশনাল স্কুল
সৈয়দ শাহ্ শামসুদ্দিন (রহ:) আইডিয়াল শিশু স্কুল সৈয়দপুর, গোয়ালগাঁও।


সামাজিক সংগঠন
__________________
সৈয়দপুর সমিতি
সৈয়দপুর যুবপরিষদ সিলেট
সৈয়দপুর শামসিয়া সমিতি
হিজবুল্লাহ পরিষদ
আল ইসলাহ যুবসংঘ
হিলফুল ফুজুল যুবসংঘ
হাফিজ সোসাইটি
আলোকিত সমাজ কল্যান সংস্থা
ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট
এক্টিভ বয়েস সোস্যাল অর্গানাইজেশন
সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ
সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট
হেলথ কেয়ার ফান্ডেশন সৈয়দপুর
সেবা সংস্থা সৈয়দপুর
সৈয়দ শাহনূর রহঃ এডুকেশন ট্রাস্ট
শাহনূর স্মৃতি পরিষদ সৈয়দপুর


পাঠাগার ও সাহিত্য পরিষদ
___________________________
সাধারণ পাঠাগার সৈয়দপুর
সাহিত্য পরিষদ সৈয়দপুর
শাহ সৈয়দ শামছুদ্দীন রহ. সাহিত্য পরিষদ
দ্বীনি পাঠাগার সৈয়দপুর
সৈয়দ শাহ নুর রহ: রিসার্চ ফাউন্ডেশন


ক্রীড়াসংস্থা
___________
সৈয়দপুর বয়েস ক্লাব
ইয়াংম্যান ক্রিকেট ক্লাব
মাগুরা স্পটিং ক্লাব
সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি
নোয়াপাড়া ফুটবল ক্লাব





সৈয়দপুর গ্রামের ৪২টি মসজিদের তালিকা

(১নং ওয়ার্ড ঈশানকোনা)
_______________________

উত্তর সৈয়দপুর জামে মসজিদ ১নং ওয়ার্ড ঈশানকোনা ।

সৈয়দপুর ঈশানকোনা বায়তুল জান্নাত জামে মসজিদ। ১নং ওয়ার্ড ঈশানকোনা।

সৈয়দপুর ঈশানকোনা পাঞ্জেগানা মসজিদ ১নং ওয়ার্ড ঈশানকোনা।

সৈয়দপুর ঈশানকোনা তৈফুর মিয়া মসজিদ ১নং ওয়ার্ড ঈশানকোনা।

পীর সৈয়দ শাহনুর রাহঃ বাড়ী পাঞ্জেগানা মসজিদ ১নং ওয়ার্ড সৈয়দপুর।

কলা মিয়ার বাড়ী ১নং ওয়ার্ড সৈয়দপুর।



২নং ওয়ার্ড সৈয়দপুর
_______________________
শাহ শামসুদ্দিন দরগাহ জামে মসজিদ ২নং ওয়ার্ড সৈয়দপুর

সৈয়দপুর মাদানিয়া মসজিদ। ওয়ার্ড নং ২ সৈয়দপুর।

সৈয়দপুর বড়বাড়ি পাঞ্জেগানা মসজিদ ওয়ার্ডনং ২ সৈয়দপুর।

পশ্চিম সৈয়দপুর পাঞ্জেগানা মসজিদ ওয়ার্ড নং ২ সৈয়দপুর।

সৈয়দপুর লম্বাহাটি পাঞ্জেগানা মসজিদ ওয়ার্ড নং ২ সৈয়দপুর।

বাইতুল আমান ভরাংগেরপাড় মসজিদ ওয়ার্ড নং ২ সৈয়দপুর।

পুরাতন বাড়ী পাঞ্জেগানা মসজিদ ওয়ার্ড নং ২ সৈয়দপুর।

বন্দের বাড়ী সিদ্দিক মিয়ার পাঞ্জেগানা মসজিদ হাড়িকোনা।

গোলের পুর্ব পাড় সারেং বাড়ী পাঞ্জেগানা মসজিদ হাড়িকোনা।

হাড়িকোনা কোরেশীবাড়ি (নয়াবাড়ি) মসজিদ সৈয়দপুর।

বায়তুন নুর মসজিদ, ছালিম কাসেমী সাহেবের বাড়ি সৈয়দপুর।

পশ্চিম হাড়িকোনা নতুন মসজিদ সৈয়দপুর।

সৈয়দপুর বড়বাড়ী পাঞ্জেগানা মসজিদ।

মাহমুদ আলীর বাড়ী মসজিদ ২নং ওয়ার্ড সৈয়দপুর।

মদব্বির টিকাদারের বাড়ী মসজিদ ২নং ওয়ার্ড সৈয়দপুর।

মালার বাড়ী মসজিদ ২নং ওয়ার্ড সৈয়দপুর।

চেয়ারম্যান আঃ খালিক সাহেবের বাড়ী পাঞ্জেগানা মসজিদ



৩নং ওয়ার্ড নোয়াপাড়া
_______________________
সৈয়দপুর নোয়াপাড়া জামে মসজিদ নোয়াপাড়া।

সৈয়দপুর পূর্বনোয়াপাড়া মসজিদ পুর্বনোয়াপাড়া

পশ্চিমপাড়া কাজিবাড়ি পাঞ্জেগানা মসজিদ গোয়ালগাও।

সৈয়দপুর নোয়াপাড়া পাঞ্জেগানা মসজিদ।

আলী হায়দার ও উন্দাই মেম্বারের বাড়ী মসজিদ সৈয়দপুর।

সৈয়দপুর পশ্চিম কুলাকানী ৩নং ওয়ার্ড বিরানীনগর।

নোয়াপাড়া গাংগের পাড় বদরুল খার বাড়ী ৩নং ওয়ার্ডসৈয়দপুর।

হাজীবাড়ী গোয়ালগাও ৩নং ওয়ার্ড সৈয়দপুর।



৪নং ওয়ার্ড সৈয়দপুর
_______________________
হাজ্বী আছাব আলী জামে মসজিদ। ৪নং ওয়ার্ড দক্ষিণ সৈয়দপুর

উত্তর সৈয়দপুর জামে মসজিদ ৪নং ওয়ার্ড উত্তর সৈয়দপুর

চৌধরীবাড়ী জামে মসজিদ দক্ষিণ আগুনকোনা সৈয়দপুর।

হাফিজ ফুজায়েল রাহঃ এর বাড়ী পাঞ্জেগানা মসজিদ, সৈয়দপুর।

মৃত আঃ আউয়াল বড় হুজুরের বাড়ী পাঞ্জেগানা মসজিদ

আব্দুর রাজ্জাক হুজুরের বাড়ীতে পাঞ্জেগানা মসজিদ

শেখবাড়ী পাঞ্জেগানা মসজিদ ৪নং ওয়ার্ড সৈয়দপুর।

সৈয়দ আঃ হান্নান চেয়ারম্যানবাড়ী পাঞ্জেগানা মসজিদ

সরদার বাড়ী পাঞ্জেগানা মসজিদ ৪নং ওয়ার্ড সৈয়দপুর।

শেখ জগলুল মিয়ার বাড়ী পাঞ্জেগানা মসজিদ সৈয়দপুর।

সৈয়দপুর আলিয়া মাদ্রাসার মসজিদ।

__________________________________________________
(সংগ্রহে, সৈয়দ ফাহিম আব্দুল্লাহ)

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয়দপ্তর সম্পাদক হয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামীবাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়...
13/05/2025

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয়
দপ্তর সম্পাদক হয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা ডিএমপি উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি বর্তমান পিপি সিনিয়র আইনজীবী মল্লিক মঈন উদ্দীন সোহেল সাহেবের সন্তান।

চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গাজীপুরের পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের কৃতি সন্তান ঢাকা ডিএমপি উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সিলনেট টিভি পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ।

(সিলনেট টিভি)

সৈয়দপুরে (জগন্নাথপুর) মুক্তিযুদ্ধের শেষ প্রদীপটি নিভে গেল চিরতরে। চলে গেলেন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান। ...
18/04/2025

সৈয়দপুরে (জগন্নাথপুর) মুক্তিযুদ্ধের শেষ প্রদীপটি নিভে গেল চিরতরে। চলে গেলেন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান। ১১ই এপ্রিল ২০২৫ তারিখ ঢাকা থেকে তাঁর মরদেহ গ্রামে পৌঁছায় সন্ধ্যা সাতটার দিকে। সাড়ে সাতটায় জগন্নাথপুর থানার প্রশাসন তাঁর অন্তিম ইচ্ছানুযায়ী নিঃশব্দে গার্ড অব অনার প্রদান করে। এইদিন রাত সাড়ে আটটায় বাড়ির নিকটস্থ হালিছড়া ঈদগাহ মাঠে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় আগত আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক শুভাকাঙ্খীদের কাছে শোকসন্তপ্ত পরিবারের একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ আরাফাত রহমানের বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
বঙ্গবীর উসমানীর ভাষ্যমতে উনার দেখা সর্বকণিষ্ঠা মুক্তিযোদ্ধা হলেন সৈয়দ আতাউর রহমান।
জানাযা শেষে সৈয়দপুর শাহ সৈয়দ সামসুদ্দিন রাহ. দরগাহ জামে মসজিদের দীঘির পূর্বপাড়ে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

সৈয়দপুরের ঐতিহ্য খলিফায়ে মাদানী রাহ. এর সন্তানের মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন।
17/04/2025

সৈয়দপুরের ঐতিহ্য খলিফায়ে মাদানী রাহ. এর সন্তানের মৃত্যুতে আমরা শোকাহত।

আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন।

28/03/2025

এক নজরে "জামিয়া সৈয়দপুর" এর ফলাফল-২০২৫
এবছর বৃত্তিসহ মোট 55 টি মোমতাজ (A+) লাভ করেছে।

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডে

* ফযিলত ২য় বর্ষে (মিশকাতে) ১টি মমতাজ।

* সানোবিয়াহ উলয়া ২য় বর্ষে (মখতাসারে) ১টি মমতাজ।

* সানোবিয়াহ আম্মাহ জামাতে ৪ টি মমতাজ। উল্লেখ্য সানোবিয়াহ আম্মাহ জামাতে বোর্ডের ৩য় স্থান অর্জন করেছে হাফিজ সৈয়দ মুনিরুল হক।

* সানোবিয়াহ আম্মাহ ১ম বর্ষে ১ টি মমতাজ।

* মুতাওয়াসসিতাহ ৩য় বর্ষে ৬ টি মমতাজ।

* মুতাওয়াসসিতাহ ২য় বর্ষে ৬ টি মমতাজ।

* ইবতেদাইয়াহ ৫ম শ্রেনীতে ৪টি মমতাজ।

* নূরানী ৩য় শ্রেনীতে G.A+ সহ ১৩ টি মমতাজ।

* হিফজ বিভাগে (এদারা+নেযাম) ৪ টি মমতাজ। উল্লেখ্য হাফিজ মুহিউদ্দিন মুহি এদারা বোর্ডে ৫ম স্থান লাভ করেছে।

* হুফফাজুল কুরআন ফাউন্ডেশনে ১৫ টি মমতাজ।
তিনটি বোর্ডে মোট ৫৫ টি মমতাজ A+ লাভ করেছে।

(আলহামদুলিল্লাহ সৈয়দপুর টাইটেল মাদ্রাসার রেজাল্ট আমাদের ঐতিহ্যের প্রতীক। আল্লাহ তায়ালা উত্তরোত্তর সফলতা দান করুন।)

অভিনন্দন মাদ্রাসায় সকল শিক্ষবৃন্দ ও ছাত্রদের

আলহামদুলিল্লাহ!সৈয়দপুর গ্রামের দুই উজ্জ্বল নক্ষত্র সুনামগঞ্জ তথা সিলেটের অহংকার ডাক্তার সৈয়দ উমর খৈয়াম ও সৈয়দ লুকমান আহম...
09/02/2025

আলহামদুলিল্লাহ!
সৈয়দপুর গ্রামের দুই উজ্জ্বল নক্ষত্র সুনামগঞ্জ তথা সিলেটের অহংকার ডাক্তার সৈয়দ উমর খৈয়াম ও সৈয়দ লুকমান আহমদ। দু'জনেই অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন। এক সাথে সচিবালয়ে তিন জন লোক একি গ্রামের হওয়া এটা আমাদের জন্য গর্বের ও বাংলাদেশের একমাত্র এই ঐতিহ্য সৈয়দপুর গ্রামের। অন্যজন হলেন সৈয়দ জগলুল পাশা।
বাংলাদেশের ধনাঢ্য ও শিক্ষিত গ্রাম হিসাবে এর গ্রামের ঐতিহ্য অপরিসীম।
আল্লাহ তায়ালা উনাদের উত্তরোত্তর সফলতা দান করুন।
আমিন

অভিনন্দন
❤️❤️

শেয়ার করে সাথে থাকুন।

আলহামদুলিল্লাহ! আমাদের গ্রামের রত্ন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার মল্লিক আহসান সামি সাহেবকে এসপি হিসাবে পদোন্নতি দেয়া হয়েছ...
19/12/2024

আলহামদুলিল্লাহ! আমাদের গ্রামের রত্ন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার মল্লিক আহসান সামি সাহেবকে এসপি হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
আমরা তাঁর উত্তর উত্তর পদোন্নতি কামনা করি।

অভিনন্দন সৈয়দপুর বাসীর পক্ষ থেকে।

"হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর" নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠান__________ইতিহাস ঐতিহ্যে ভরপুর পুণ্যভূমি  সৈয়দপুর নিয়ে রচিত...
08/12/2024

"হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর" নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠান
__________
ইতিহাস ঐতিহ্যে ভরপুর পুণ্যভূমি সৈয়দপুর নিয়ে রচিত "হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর" নামক বইয়ের প্রকাশনা সফলতার লক্ষ্যে ০৫-১২-২০২৪ তারিখে জামেয়া দারুল কোরআন সৈয়দপুরে একটি জাঁকজমকপূর্ণ ডকুমেন্টারি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামেয়া দারুল কোরআন সৈয়দপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সৈয়দ মারুফ আহমদ খোকন এর সভাপতিত্বে, মাওলানা মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা শেখ বেলাল আহমদ ও হা. মাও. মুফতি সৈয়দ আব্দুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জামেয়া দারুল হাদিস সৈয়দপুরের স্বনামধন্য শায়খুল হাদিস মাওলানা শায়খ আউলিয়া হোসাইন দা.বা. শামছিয়া হাফিজিয়া বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, শামছিয়া সৈয়দীয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, জামেয়া সৈয়দপুরের শায়খুল হাদিস মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক, জামেয়া সৈয়দপুরের নাজিমে তালিমাত ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়খ সৈয়দ মছরুর আহমদ কাসেমী, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুহাদ্দিস হা. মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাসেমী, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুদাররিস হা. মাওলানা আলী আহমদ, সৈয়দপুরের প্রবীণ মুরব্বি জনাব সৈয়দ হাবিবুর রহমান মেম্বার, জামেয়া দারুল ইসলাম খাদিমপাড়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম,জামেয়া তেঘরিয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, শাহ শামসুদ্দিন রাহ. দরগাহ মসজিদের সেক্রেটারি মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব সৈয়দ সফর আলী, হরিহরপুর মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হা. মাও. জামিলুল হক আমীনী, শামছিয়া বালিকা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাও. সৈয়দ নঈম আহমদ, জামেয়া সৈয়দপুরের সিনিয়র মুদাররিস মাওলানা আমিনুল ইসলাম রাজু, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, জামেয়া সৈয়দপুরের মুদাররিস হা. মাওলানা সৈয়দ শিব্বির আহমদ, ইমদাদুল উলুম নুরানী মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা সৈয়দ মারজান ফিদাউর ও মাওলানা সৈয়দ আলী আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন ; মাওলানা সৈয়দ সাইফুদ্দিন , মাওলানা মুফতি মাহমুদ চৌধুরী, মাওলানা সৈয়দ জাহাঙ্গীর, জনাব সৈয়দ খায়রুল ইসলাম, জনাব, সৈয়দ ওয়াবায়দুল হক মসনু, হা. সৈয়দ ওযায়রুল হক মমনু, সৈয়দ আহমদ মনোয়ার ইমরান, মাও. সৈয়দ মকসুদ আলি মুছান্না, জনাব শেখ হরুফ মিয়া, মাওলানা ইসমাইল হুসেন সৌরভ, মাওলানা মাশুক আহমদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার, মাও. সৈয়দ শামিম আহমদ, মাও. মুজিবুর রহমান, মাও. সৈয়দ আবিদ আহমদ, হা. আবুল কাশেম, মাও. জিয়াউর রহমান, জনাব সৈয়দ মুহিবুর রহমান, সৈয়দ নূর আহমদ, হা. সৈয়দ আবসার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জনাব সৈয়দ জাহির মিয়া শেখুল, মাও. সৈয়দ খুবায়েব আহমদ, সৈয়দ আব্দুল আলি, শেখ ফটিক মিয়া,মাষ্টার সৈয়দ আরিফ আহমদ, মাওলানা সৈয়দ আব্দুল আহাদ, সৈয়দ শিপন আহমদ, শেখ জাবের আহমদ, জনাব হুসন আলি, সৈয়দ মসরু আহমদ, হাফিজ শেখ নাদেল আহমদ, হাফিজ সৈয়দ আসাদ আহমদ ও হাফিজ আসজাদ আহমদ প্রমুখ।
পরিশেষে দোয়া করা হয় মহান দয়াময় প্রভু আল্লাহ তায়ালা 'হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর' নামক বইয়ের প্রকাশ যেন কবুল করেন এবং পীর আহমদ কুতুব, সৈয়দ মারুফ আহমদ খোকন, সৈয়দ আমিরুল ইসলাম আনা ও শেখ আব্দুল গফুর এর মেহনতকে আল্লাহ কবুল করুন।

আমিন।

হযরত শাহ সৈয়দ শামছুদ্দীন (রাহঃ) যুব সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সভাপতি,মাওলানা সৈয়দ আশফাক আহমদসহ সভাপতি,মাওলানা ...
29/11/2024

হযরত শাহ সৈয়দ শামছুদ্দীন (রাহঃ) যুব সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি,
মাওলানা সৈয়দ আশফাক আহমদ

সহ সভাপতি,
মাওলানা সৈয়দ ফয়জুল মুরছালিন

সাধারণ সম্পাদক,
মাওলানা সৈয়দ আবিদ সরদার

সহ সাধারণ সম্পাদক,
মাওলানা সৈয়দ মোশাররফ হোসাইন

সাংগঠনিক সম্পাদক,
সৈয়দ আলী হোসেন

সহ সাংগঠনিক সম্পাদক,
মাওলানা নাছির মল্লিক

অর্থ সম্পাদক,
মাওলানা সৈয়দ নাহিদ আহমদ

সহ অর্থ সম্পাদক,
মাওলানা সৈয়দ আদিল সরদার

প্রচার সম্পাদক,
সৈয়দ শাহিনুর আহমদ

নব গঠিত কমিটির মাধ্যমে হযরত "শাহ সৈয়দ শামছুদ্দীন (রাহঃ) যুব সংঘ" সংগঠনের কাজ আরো গতিশীল হবে ইন শা আল্লাহ।

অভিনন্দন

আলহামদুলিল্লাহ!সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধেয় জনাব মল্লিক মঈনুদ্দিন সুলে...
27/10/2024

আলহামদুলিল্লাহ!
সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধেয় জনাব মল্লিক মঈনুদ্দিন সুলেহ সাহেবকে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আমাদের পক্ষ থেকে তাকে ও তার সকল সহযোগীদের অভিনন্দন।
আল্লাহ তায়ালা তাকে দীর্ঘায়ু ও সব সময় সুস্বাস্থ্য রেখে সবার সেবা করার তাওফিক দান করুন।

সৈয়দপুরের কৃতি সন্তান কাজী সৈয়দ জুনেদ আহমদ সাহেবের বড় ছেলে এড. সৈয়দ ইয়াসির আরাফাত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্...
17/10/2024

সৈয়দপুরের কৃতি সন্তান কাজী সৈয়দ জুনেদ আহমদ সাহেবের বড় ছেলে এড. সৈয়দ ইয়াসির আরাফাত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্ট, সিলেট এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
সৈয়দপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার উত্তর উত্তর আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

মাশা আল্লাহ! সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষায় ৭২ জন শিক...
15/10/2024

মাশা আল্লাহ! সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষায় ৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১টি A+, ৩৫টি A, ২৬টি A- এবং ১০টি B সহ মোট ৯৩.৫১% শিক্ষার্থী পাশ করেছে।
অভিনন্দন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষমহোদয়, সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের।

Syedpur Alia Madrasha

Address

Syedpur
Sunamganj
3061

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুরের ইতিহাস ও ঐতিহ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share