Ami Rana

Ami Rana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ami Rana, Digital creator, Sunamganj, Sunamganj.

21/07/2025
14/07/2025

বিএনপি নিলে চাঁদাবাজি, এনসিপি নিলে ডোনেশন, জামায়াত নিলে হাদিয়া , তুমি নিলে কাবিন আর আমি নিলে যৌতুক!

পৃথিবীর একমাত্র পরমানু গবেষণা কেন্দ্র, যাকে নিয়ে আমেরিকার কোন চিন্তা নাই।
22/06/2025

পৃথিবীর একমাত্র পরমানু গবেষণা কেন্দ্র, যাকে নিয়ে আমেরিকার কোন চিন্তা নাই।

একটা প্লেন মিস করেছিল ভুমি চৌহান...হয়তো সে মুহূর্তে খুব হতাশ হয়েছিলেন। অথচ সেই 'মিস'টাই তাকে নতুন জীবন দিলো। অন্যদিকে, ব...
13/06/2025

একটা প্লেন মিস করেছিল ভুমি চৌহান...
হয়তো সে মুহূর্তে খুব হতাশ হয়েছিলেন।
অথচ সেই 'মিস'টাই তাকে নতুন জীবন দিলো।

অন্যদিকে,
বছরের পর বছর ধরে...
বিদেশে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন প্রতীক জোশী!
সবকিছু ঠিকঠাক চলছিল,
নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিমানে উঠলেন!
কিন্তু শেষ মুহূর্তে কিছুই হাতে থাকলো না।
বিমান দুর্ঘটনায় ২৪১ জন নিহ' তের মধ্যে তারাও অন্তুর্ভুক্ত হলো!

বিমানটি পড়েছিলো এক মেডিকেলের ছাদে,
সেখানে ৫ জন শিক্ষার্থীও মা' রা গেলেন।
তারা কি একবারও কল্পনা করেছিলো মৃ' ত্যু এমনভাবে,
এমন আচমকায় দরজায় কড়া নাড়বে?

সফলতার মানে আসলে কী?

কেউ ১০ মিনিটের জন্য বিমান মিস করে বেঁচে যায়,
আবার কেউ বছরের পর বছর অপেক্ষা করে,
সব স্বপ্ন-পরিকল্পনা গুছিয়ে জীবন শুরু করতে গিয়ে...
এক মুহূর্তেই হারিয়ে যায়।
সফলতা কি কেবল বড় চাকরি? বেশি টাকা?
না অন্যের চেয়ে এগিয়ে থাকা?
নাকি সফলতা হলো আজকের দিনটাকে ভালোভাবে বাঁচা?
নিজের জন্য, আপনজনের জন্য শান্তিতে থাকা?

জীবন আসলে কারও সঙ্গে প্রতিযোগিতা নয়,
নিজের সাথে নিজের লড়াই।
আজ যারা একটু পিছিয়ে আছেন, মনে করছেন হেরে যাচ্ছেন!
হয়তো এর চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে!
হয়তো আগামীকাল পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে উঠতে পারেন।
তাই চেষ্টা না থামিয়ে, আফসোস না করে, এগিয়ে যেতে হবে!

বাকিটা আমাদের পরিশ্রম আর রিজিক নির্ধারন করে দেবে।

ঈদযাত্রায় হৃদয়বিদারক দুর্ঘটনা।চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ বছরের শিশু আয়েশা। বাবা সাজ্জা...
06/06/2025

ঈদযাত্রায় হৃদয়বিদারক দুর্ঘটনা।

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২ বছরের শিশু আয়েশা। বাবা সাজ্জাদুন নূর স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন, কিন্তু ঈদের আনন্দ বদলে গেল কান্নায়। দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হন। ট্রেনটি সংকেত না মেনে সেতুতে উঠে দুর্ঘটনাটি ঘটায়।
মেয়ের নিথর দেহ কোলে নিয়ে বাবার প্রশ্ন— "আমার মেয়েটা কী দোষ করেছে?" — মন ছুঁয়ে যায় সবার।

আয়েশার জন্য দোয়া করুন।
#চট্টগ্রাম #কালুরঘাট #ট্রেনদুর্ঘটনা #আয়েশা #সড়কনিরাপত্তা

Rockstar From Daraz!
05/06/2025

Rockstar From Daraz!

হামজা চৌধুরী ❤️
05/06/2025

হামজা চৌধুরী ❤️

আহারে জীবন!
05/06/2025

আহারে জীবন!

Address

Sunamganj
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ami Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share