ভালোবাসার সুন্দরগঞ্জ

ভালোবাসার সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জের সুন্দর মানুষ

হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চি ৎ কা র-চেঁ চা মে চি শুরু হয় যাত্রীদের ম...
13/09/2025

হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চি ৎ কা র-চেঁ চা মে চি শুরু হয় যাত্রীদের মধ্যে। তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এমনই ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বুড়িমারী এক্সপ্রেস ছাড়ার সময় হুক ছিঁড়ে বগি দুটি আলাদা হয়ে যায়।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছাড়ার মুহূর্তে ‘ক-খ’ ও ‘ট-ঠ’ বগির সংযোগ হুক বিকট শব্দে ছিঁ ড়ে যায়। এতে ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আ ত ঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হ তা হ ত হয়নি।

ঘটনার পর অন্তত তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্য লাইনে চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।’

কুড়িগ্রামের দুই ছাপ‌ড়ি কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।👉 অভিযোগ অনুযায়ী—কুড়িগ্রামের সকাল আহমেদ ও এন এম এ...
12/09/2025

কুড়িগ্রামের দুই ছাপ‌ড়ি কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

👉 অভিযোগ অনুযায়ী—
কুড়িগ্রামের সকাল আহমেদ ও এন এম এস পাখিকে পাটেশ্বরী ব্রিজের নিচে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের একটি বাসায় রাখা হয়। সেখানে তারা দুই দিন একই রুমে অবস্থান করে, অথচ তারা স্বামী-স্ত্রী নন।

শুধু তাই নয়, এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক অনৈ তিক কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। এই ধরনের কার্যকলাপ শুধু ব্যক্তিগত নষ্টামিই নয়, বরং পুরো সমাজ ও এলাকার সুনামকে কল। ঙ্কিত করছে।

⚠️ স্পষ্ট করে বলা হচ্ছে—
যদি দ্রুত পরিষ্কার ব্যাখ্যা না দেওয়া হয়, তবে স্থানীয়ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

তথাকথিত এদের “কনটেন্ট” এর বেশিরভাগই অশালীন ও অশোভন, যা যুবসমাজকে বিভ্রান্ত করছে এবং সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। তাই এদেরকে গ্রাম, এলাকা ও জেলা থেকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য জোর আহ্বান জানানো হচ্ছে।

🚫 সমাজকে বিভ্রান্ত করে এমন অপসংস্কৃতি ও অনৈতিক কার্যকলাপে কাউকে প্রশ্রয় দেবেন না।
মনে রাখবেন—সমাজের মর্যাদা ও সম্মান রক্ষায় নীরবতা কোনো সমাধান নয়, বরং সর্বনাশ ডেকে আনে।

সবাই পোস্টটি শেয়ার করবেন ধন্যবাদ।

চিলমারি-হরিপুর তিস্তা সেতু সড়‌কে বসা‌নো হ‌চ্ছে মাইলফলক।
12/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতু সড়‌কে বসা‌নো হ‌চ্ছে মাইলফলক।

সুন্দরগ‌ঞ্জের হ‌রিপুর ইউ‌নিয়নের কাশিম বাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন।
11/09/2025

সুন্দরগ‌ঞ্জের হ‌রিপুর ইউ‌নিয়নের কাশিম বাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনশন।

চিলমারি-হরিপুর তিস্তা সেতু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন...যোগ দিন আমাদের এই গ্রুপে: হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
11/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন...

যোগ দিন আমাদের এই গ্রুপে: হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

চিলমারি-হরিপুর তিস্তা সেতুতে সন্ধ্যার আগেই জ্বলছে লাইট 🥰যোগ দিন আমাদের এই গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
10/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতুতে সন্ধ্যার আগেই জ্বলছে লাইট 🥰

যোগ দিন আমাদের এই গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

আলোয় ভরে উঠেছে স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰যোগ দিন গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
09/09/2025

আলোয় ভরে উঠেছে স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰
যোগ দিন গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

ফের বিদ্যুতের আলোয় আলোকিত স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰যোগ দিন আমাদের গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার
08/09/2025

ফের বিদ্যুতের আলোয় আলোকিত স্বপ্নের চিলমারি-হরিপুর তিস্তা সেতু 🥰

যোগ দিন আমাদের গ্রুপে : হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

চিলমারি-হরিপুর তিস্তা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে; যার বাজারমূল্য প্রা...
07/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে; যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

যোগ দিন এই গ্রুপে: হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

চিলমারি-হরিপুর তিস্তা সেতু
06/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতু

চিলমারি-হরিপুর তিস্তা সেতু হ‌য়ে ঢাকায় শিগ‌গিরই বাস সা‌র্ভিস চালু করতে যাচ্ছে ✅ এসি / নন-এসি কোচে নিয়মিত যাতায়াতের সুযোগ ...
06/09/2025

চিলমারি-হরিপুর তিস্তা সেতু হ‌য়ে ঢাকায় শিগ‌গিরই বাস সা‌র্ভিস চালু করতে যাচ্ছে

✅ এসি / নন-এসি কোচে নিয়মিত যাতায়াতের সুযোগ থাকছে—

📍 রুট-১: চন্দ্রা ➝ বাইপাইল ➝ নবীনগর ➝ সাভার ➝ গাবতলী ➝ আসাদগেট

📍 রুট-২: চন্দ্রা ➝ কোনাবাড়ী ➝ চৌরাস্তা ➝ টঙ্গী ➝ আব্দুল্লাহপুর ➝ নারায়ণগঞ্জ ➝ গাউছিয়া ➝ মাধবদী

🚌 যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য খুব শীঘ্রই সার্ভিস চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

‌যোগ দিন গ্রু‌পে: হ‌রিপুর তিস্তা সেতু+কাশিমবাজার

আলহামদু‌লিল্লাহ! চিলমারি-হরিপুর তিস্তা সেতুর বিদ‌্যুৎ ক‌ন্টোলার রক্ষায় ঘর নির্মাণ সম্পন্ন।
06/09/2025

আলহামদু‌লিল্লাহ! চিলমারি-হরিপুর তিস্তা সেতুর বিদ‌্যুৎ ক‌ন্টোলার রক্ষায় ঘর নির্মাণ সম্পন্ন।

Address

Sundarganj
5720

Telephone

+8801728753597

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার সুন্দরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share