
04/05/2025
"সব শুরু হয়েছিল একটা প্রশ্ন থেকে—'কীভাবে ছোট একটা ব্র্যান্ড, হাজার মানুষের নজরে আসবে?'
ইন্টারনেট ঘেঁটে, টিউটোরিয়াল দেখে, একের পর এক ভুল করে, ধীরে ধীরে বুঝলাম—ডিজিটাল মার্কেটিং শুধু মার্কেটিং না, এটা এক ধরনের গল্প বলা।
একটা ব্র্যান্ডের গল্প, যার শুরু আছে, স্বপ্ন আছে, লক্ষ্য আছে।
আজ আমি সেই গল্পগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দিই, সঠিক মানুষদের কাছে।
ব্র্যান্ডের কণ্ঠস্বর তৈরি করি কনটেন্ট দিয়ে, সম্পর্ক গড়ি এনগেজমেন্ট দিয়ে, আর রেজাল্ট দিই স্ট্র্যাটেজি দিয়ে।
আপনার ব্র্যান্ডের গল্পটা এবার বলা হোক ঠিকভাবে।