Umme Tanjila Liza

Umme Tanjila Liza Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme Tanjila Liza, Digital creator, Barishal, Swarupkati.

"সব শুরু হয়েছিল একটা প্রশ্ন থেকে—'কীভাবে ছোট একটা ব্র্যান্ড, হাজার মানুষের নজরে আসবে?'ইন্টারনেট ঘেঁটে, টিউটোরিয়াল দেখে, ...
04/05/2025

"সব শুরু হয়েছিল একটা প্রশ্ন থেকে—'কীভাবে ছোট একটা ব্র্যান্ড, হাজার মানুষের নজরে আসবে?'
ইন্টারনেট ঘেঁটে, টিউটোরিয়াল দেখে, একের পর এক ভুল করে, ধীরে ধীরে বুঝলাম—ডিজিটাল মার্কেটিং শুধু মার্কেটিং না, এটা এক ধরনের গল্প বলা।
একটা ব্র্যান্ডের গল্প, যার শুরু আছে, স্বপ্ন আছে, লক্ষ্য আছে।

আজ আমি সেই গল্পগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দিই, সঠিক মানুষদের কাছে।
ব্র্যান্ডের কণ্ঠস্বর তৈরি করি কনটেন্ট দিয়ে, সম্পর্ক গড়ি এনগেজমেন্ট দিয়ে, আর রেজাল্ট দিই স্ট্র্যাটেজি দিয়ে।

আপনার ব্র্যান্ডের গল্পটা এবার বলা হোক ঠিকভাবে।

04/01/2025

আসসালামু অলাইকুম,
আমি তানজিলা লিজা।
আমি ১ বছর ধরে কাজ করছি, আমার কাজের অভিজ্ঞতা ১ বছর। আমি দেশে বিদেশে ৮০ টা অর্ডার কমপ্লিট করেছি।
✅আমি মূলত কাজ করছি,
♦️ ক্যানভা ডিজাইন
♦️সোশ্যাল এক্যাউন্ট ক্রিয়েট এবং অপটিমাইজেশন
♦️ফেসবুক মার্কেটিং
♦️পেইড মার্কেটিং বুষ্ট, প্রোমট এবং এড ক্যাম্পেইন
♦ মার্কেটিং
♦️ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব এসইও
♦️টুইটার মার্কেটিং
♦️লিংকডিন মার্কেটিং
♦️পিন্টারেস্ট মার্কেটিং
✅ আমি বর্তমানে ফেসবুক অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, পেজ অপটিমাইজেশন এবং ইউটিউব এসইও নিয়ে বেশি কাজ করছি।
ধন্যবাদ সবাইকে 😊

তিনটা একাউন্টের চ্যালেন্জ নিলাম। আগামী এক মাসে কতদুর আগাতে পারি দেখবো। সবাই দোয়া করবেন❤️
01/01/2025

তিনটা একাউন্টের চ্যালেন্জ নিলাম।
আগামী এক মাসে কতদুর আগাতে পারি দেখবো।
সবাই দোয়া করবেন❤️

07/11/2024

🚀 Leveling Up Every Day! 🚀

Excited to share my latest achievements and insights with this incredible community. Every connection is a step forward, and each interaction fuels growth! Let’s learn, grow, and inspire each other to reach new heights.

Hey!Look  at this  How cute is my pinterest account in just 10 days.  Masha Allah
28/10/2024

Hey!
Look at this How cute is my pinterest account in just 10 days. Masha Allah

ইনস্টাগ্রামের কাজ করতে সবচেয়ে ভালো লাগে।কারন আমি অলসতা দিয়ে কাজ করলেও সে খুব সু্ন্দর গ্রো হতে থাকে। মাশাআল্লা❤️লাস্ট  পন...
27/10/2024

ইনস্টাগ্রামের কাজ করতে সবচেয়ে ভালো লাগে।

কারন আমি অলসতা দিয়ে কাজ করলেও সে খুব সু্ন্দর
গ্রো হতে থাকে।
মাশাআল্লা❤️
লাস্ট পনেরো দিনে আমার একাউন্টের রিচ

16/10/2024

📣📣📣আজকে থেকে ইন্সট্রিম মনিটাইজেশনের নতুন আপডেট এসেছে৷ তাই মনিটাইজেশনের আলাদা কোনো রিকুয়্যারমেন্টস দেখাচ্ছে না (০/০ ক্রাইটেরিয়া দেখাচ্ছে) নিজের ক্রিয়েট করা অরিজিনাল ভিডিও দিতে থাকবেন৷ ফেসবুক যখন মনে করবে আপনার পেইজ মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল, কেবল তখনই আপনাকে ইনভাইটেশন পাঠাবে৷ এছাড়া আপনি নিজে থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না৷

08/10/2024

📍ফেসবুকের নতুন কনটেন্ট মনিটাইজেশন সিস্টেম: নির্দিষ্ট ক্রিয়েটরদের জন্য সুবিধা, ২০২৫ সালে সবার জন্য উন্মুক্ত!

ফেসবুক সম্প্রতি 'Content Monetization"' নামক একটি নতুন সিস্টেম চালু করেছে, যা ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিলের বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাসকে একত্রিত করেছে। এর মাধ্যমে ক্রিয়েটররা ভিডিও, রিল, ছবি, ও টেক্সট পোস্ট থেকে আয় করতে পারবেন।

বর্তমানে, এই প্রোগ্রামটি শুধুমাত্র নির্বাচিত কিছু ক্রিয়েটরের জন্য উপলব্ধ, যাদের ফেসবুক বিশেষভাবে নির্বাচিত করেছে। তবে ২০২৫ সালের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত হবে। আগ্রহীরা ফেসবুকে নিজেদের আগ্রহ জানাতে পারবেন এবং ফর্ম পূরণ করে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন!💫

~হ্যাপি৷ মনিটাইজেশন

23/05/2024

ফ্রিল্যান্সিং করতে নেটওয়ার্কিং-এর দরকারটা কী আসলে? ❓
দরকার আছে!
শুধু এক্সপার্ট হলেই এবং ভালো পোর্টফোলিও থাকলেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস পাওয়া যায় না। ⚠️
এখানে লং-টার্ম সাকসেস পেতে হলে আপনাকে অবশ্যই নেটওয়ার্ক বিল্ডিং-এ এক্সপার্ট হতে হবে।
নেটওয়ার্কিং করলে যে সুবিধা:
✅ নতুন অপরচুনিটি
নেটওয়ার্কিং-এর মাধ্যমে আপনি কাজের রেফারেল পেতে পারেন বা পোটেনশিয়াল ক্লায়েন্টের সাথে যুক্ত হতে পারবেন।
✅ স্কিল ডেভেলপমেন্ট
ফ্রিল্যান্সিং কমিউনিটিতে এক্সপার্ট ফ্রিল্যান্সার এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালরা নলেজ শেয়ার করে যা আপনার স্কিল ডেভেলপমেন্টে খুবই সহায়তা করবে।
✅ পার্টনারশীপ এবং কোলাবরেশন
অনেক সময় এক্সপার্ট ফ্রিল্যান্সারদের হাতে বড় প্রজেক্টে আসে। তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনাকে তারা পার্টনারশীপে কাজ করতে বলতে পারে।
✅ কমিউনিকেশন স্কিল বাড়বে
আপনি যখন কোনো কমিউনিটিতে অ্যাকটিভলি এনগেজ করবেন তখন আপনার কমিউনিকেশন স্কিল স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যাবে।
তাহলে আর দেরি না করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দ্রুত সাকসেস পেতে আজ থেকেই নেটওয়ার্ক বিল্ডিং শুরু করে দিন। 💯

20/05/2024

❌ভুল ধারণা ❌

অনেকেই মনে করে ১০০০ বা ১৫০০ ফলোয়ার খুব সহজেই গ্রো করে ফেলা যায় কিন্তু এটা ভুল। এই কাজ এত সহজ হলে মানুষ হাজার হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করাতো না।
আর দ্বিতীয়ত কিছু কিছু ক্লাইন্ট পেজ এর একসেস দিলে সেখানে সহজেই রিলস আপলোড করে টেকনিক দিয়ে ফলোয়ার বাড়ানো যায় সেক্ষেত্রে কিছুটা তাড়াতাড়ি হয় কিন্তু সব ক্লাইন্ট পেজ এর একসেস বা পেজ এ ভিডিও পোস্ট করার অনুমতি দেন না তাই করতে সময়ের প্রয়োজন হয়।
আপনি চাইলে ১০/৩০/১০০ টাকায় ১কে ফলোয়ার মাএ ৩০ মিনিট বা ১ ঘন্টায় নিতেই পারেন কিন্তু বিশ্বাস করেন আপনার শখের পেজ টি বেশিদিন টিকবে না।
যেকোনো কাজেই শ্রম দিতে হয় নাহলে সেখানে সফলতা আসে না একজন সোশাল মিডিয়া মার্কেটার কখোনই চাইবে না তার ক্লাইন্ট এর পেজ এ কোন সমস্যা হোক অতএব তাকে একটি কাজ শেষ করার যথেষ্ট সময় দিবেন। Organic ভাবে পেজ গ্রো করুন। পেজ ভালো থাকবে +মনিটাইজেশন পাবেন💌
📌Organic ভাবে পেজ গ্রো করতে চাইলে পেজ এ ম্যাসেজ করতে পারেন

18/05/2024

🎯একজন ডিজিটাল মার্কেটের হিসাবে আমি যে সমস্ত সার্ভিস দিয়ে থাকি 👇

📌ফেসবুক মার্কেটিং-ফেসবুকের সকল ধরনের সার্ভিস
📌ইউটিউব মার্কেটিং -ইউটিউব সকল ধরনের সার্ভিস
📌ইনস্টাগ্রাম মার্কেটিং-ইনস্টাগ্রাম সকল ধরনের সার্ভিস
📌 প্রিন্টারেস্ট মার্কেটিং - প্রিন্টারেস্ট সকল ধরনের সার্ভিস
📌টুইটার মার্কেটিং- টুইটার সকল ধরনের সার্ভিস

🎯এছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন :

✅পোস্ট ডিজাইন
✅লোগো
✅কভার ফটো
✅থাম্বনেল ডিজাইন
✅পোস্টার ডিজাইন
এছাড়াও বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন সেবা আমি দিয়ে থাকি।এবং অনেক কাজের অভিজ্ঞতা আছে।

👉যা যা সার্ভিস দিচ্ছি :
📍লোগো ডিজাইন
📍সামাজিক মিডিয়া পোস্ট
📍ব্যবসায়িক কার্ড
📍YouTube থাম্বনেল
📍সোশ্যাল মিডিয়া ব্যানার
📍আমন্ত্রণ পত্র
📍রিজিউম/ সিভি
📍পোর্টফোলিও প্রেজেন্টেশন

✅✅আপনার চাহিদা অনুযায়ী যে কোন ধরনের কাস্টমাইজড ডিজাইন করে নিতে পারবেন .

🩷ধন্যবাদ 🩷

Go Digital With Nishat



17/05/2024

আসসালামু ওয়ালাইকুম সবাইকে।
আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। প্রতিদিন আপনারা আমাদেরকে মেসেজ দেন অর্গানিক ফলোয়ারস এর জন্য যাতে বিজনেস ভালো চলে।
⛔বাট আপনারা অনেকেই জানেনই না অর্গানিক ফলোয়ারস এর দাম। যার ফলে আমরা দাম বললে আপনারা বলেন যে আপু এত বেশি কেন? অন্য পেজে তো মাএ ১৫ টাকায় ১কে ফলোয়ারস দিচ্ছে। তাহলে আমি আপনার কাছ থেকে এত দাম দিয়ে কিনবো কেন?
আরে ভাই,ওয়েট,আপনি যদি কোনটা অর্গানিক কোনটা বট কোনটার দাম কত সেটাই না জানেন তাহলে আপনি পেজ চালাবেন কি করে ভাই?
এরপর যখন কেউ কেউ আপনাদের টাকাও মেরে দেয় তখন আপনারা আমাদের এডভান্স পেমেন্টও করতে চান না।মানে অনেক অনেক প্রবলেম যা বলে শেষ করা যাবেনা।
✔️আপনি বিজনেস করতে আসছেন একটা কোয়ালিটিফুল বিজনেস শুরু করেন।নিজের একটা ব্রান্ড তৈরি করুন সেটা যতই ছোট জায়গার মধ্যে সীমিত থাকুক।বিজনেস Strategy বুঝুন তারপর পুরো দমে আপনার বিজনেস এগিয়ে নিয়ে যান❤️❤️

Address

Barishal
Swarupkati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Tanjila Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share