02/07/2023
সাহসী নারীর গল্প - ৫১৪
আমি সমাপ্তি চাকমা। আমি একজন গ্রেজুয়েট নার্স। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘাইছড়িতে কর্মরত আছি। এবং আমি একজন বাইকার। ছোটবেলা থেকে বাইক চালানোর সুপ্ত বাসনা বরাবরই ছিলো আমার। কিন্তু চল্লিশে এসে সেই সুপ্ত বাসনার পরিপূর্ণতা পেলো। আমার হাসবেন্ড একজন ব্যাংকার। চাকরির ক্ষেত্রে আমরা দু'জন দুই মেরুর দুই বাসিন্দা। সংসার দু'জনের কিন্তু একসাথে থেকে সংসার করা হয়ে উঠেনা।
বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে আনা নেয়ার সম্পুর্ণ দায়িত্বটা যখন আমার ঘাড়ের উপর এসে পড়ে,তখন বাইক কেনার প্রয়োজনীয়তা আরো তীব্রভাবে অনুভব করলাম। তাই বাইক(স্কুটি) কেনার আগে সাইকেল চালানোটা রপ্ত করে পেললাম । অবশেষে Black Queen( মেয়ের দেওয়া নাম) ঘরে এলো ০৬-০৫-২০২১ এ। দু' তিন দিনের মাথায় তাকে ও কব্জা করতে তেমন একটা হিমসিম খেতে হলো না আমায় ।এ বাইক কেনার পিছনে যার অবদান- তিনি আমার হাসবেন্ড। না বললেই নয় বাইক কেনার একটি টাকাও কিন্তু আমার উপার্জনের ছিলোনা। সামনা সামনি তোমাকে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি।অথচ মনে মনে কত যে ধন্যবাদ দিয়েছি তোমায়। যে ধন্যবাদের প্রাপ্যটা শুধু তোমারই। এখন ছেলে -মেয়ে স্কুলে আনা নেওয়া, বাজার করা, আত্নীয় স্বজনের কোন ইমার্জেন্সিতে স্বল্প সময়কে কাজে লাগানোর একমাত্র সমাধান Black Queen. তাকে ছাড়া এখন কোথাও যাওয়া মানে বোরিং ফিল করা।আজকে আমি WOMEN'S BIKERS FAMILY (ওমেন্স বাইকার্স ফ্যামিলি) এর একজন সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মেয়েরা এগিয়ে গেলে, এগুবে দেশ।
❤️ Safe drive,Safe life❤️
❣️ Happy❣️ Biking.❣️
সমাপ্তিতেই শুরু,,,,,,,,,,,