×͜×𝐿𝒾𝒻𝑒𝓁𝒾𝓃𝑒࿐

×͜×𝐿𝒾𝒻𝑒𝓁𝒾𝓃𝑒࿐ জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে

Guava 🥰
02/08/2025

Guava 🥰

29/04/2025

Delete this part from life💖

৫ জিবি ইন্টারনেট পেয়ে এদেরকে ভূলে গেলেন না তো?
30/07/2024

৫ জিবি ইন্টারনেট পেয়ে এদেরকে ভূলে গেলেন না তো?

08/07/2024

I got 17 reactions and 2 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

এটাই সেনার বাংলাদেশ🤦🏻
21/02/2024

এটাই সেনার বাংলাদেশ🤦🏻

সাহসী নারীর গল্প - ৪৮৩"আমি পারবো, আমাকে পারতেই হবে"-এমন একটা মনের জোর দরকার। যা স্বপ্নে দেখা যায় তা বাস্তবেও করা যায়। ...
02/07/2023

সাহসী নারীর গল্প - ৪৮৩

"আমি পারবো, আমাকে পারতেই হবে"-এমন একটা মনের জোর দরকার। যা স্বপ্নে দেখা যায় তা বাস্তবেও করা যায়। মেয়েদের জীবনে হাজার বাধা আসবেই, সব বাধাকে জয় করে এগিয়ে যেতে হবে। পরে দেখবেন-যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারাই আপনার প্রশংসা করছে।

আমি ইভা আক্তার।ব্র্যাক এর সাথে আছি।আমি স্কুটি চালায়।আমার স্কুটি চালানোর পথে অনেক বাধা ছিল।এই বাধা আমি অতিক্রম করেছি।আমার নিজের অনেক সাহস ছিল বলে আমি সফল হয়েছি।নিজেকে নারী বাইকার ভাবতে অনেক ভালো লাগে।

সাহসী নারীর গল্প - ৫১৪আমি সমাপ্তি চাকমা। আমি একজন  গ্রেজুয়েট নার্স। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘাইছড়িতে  কর্মরত আছ...
02/07/2023

সাহসী নারীর গল্প - ৫১৪

আমি সমাপ্তি চাকমা। আমি একজন গ্রেজুয়েট নার্স। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘাইছড়িতে কর্মরত আছি। এবং আমি একজন বাইকার। ছোটবেলা থেকে বাইক চালানোর সুপ্ত বাসনা বরাবরই ছিলো আমার। কিন্তু চল্লিশে এসে সেই সুপ্ত বাসনার পরিপূর্ণতা পেলো। আমার হাসবেন্ড একজন ব্যাংকার। চাকরির ক্ষেত্রে আমরা দু'জন দুই মেরুর দুই বাসিন্দা। সংসার দু'জনের কিন্তু একসাথে থেকে সংসার করা হয়ে উঠেনা।

বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে আনা নেয়ার সম্পুর্ণ দায়িত্বটা যখন আমার ঘাড়ের উপর এসে পড়ে,তখন বাইক কেনার প্রয়োজনীয়তা আরো তীব্রভাবে অনুভব করলাম। তাই বাইক(স্কুটি) কেনার আগে সাইকেল চালানোটা রপ্ত করে পেললাম । অবশেষে Black Queen( মেয়ের দেওয়া নাম) ঘরে এলো ০৬-০৫-২০২১ এ। দু' তিন দিনের মাথায় তাকে ও কব্জা করতে তেমন একটা হিমসিম খেতে হলো না আমায় ।এ বাইক কেনার পিছনে যার অবদান- তিনি আমার হাসবেন্ড। না বললেই নয় বাইক কেনার একটি টাকাও কিন্তু আমার উপার্জনের ছিলোনা। সামনা সামনি তোমাকে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি।অথচ মনে মনে কত যে ধন্যবাদ দিয়েছি তোমায়। যে ধন্যবাদের প্রাপ্যটা শুধু তোমারই। এখন ছেলে -মেয়ে স্কুলে আনা নেওয়া, বাজার করা, আত্নীয় স্বজনের কোন ইমার্জেন্সিতে স্বল্প সময়কে কাজে লাগানোর একমাত্র সমাধান Black Queen. তাকে ছাড়া এখন কোথাও যাওয়া মানে বোরিং ফিল করা।আজকে আমি WOMEN'S BIKERS FAMILY (ওমেন্স বাইকার্স ফ্যামিলি) এর একজন সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মেয়েরা এগিয়ে গেলে, এগুবে দেশ।



❤️ Safe drive,Safe life❤️
❣️ Happy❣️ Biking.❣️

সমাপ্তিতেই শুরু,,,,,,,,,,,

সাহসী নারীর গল্প - ৫০১এক বীরাঙ্গনা মায়ের জীবনসংগ্রামের কাহিনী ❤️ #সুপ্রিতী_সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ...
01/07/2023

সাহসী নারীর গল্প - ৫০১

এক বীরাঙ্গনা মায়ের জীবনসংগ্রামের কাহিনী ❤️

#সুপ্রিতী_সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ মাস্টার্স। খুব দারিদ্রতার মধ্যে পড়াশুনা । বাবা রিকসা চালাতেন। পরিবারে রয়েছেন শশুর শাশুড়ি আর একটি ছেলে ও একটি মেয়ে। পরিবারে দু'মুঠো অন্ন জোগার করতে দিন রাত পরিশ্রম করে অর্থ রোজগার করতে হয়। সুপ্রিতি সিং flipcart company তে কাজে যুক্ত হয়ে বাড়ি বাড়ি অর্ডার করা জিনিস পৌছে দিচ্ছেন।
মেয়েরাও আজকাল ছেলেদের মত পরিবারের দায়িত্ব তুলে নিচ্ছে । সমান অধিকারের সাথে সাথে সমান দায়িত্ব পালন করছে। স্যালুট আপনাকে। 🙏

এছাড়াও নিজের পরিবারের খরচা চালিয়ে যেটুকু টাকা হাতে পান সেইটুকু টাকা দিয়ে এই দিদি আশেপাশের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড় কিনে দিয়েছেন। সারাদিন কাজ সেরে পরিশ্রান্ত শরীরে ফিরে রাতে রান্না করার পর ওই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়ান। এইরকম বীরাঙ্গনা মায়ের কথা এই সমাজের বুকে উজ্জ্বল হয়ে উঠুক।

আপনি ভালো থাকবেন। আপনার এই লড়াই পরবর্তীকালে নারীদের তথা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে... 🙏🏻❤️

01/07/2023

Address

Swarupkati

Alerts

Be the first to know and let us send you an email when ×͜×𝐿𝒾𝒻𝑒𝓁𝒾𝓃𝑒࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share