Shout Share

Shout Share See life differently in your own way. be happy��

30/01/2025

free fire game play. Video gaming

20/08/2024

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু করে—

বাপে কবুতর পালে। জোড়া থেকে একটা কবুতর উইড়া চইলা যায়। বাকি একটা কবুতর একা হয়।গোলার ধান বেইছা বাপে গঞ্জে গিয়া নতুন সঙ্গী আরেকটা কবুতর কিন্ন্যা আনে। বাপেরে জিগাই কেন করেন এসব আব্বা? বাপে কয়, একলা কবুতর দেখতে ভাল্লাগে না, কবুতরটার লাইগা মায়া লাগে।

মায়েরে দেখতাম সারাজীবন বাপের লগে ঝগড়া হইলেই কইতো, চইলা যামু বাপের বাড়ি, করবো না এই সংসার। মায়ের চুল পাইকা গেছে বাপের লগে ঝগড়া করতে করতে, তবুও বাপেরে ছাইড়া যায় নাই। মায়েরে জিগাইলাম, যাইবা যাইবা কও যাও না কেন মা? মায়ে কয় এই সংসারের লাইগা মায়া লাগে।

ভাইরে দেখলাম ব্যাবসা কইরা প্রতি বছরি লস গুনে। মাঠের জমি বেইচা বেইচা ব্যাবসাতে নিয়া ঢুকায়। ভাইরে কইলাম, এত লস হয় ব্যাবসাখান ছাড়ো না কেন? ভাইয়ে কইলো ব্যাবসা কইরাই বড় হইছে, ছাড়তে পারুম না রে, মায়া লাগে।

বোনের একটা মেয়ে। মেয়েটার দুইটা কিডনি ই নষ্ট। ডাক্তার কইসে একটা কিডনি দিতে পারলে মেয়েটা বাঁইছা যাবে। কিডনির ম্যালা দাম, অত টেকা কই পাবে? মেয়েরে বাঁচাইতে বোন আমার নিজের কিডনি দিতে চায়। কইলাম কেন এমন করো বুবু? কিডনি দিলে তো তুমি মইরা যাইবা। বইনে কইলো, কিডনি না দিলে তো আমার মাইয়া মইরা যাবে! মাইয়াটার লাইগা আমার বড়ো মায়া লাগে, আমি তো মা।

এই দুনিয়ার মানষে মায়া কইরা কত্তো কিছু করে।

বন্ধুরে দেখলাম এক তরুনী প্রেমে মজনু হইয়্যা তারে হারানোর পর, সারা জীবন একলা থাকলো, একলা হাঁটলো। নতুন কইরা নিজেরে ডুবাইলো না চুবাইলো না কারোর প্রেমে। ধরলো না আর কারোর হাত। বন্ধুরে কই কেন এমন করোস? একটা বিবাহ কর, সংসার কর। ওয় আমারে কয়, তারে ছাড়া নিজেরে আমি আর কাউরে দিতে পারুম না, হেয় যে পিরিতখান রাইখা গেছে সেই পিরিতের লাইগা আমার মায়া লাগে; আমি তারে ভালোবাসি। আমি তো নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারুম না।

দুনিয়ার মানুষ মায়া কইরা কত্তো কিছু যে করে, তুমিও করলা। মায়া কইরা ভিক্ষুকরে ভিক্ষা দিলা, ক্ষুাধার্ত্বরে খাবার দিলা, ফুলেরে ছুঁইয়্যা দিলা, নদীর জলে পা ভিঁজাইলা, চাঁন দেইখা রাত্তি জাগলা, বৃষ্টির জলে নিজেরে ভিঁজাইলা, কবিতার লাইনে নিজেরে হারাইলা, গানের সুরে নিজেরে খুঁজলা।

মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কাইন্দা দুনিয়াদারি এক করলা, শুধু আমার লাইগা একচিমটি আফসোস করলা না। মায়া কইরা তুমি পাখি পুষলা, কুকুর পুষলা, বিড়াল পুষলা শুধু আমারে পুষলানা।

কী এমন হইতো আমারে কদ্দুর মায়া করলে? কী এমন হইতো কদ্দুর ভালোবাসলে? আমি বুঝি এতই সহজলভ্য? আমার চাওয়ায় বুঝি এতোই পাপ? আমারে ভালোবাসলে বুঝি তোমার পাপ হইয়্যা যাইতো? আমারে ভালোবাসার অপরাধে খোদায় বুঝি তোমারে ছুঁইড়া ফেলতো নরকে?
কার্টেসিঃ আরিফ হুসাইন ভাই

12/08/2024

Strong হতে হতে feelings less হয়ে যাওয়ার যে ব্যাপারটা

Shout out to my newest followers! Excited to have you onboard! Eusuf Bepari Eusuf Bepari, MD Yeasin, Biswajitglobal Take...
19/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Eusuf Bepari Eusuf Bepari, MD Yeasin, Biswajitglobal Take, Diarra Califa, Imran Khan, Mohammad Jaj, Abdur Razzak

Address

Barishal
Swarupkati
8520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shout Share posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share