Songbad Moulvibazar

Songbad Moulvibazar সংবাদ মৌলভীবাজার, বস্তুনিষ্ঠ সংবাদের ভরসা। Songbad Moulvibazar one of the most popular news portals in Bangladesh. And "TRUTH" is our only priority.

We publish/broadcast genuine news by fact-checking. we covers latest news in Politics, Entertainment, business, sports and current affairs.২৪ ঘন্টা দেশ ও বিদেশের খবর পড়তে লাইক দিয়ে পেইজ এ এক্টিভ থাকুন।

For any valuable information & Digital Advertising :
E-mail - [email protected]

16/07/2025

জুলাই দিবস মঞ্চে উঠার পর ভূয়া ভূয়া স্লোগানে মুখরিত মৌলভীবাজার জেলা শিল্পকলা মিলনায়তন। শেখ হাসিনার চাইতেও উনার চামড়া আর শক্ত, ভিডিও ছাড়বো নাকি?

16/07/2025
চাঁদা না দেয়ায় রাজধানী ঢাকায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের সাধ...
12/07/2025

চাঁদা না দেয়ায় রাজধানী ঢাকায় যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের সাধারণ শিক্ষার্থী-ছাত্রজনতা। শনিবার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে সাধারন ছাত্র-জনতার ব্যানারে হয় এই প্রতিবাদ মিছিল।এসময় স্লোগানে স্লোগানে এই নারকীয় হত্যাকান্ডের সর্বোচ্চ বিচারের দাবি তুলেন বিক্ষোভকারীরা---- #সংবাদ মৌলভীবাজার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের এক সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন ৪ জন যুবক। এ ঘটনায় গু...
10/07/2025

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের এক সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন ৪ জন যুবক। এ ঘটনায় গুরুতর অসুস্থ হন আরও একজন। গতকাল রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিণছড়া বাগানের উদয় পটনায়েকের ছেলে রানা পটনায়েক (১৭), তার ভাই শ্রাবণ পটনায়েক (১৯), একই বাগানের জহর লাল রবিদাসের ছেলে কৃষ্ণা রবিদাস (১৯) ও লক্ষ্মিন্দর ফুলমালির ছেলে নৃপেন ফুলমালি (২৭)। এসময় গুরুতর অসুস্থ হন রবিন্দ্র বুনার্জী। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে---সংবাদ মৌলভীবাজার।

হায় হুসেন ধ্বনিতে - মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ির ইমাম বাড়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও তাজিয়া মিছিল...
06/07/2025

হায় হুসেন ধ্বনিতে - মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা জমিদার বাড়ির ইমাম বাড়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও তাজিয়া মিছিলের মধ্যদিয়ে পালিত হয়েছে (১০ মহররম) পবিত্র আশুরা। এ উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত শিয়া সম্প্রদায়ের অনুসারীদের মার্সিয়া মাতমে পৃথিমপাশার জমিদার বাড়ি সরব হয়ে উঠে। সারা বিশ্বের মুসলিম উম্মাহ কারবালার প্রান্তরে ঘটে যাওয়া ট্রাজেডি স্মরণে প্রতি বছর মহরম মাসের ১০ তারিখ রোজা ও নফল নামাজ ইবাদাত বন্দেগির মাধ্যমে এই শোকাবহ দিনটি পালন করলেও পৃথিমপাশা জমিদার বাড়ির ইমাম বাড়ায়, মহরম মাসের ১ তারিখ থেকেই শুরু হয় এর মূল আনুষ্ঠানিকতা। এতে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তাদের বয়ে চলা নিজস্ব ভঙ্গিমায় বেশ ঘটা করেই তা পালন করেন। আর এ উপলক্ষে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে তাঁরা জমায়েত হন জমিদার বাড়ির এই ইমাম বাড়ায়।

06/07/2025

১০ মহররম পবিত্র আশুরা। আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরবি ‘আশারা’ শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ দশ, আর আশুরা মানে দশম। ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলে। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে এ দিনটি পালন করেন ।

Watch Songbad Moulvibazar and stay tuned for all the breaking news. Like our page and Follow this.

এখন তাঁদের কি হবে যারা বলে বিগত সময় বিগ্গাপন পায়নি,সরকারী দাওয়াত পায়নি,নির্যাতিত-নিপীড়িত?
05/07/2025

এখন তাঁদের কি হবে যারা বলে বিগত সময় বিগ্গাপন পায়নি,সরকারী দাওয়াত পায়নি,নির্যাতিত-নিপীড়িত?

Address

Sylhet Division

Alerts

Be the first to know and let us send you an email when Songbad Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songbad Moulvibazar:

Share