Songbad Moulvibazar

Songbad Moulvibazar সংবাদ মৌলভীবাজার, বস্তুনিষ্ঠ সংবাদের ভরসা। Songbad Moulvibazar one of the most popular news portals in Bangladesh. And "TRUTH" is our only priority.

We publish/broadcast genuine news by fact-checking. we covers latest news in Politics, Entertainment, business, sports and current affairs.২৪ ঘন্টা দেশ ও বিদেশের খবর পড়তে লাইক দিয়ে পেইজ এ এক্টিভ থাকুন।

For any valuable information & Digital Advertising :
E-mail - [email protected]

04/11/2025
04/11/2025

মৌলভীবাজারে দিনের আলোতেই নি/ষি/দ্ধ ঘোষিত ছা/ত্রলীগ ও যুবলীগের ঝ/টি/কা মিছিল। ১০-১৫ জন পলাতক নেতাকর্মী এতে অংশ নেন।

মৌলভীবাজারের চৌমূহনায় ছাত্র–জনতার অভ্যুত্থানে দাওয়া খেয়ে পালানো মাহবুবুর রহমান রাহেলই এখন জুলাই যোদ্ধা। পরিচয় গোপন করে ক...
01/11/2025

মৌলভীবাজারের চৌমূহনায় ছাত্র–জনতার অভ্যুত্থানে দাওয়া খেয়ে পালানো মাহবুবুর রহমান রাহেলই এখন জুলাই যোদ্ধা। পরিচয় গোপন করে কৌশলে জুলাই আহত যোদ্ধার গেজেটে এসেছে তার নাম। ২০২৪ সালের ৪ আগষ্ট এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন ছাত্র–জনতার অভ্যুত্থানে চৌমুহনা দখলের পর রাহেল ভিডিও করতে চাইলে সবাই তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দেয়। অথচ সে দাবি করে সেদিন আহত হয়ে সে হাসপাতালে ভর্তি ছিল, চিকিৎসা শেষে সন্ধ্যার পর সে বাসায় আসে। ভিডিও দেখেন আর তার ফেসবুক স্ট্যাটাস দেখেন।

'ভুয়া জুলাই যোদ্ধা' মাহবুবুর রহমান রাহেল। ২০২৪ সালের ৪ আগষ্ট এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র ...
30/10/2025

'ভুয়া জুলাই যোদ্ধা' মাহবুবুর রহমান রাহেল।

২০২৪ সালের ৪ আগষ্ট এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মৌলভীবাজারে আন্দোলনের ভিডিও ধারণ করার সময় যুবলীগ ছাত্রলীগ দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তার ক্যামেরাম্যান টিটুকে আটকে ধারঙ্কিত মোবাইল সেটটি যুবলীগ সভাপতি ও কয়েকজন মিলে ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন। পরে তাকে উপস্থিত কয়েকজন মিলে সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি সেদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় আসেন। এমন গল্প বলে পরিচয় গোপন করে কৌশলে আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম লেখান মাহবুবুর রহমান রাহেল, জুলাই আহত যোদ্ধার গেজেটে তার নামও আসে (গেজেট নাম্বার -৭২৫)।

গেজেটে তার নাম আসার পর গত ৪ আগষ্ট চৌমূহনার একাধিক ভিডিও থেকে দেখা গেছে সেদিন বিকেল পর্যন্ত রাহেল সুস্থ অবস্থায় হাতে মোবাইল নিয়ে ঘোরাঘোরি করছেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে চৌমুহনা দখলের পর রাহেল ভিডিও করতে চাইলে সবাই তাকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দেয়।

(৪ আগষ্ট ছাত্র-জনতার চৌমুহনা দখলের পর রাহেলর ভিডিও, কিছু ছবি দেখেন আর তার ফেসবুক স্ট্যাটাস দেখেন)।

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদের সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#এনএসআই #জেলাপ্রশাসক #জেলাপুলিশসুপার #গোয়েন্দাসংস্থা

ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও অনেকে জুলাই-যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকা...
29/10/2025

ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ না নিয়েও অনেকে জুলাই-যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকারি নানা সুযোগ-সুবিধা নিচ্ছে — এমন অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার। তাই ভুয়া প্রমাণিতদের তালিকা থেকে বাদ দিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। সিলেটে ২৭ ভুয়া যোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে, মৌলভীবাজার জেলায়ও এমন ভুয়াদের তালিকা থেকে বাদ দেয়া প্রয়োজন!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাই শহীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম গাজী সালাউদ্দীন ভাই। নারায়ণগঞ্জের এ...
26/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাই শহীদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম গাজী সালাউদ্দীন ভাই। নারায়ণগঞ্জের এই আহত মুক্তিযোদ্ধা এক চোখ হারিয়েছিলেন ফ্যাসিস্টদের গুলিতে। শরীরের আরও কয়েক স্থানে ছিল একাধিক স্প্লিন্টার। তাঁর গলায় আটকে থাকা একটি স্প্লিন্টার অপসারণ করা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, সেই থেকেই শ্বাসকষ্টে তিনি শেষ পর্যন্ত আজ আমাদের ছেড়ে চলে গেলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আন্তর্জ...
22/10/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

সাত ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওঠানামা শুরু হয়েছে উড়োজা...
18/10/2025

সাত ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওঠানামা শুরু হয়েছে উড়োজাহাজ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়।

ভোট বিহীন সিলেকশন কমিটি গঠনের ফলে এভাবেই দিনেদিনে উন্নতি হচ্ছে মৌলভীবাজার পা/ব/লি/ক লা/ই/ব্রে/রির।আমাদের সম্মানিত জে/লা ...
13/10/2025

ভোট বিহীন সিলেকশন কমিটি গঠনের ফলে এভাবেই দিনেদিনে উন্নতি হচ্ছে মৌলভীবাজার পা/ব/লি/ক লা/ই/ব্রে/রির।

আমাদের সম্মানিত জে/লা প্র/শা/স/ক মহোদয় মৌলভীবাজারে দায়িত্ব গ্রহণের পর থেকে বলতে পারবেন কোন অনুষ্ঠানটি ফ্যা/সি/বা/দের দো/স/র বিহীন হয়েছে বা উনার ঘোষিত কোন কমিটিতে ফ্যা/সি/স্ট নেই। বিগত এক বছরতো উনার ডানে-বামে আইন-শৃঙ্খলা কমিটির মিটিংসহ সব প্রোগরামে এই আওয়ামী ফ্যাসিস্টরাই ছিল, এমনকি উনিতো জু/লা/ই গ/ণ/অ/ভ্যু/ত্থা/ন দি/ব/স উদযাপন কমিটিতেও এই ফ্যাসিবাদের দোসরদেরই রেখেছিলেন।

সর্বশেষ উনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ (সাংবাদিক) নেতাকে বিচারপতির হাতে প্রেস কাউন্সিল সনদ দিলেন। ইদানিং আবার উনার আশেপাশে থাকে বৈ/ষ/ম্য/বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি আর সাবেক এমপি জিল্লুর রহমানের মিডিয়া সেলের সাংবাদিক।

মৌলভীবাজার জেলার সার্বিক পরিস্থিতির আদৌ কি ইতিবাচক পরিবর্তন হয়েছে, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তাঁরকি কোন পরিবর্তন এসেছে। আমরা কি সেই আস্থা স্থাপন করতে পেরেছি - এই প্রশ্ন এখনও রয়ে গেল?
#এনএসআই #জেলাপ্রশাসক #জেলাপুলিশসুপার

সোমবার রাতে ঢাকা থেকে এদেরকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। এরা মৌলভীবাজার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি।
13/10/2025

সোমবার রাতে ঢাকা থেকে এদেরকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। এরা মৌলভীবাজার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি।

Address

Madhyapara, M. Saifur Rahman Road, Moulvibazar
Sylhet Division

Alerts

Be the first to know and let us send you an email when Songbad Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songbad Moulvibazar:

Share