Sylhetsomachar24

Sylhetsomachar24 সঠিক তথ্য সন্ধানে, আলোদিশারী আমরা।

13/07/2021
একটি নিখোঁজ সংবাদঃমোঃ রাজু আহমেদ আল- রাহী  রায়নগর দর্জিবন্দ  বসুন্ধরা ৯৩ বাসা হইতে শনিবার দুপুর ১ ঘটিকার সময়  কাউকে কিছু...
27/04/2021

একটি নিখোঁজ সংবাদঃ
মোঃ রাজু আহমেদ আল- রাহী রায়নগর দর্জিবন্দ বসুন্ধরা ৯৩ বাসা হইতে শনিবার দুপুর ১ ঘটিকার সময় কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। সম্ভাব্য সকল যায়গায় খোজাখুজির পরও আজ অবধি তাহার কোনো সন্ধ্যান পাওয়া যায় নাই।
এমতাবস্থায়, যদি কোনো হ্রদয়বান ব্যক্তি তাহার কোনো সন্ধ্যান পাইয়া থাকেন তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বক্তিগত পরিচয়ঃ
বয়সঃ ১৫ বছর।
গায়ের রংঃ শ্যামলা
গায়ে পড়নে ছিলোঃ সাদা গেঞ্জি ও কালো পেন্ট।
মোবাইলঃ 01731751784 ( বাবা)
01779997938 (চাচা)
01784524556 (চাচা)

29/01/2021

আজ শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরীতে বিদ্যুৎ থাকবে না।

29/01/2021

Good News and Breaking News

আগামীকাল এইচএসসি ও সমমানের রেজাল্ট
আগামীকাল ৩০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:৩০ মিনিটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষনা করা হবে।

26/01/2021

Breaking News! Breaking News! Breaking news!

ভয়ংকর ঝুঁকিতে সিলেট / সিলেটে করোনায় আক্রান্ত ২৮জন লন্ডন প্রবাসী।
যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশে ফেরার পর কোয়ারেন্টিনে রেখে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ প্রমাণিত হন। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের সোমবার (২৫ জানুয়ারি) রাতে জানান, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-২০২’তে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে আসেন ১৫৭ প্রবাসী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিভিন্ন হোটেলে রাখা হয়।
নিয়ম অনুসারে, তাদের ৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর নমুনা পরীক্ষায় করার নিয়ম রয়েছে। এ হিসেবে সোমবার তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রোববার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন বলেও জানান তিনি।
করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন। করোনা ভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদেরকে সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

25/01/2021

আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় ওয়ানডে।
সরাসরি সম্প্রচার টি-স্পোর্টস বেলা ১১.৩০ (সকাল)

নতুন চ্যানেল, সবাই সাথে থাকুন
24/01/2021

নতুন চ্যানেল, সবাই সাথে থাকুন

Address

Sylhet
Sylhet
SYLHET-3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhetsomachar24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share