SDKBD

SDKBD SDKBD. It is your Page. We provide you best quality news, , , . We always provide you good quality videos.

please stay with us and like, share, and follow.

22/03/2025

#সিলেট #নাগরিক_পার্টি #ইফতার_মাহফিল #সংঘর্ষ #সাংবাদিক_নির্যাতন #রাজনৈতিক_সংঘর্ষ #সিলেট_খবর #জাতীয়_নাগরিক_পার্টি #সিলেট_রাজনীতি #ইলেকট্রনিক_মিডিয়া #অনলাইন_মিডিয়া

22/03/2025

সিলেটের দুই অভিজাত কাপড়ের ব্র্যান্ড শপকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে মহানগরের বেশ কিছু ব্র্যান্ড শপে অভিযান পরিচালনা করা হয়।
#ভোক্তা_অধিকার #সিলেট_সংবাদ #ব্র্যান্ডশপ #মেগা_মল #জরিমানা #ইনফিনিটি_মেগা_মল #ফেবুলাস_মেগা_মল #ভোক্তা_অভিযান #রমজান_বিশেষ #সিলেট #বাংলাদেশ

15/03/2025

সিলেট নগরীর শাহপরান এলাকার কৃষি উদ্যোক্তা বাবুল আহমেদ তার ভুট্টার জমিতে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন। শত্রুতার কারণে তার জমিতে পানি প্রবাহ আটকে দেওয়ায় ফসল নষ্ট হতে বসেছে বলে দাবি করেছেন তিনি।

এ নিয়ে তিনি পুলিশের কাছে সাহায্য চেয়ে অভিযোগ দায়ের করেছেন। বাবুল আহমেদের দাবি, দীর্ঘদিন ধরে তার জমিতে নিয়মিতভাবে সেচের পানি দেওয়া হলেও সম্প্রতি প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে জমির ভুট্টাগাছ শুকিয়ে যাচ্ছে এবং চাষাবাদের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত সমস্যার সমাধান এবং কৃষিকাজ অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। #কৃষকেরদুর্দশা #ভুট্টাচাষ #ফসলরক্ষা #বাংলাদেশ_কৃষি #সিলেট #খবর #নতুনসংবাদ #কৃষকেরগল্প

15/03/2025

সিলেটে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নগরির বালুচর এলাকায় একটি অভিজাত কনভেনশন হলে সংগঠনটির সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি সিয়াম সাধনার তাৎপর্য তোলে ধরে সমাজের মানুষের নৈতিক চরিত্র গঠনে করনীয় ব্যপারে বক্তব্য রাখেন।
আয়োজনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

09/03/2025

সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নগরীর কালীঘাট ও মদিনা মার্কেট এলাকার বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ করেন।

বাজার তদারকি শেষে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে যাতে নিত্যপন্য লুকিয়ে রেখে কেউ সাধারণ মানুষকে ধোঁকা দিতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন সজাগ থাকবে বলেও জানান তিনি।

এসময় ক্রেতাদেরকে যেসমস্ত ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রয় করছেন তাদেরকেও সর্তক করা হয়।

03/03/2025

দীর্ঘ প্রতীক্ষার পর ‘ঐশ করুণা ক্যাথিড্রাল’ এর চাবি হস্তান্তর ও উদ্বোধন ঘোষণা করা হয়েছে! 🙏✨
বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই-এর নেতৃত্বে বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

28/02/2025

সাবেক ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান অন্তরবরতী সরকারও সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌচৌধুরী।
নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সিলেটের সড়ক, বিদ্যুত, পর্যটন খাতে নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, সিলেটের ক্ষেত্রে নূন্যতম যে উন্নয়ন পরিকল্পনা গ্রহনের কথা তা থেকেও বঞ্চিত সিলেট। বার বার দাবি জানিয়ে কোনো প্রতিকার নাগরিকরা পাচ্ছেন না।
অবিলম্বে সিলেটবাসীর দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তিনি।

24/02/2025

#ডাক্তারদেরদাবি #স্বাস্থ্যখাতসংকট #ইন্টার্নচিকিৎসক #হাসপাতালসংকট #সিলেটসংবাদ

21/02/2025

"একুশ মানে মাথা নত না করা! 🖤
সিলেটে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাজারো মানুষের ঢল।

দেখুন বিস্তারিত 📽️ ▶️ [ভিডিও লিংক]

#শহীদমিনার #ভাষাশহীদ "

18/02/2025

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
#সীমান্ত #বিজিবি #চোরাচালান

17/02/2025

আমার বাংলাদেশ পার্টির, এবি পার্টি, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা তরুণদের চিন্তাভাবনা বুঝতে পারে না, তারা রাজনীতি থেকে হারিয়ে যায়। ১৯৭০ সালে মুসলিম লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মনস্তাত্ত্বিক পরিবর্তন বুঝতে না পারার কারণে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ১৯৯০/৯১ সালের মতন বর্তমানেও কিছু রাজনৈতিক দল তরুণদের চিন্তা চেতনা বুঝতে পারছে না বা বুঝার চেষ্টাও করছে না। ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভূমিকম্পের মতো পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশে নতুন রাজনীতির জন্ম হয়ে গেছে ইতিমধ্যেই, যা শুধু পুরোদস্তুর দৃশ্যমান হওয়া বাকী। বাংলাদেশের ভাগ্য বদলের যে রাজনীতির নয়াদিগন্ত আসছে, এবি পার্টি সেখানে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

#নতুনরাজনীতি #বাংলাদেশরাজনীতি #ব্যারিস্টারফুয়াদ #তরুণদেরভূমিকা #রাজনৈতিকপরিবর্তন #রাজনীতিরভবিষ্যৎ #নতুনবাংলাদেশ #জাগরণ #রাজনীতি #নেতৃত্ব #গণতন্ত্র

16/02/2025

🔥 মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি! 🇧🇩💐

আজ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে সম্মান প্রদর্শন করে।

#বাংলাদেশসেনাবাহিনী
#মুক্তিযুদ্ধ
#শ্রদ্ধাঞ্জলি
#সেনাবাহিনী
#গার্ডঅবঅনার




#জেনারেলওসমানী
#বাংলাদেশইতিহাস
#শ্রদ্ধাঞ্জলি
#বাংলাদেশ

Address

Amborkhana
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDKBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category