Our Bloge 360

Our Bloge 360 welcome
To
Our Bloge

05/03/2024

মার্ক জাকারবার্গ আম্বানির ছেলের বিয়ে খেতে না গেলে আজ এমন হতো না। এইসব দায়িত্ব জ্ঞানহীন ছেলেপেলে দিয়ে কিচ্ছু হবে না জীবনে। ওর যদি সেই দায়িত্ব থাকতো তাহলে কি আর ব্যবসা রেখে বিয়ে খেতে যেতো।

15/02/2024

–––•শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃ'ত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান"!
- 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! 🖤🌸

15/02/2024

যাদের বয়স ১৮+ হওয়া সত্ত্বেও‌ বাসা থেকে কোথাও যাওয়ার জন্য, আববু-আম্মুর পারমিশন নেওয়াকে অনেক জরুরী মনে করে তারা রোকা বা আনস্মার্ট নয় মূলত তারা যথেষ্ট ভদ্র আর ম্যাচিউর! 🤗

14/02/2024

- উপরওয়ালা যতটুকু দিয়েছেন কিংবা কেড়ে নিয়েছেন!
- বিন্দুমাত্র অভিযোগ নেই!😊
- সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ.! 🖤🥀

13/02/2024

আমি ছেলে বয়স 19। ইনশাআল্লাহ্‌, সামনে বিয়ে🙂। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের প্রতিদিন কি কি জিনিস লাগতে পারে? সেটা হতে পারে কসমেটিক্স, আচার...... যাতে বিয়ের পর আমাকে মুখ ফুটে বলতে না হয় আমার এটা লাগবে।

আমি বিয়ের আগে থেকেই সব কিছু ম্যানেজ করে রাখতে চাই যাতে আমাকে পেয়ে সে নিজেকে ভাগ্যবতী মনে করে। একজন আদর্শ কেয়ারিং স্বামী হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাই।

আমি কিছু জিনিসের লিস্ট অলরেডি করেছি। যেমনঃ টুকটাক কসমেটিক্স, হেয়ার ড্রায়ার, ট্রিমার, আচার,

এগুলোর বাইরে আর কি কি এড করতে হবে?

((Copy Post )) 😄

29/01/2024

এক কথায় বলতে গেলে এই পৃথিবীর মানুষ সবাই পাগল। ভালো মানুষ কেহ পাগল । প্রতিবন্ধী কেহ পাগল প্রেম বিরহে। পাগল সারা দুনিয়া। এই দুনিয়া পাগলের কারখানা। আমি পাগল। তুমি পাগল। সে পাগল । তারা পাগল। আমরা সবাই কোন না কোন তালে পাগল । কে কোন জাতের পাগল। জাত পাগলের দুনিয়া । আমরা সবাই মানুষ । পাগল সারা দুনিয়া ভরা। আমাদের দেশে পথে ঘাটে হাটে বাজারে যে যেখানে আছে সবাই পাগল। যে সমস্ত প্রকৃত পাগল দেখা যায়। আলা ভোলা পাগল দেখা যায় । তাঁরাই হচ্ছে অরিজিনাল বা আসল পাগল । এই কারণে বলছি যে, এদের ঠিকমত পেটে ক্ষুধা নেই । তাদের ঠিকমত নাওয়া ও খাওয়া নেই ।

তাদের বাড়ির ঠিকানা কি জিনিস তারা বোঝেনা । পাড়া কি জিনিস তারা বোঝে না। দেশ কি জিনিস তারা জানে না । এমনকি তার বাবা কোনটা মা কোনটা তাও তারা জানে না । তার কারণ তারা জ্ঞান, বুদ্ধিহীন সম্পন্ন জাত পাগল । এই পাগলের ভালো নেই। মন্দ নেই, তারা কোথায় পথ চলছে। এরা ঠিকানা বিহীন পাগল। এই জাত পাগলের লোভ নেই, কাম নেই, রাগ নেই, খোব নেই। এরা পাগল তো পাগলই । এরা মনের ভাব খুলে কথা বলতে পারেনা । শুধু শব্দ করতে পারে। ইশারা করতে পারে। এই সমস্ত জাত পাগলকে আপনি টাকা পয়সা দিবেন নিবেনা। খাবার দেবেন নেবে না। ইচ্ছে হলে খেলো না খেলে না খেলো। এদের কোন দেশ নেই। জাত নেই। ধর্ম নেই । এদের মন আলাভোলা।

এদের ভালো নেই। মন্দ নেই। খারাপ নেই। কোন কিছুই নেই ।‌ এরা স্বাধীন চেতনার মানুষ । এদের স্বাদ নেই । খোব নেই । এই জিনিসটা আমার এটা তাদের ভিতরে নেই।‌ এরা হলো জাত পাগল। আমরা আর এক ধরনের পাগল দেখতে পাই । যারা মায়ের গর্ভে থেকে পাগল হয়ে জন্ম নেয় । তারা হচ্ছে প্রতিবন্ধী পাগল । এরা কেউ কেউ চোখে দেখেনা । কানে শুনেনা।‌ আবার কেউ কেউ কানে শুনে না চোখে দেখে । আবার শারীরিক প্রতিবন্ধী পাগল কেউ কেউ পাগল। কেউ দর্শনে পাগল। এক এক পাগলের এক এক রকম আমরা দেখতে পাই । আবার কিছু পাগল আছে । তারা একটু হুশনসই পাগল আমরা বলে থাকি। এই পাগলগুলো হচ্ছে এদের থাকে জ্ঞান। হুশ জ্ঞান কিছুই থাকে না তাদের মাথা কেন টালমাটাল হয়ে যায়। তখন তারা কিছুই বুঝেনা ।

এই এক ধরনের পাগল আছে আমাদের দেশে। আবার আমরা যারা সুস্থ পাগল। তাদের কথা কিছু বলি। সুস্থ পাগল আমি তাদেরই বলি। যে তাদের হিতাহিত জ্ঞান সুস্থ মস্তিষ্ক হাত পা নাক মুখ চুল শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে। তবুও তারা পাগল । কেন পাগল একটু বলি শুনুন। কেউ তাত্তিক পাগল। কেউ আত্মিক পাগল। কেউ দর্শনে পাগল। কেউ লোভে পাগল । কেউ লালসার পাগল । কেউ আত্মকেন্দ্রিক পাগল। কেউ মানবতার পাগল । কেউ সৃজনশীলতার পাগল। আবার পাগল কেউ সাদা মনের পাগল। কেউ জ্ঞান-বিজ্ঞানের পাগল। আসলে পাগল বলতে গেলে । আমরা সবাই পাগল । পাগল সারা দুনিয়া।

আমরা কেউ সুস্থ মস্তিষ্কে মানুষ নেই । আমরা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত পাগল থেকে যাব।‌ অর্থাৎ দোলনা থেকে খবর পর্যন্ত আমরা এই পাগলের কারখানায় বসবাস করব। আমরা চলার পথে, আমাদের জীবন যত বড় আমরা পাগল তত বড় । আমরা কম বেশি সবাই পাগল।‌ আমরা যে যার পথে আছি সে তার পথ থেকে আমরা পাগল। আমরা যে যার দর্শনে আছি সে দর্শন থেকে তারা পাগল। সর্বশেষ কথা বলা যায় । আমরা কেউ প্রেমের পাগল। কেউ ভালবাসার পাগল । কেউ রোমান্টিক পাগল।‌ কেউ রূপের পাগল। কেউ ভাববাদীর বিধাতার পাগল । কোন পাগল স্বপ্নে বিভোর হয়ে থাকে। আর বাস্তববাদীরা বাস্তবে পাগল ।

এদের জ্ঞান গরিমা আঘাত সাগরের মত । এরা সব সময় জ্ঞান গবেষণার কাজে লিপ্ত থাকে । একটি জিনিস আবিষ্কার করবে তাদের আর কোন দিকে খেয়াল নেই । সেই কাজটি সময় মত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পাগলেরা সেই কাজটি নিয়ে পড়ে থাকবে।

17/01/2024

স্বপ্নের শহরে সবাই সুখী-কিন্ত💔
- বাস্তবতা তার বিপরীতমুখী🙂

15/01/2024

দিন শেষে সূর্যটাও আমাদেরকে বুঝিয়ে দেয়,
সময় শেষ হয়ে গেলে স্থাঁন পরিবর্তন হয়..!!🥰
🤲

30/12/2023

Dear me, ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না, সময় ঘুরবেই, ভালো সময় আসবেই.. শুধু নিজের ওপর বিশ্বাস রেখো,

- লোকের কথায় কান না দিয়ে, নিজের যেটা ঠিক মনে হয়, সেভাবে এগিয়ে চলো, সফলতা ধরা দেবেই..🤍
In sha allah 🥰❤️
Everyone Prey For me 🤍😊

23/12/2023

তোমার প্রেমে পড়ে আমি সব গিয়েছি ভুলে 😕
শেম্পু দিয়েছি গালে 😐
আর ফেইসওয়াস দিয়েছি চুলে 🙂
#প্রেম

10/12/2023

- টাকা ছাড়া একটা ছেলের কোন মূল্য নেই।💔

05/12/2023

মৃত্যুর মতো বিস্রাম এর খুব প্রয়োজন 😊💔

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Bloge 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share