Saidul Islam Salehi পল্কীরপারী

Saidul Islam Salehi পল্কীরপারী সব সময় সবার আগে সত্যে ও ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে।

Mim Tv সব সময় সবার আগে সত্যে ও ন্যায়ের পক্ষে অবহেলিত মানুষের কথা বলে। Mim Tv মূল উদ্দেশ্য সব সময় সত্যকে তুলে ধরা। এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে সবার সামনে প্রকাশ করা। Mim Tv সব সময় ন্যায় সততা সত্যি সবার সামনে তুলে ধরা। Mim Tv সারা বিশ্বের খবরা খবর আপনার কাছে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে। সত্যি ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সত্যি ঘটনা কি তুলে ধরব সবার সামনে Mim Tv

আপনার বিশ্বস্ত টিভি চ্যানেল। Mim Tv যে সকল নিউজ তুলে ধরবে আপনার সামনে রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, খেলাধুলা, সারাদেশ রাজনীতি, বিনোদন, রাজধানী, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম, শিক্ষা, সোশ্যাল মিডিয়া, প্রবাস,কৃষি,সাহিত্য,স্বাস্থ্য,আইন আদালত খবর খেলার খবর সাংস্কৃতিক খবর দেশ ও জনপদের খবর কৃষি খবর সত্যি ঘটনা সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর। সবাই Mim Tv পেজটিকে লাইক হ্যালো করে পাশে থাকবেন।

ঘটনাটা কি আসলেই সত্যি 😥😥যদি সত্যি হয় তীব্র নিন্দা জানাই। ঢাকা এয়ারপোর্টে, দুইটা মোবাইল এর কারনে, কয়েকদফা তল্লাশির নামে দ...
17/09/2025

ঘটনাটা কি আসলেই সত্যি 😥😥
যদি সত্যি হয় তীব্র নিন্দা জানাই।

ঢাকা এয়ারপোর্টে, দুইটা মোবাইল এর কারনে, কয়েকদফা তল্লাশির নামে দুবাই ফেরত প্রবাসীকে মানুষিক নির্যাতন, এয়ারপোর্টেই হার্ট এটাক করে মৃত্যু!! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 😢

পরিবারের লোক অপেক্ষা করতেছে বাবা বাসায় আসবে।স্ত্রী অপেক্ষা করতেছে স্বামী বাড়ি ফিরবে।মা অপেক্ষা করতাছে ছেলে বাড়ি ফিরবে। আল্লাহর রহম কর পরিবারকে ধৈর্য দাও 😢😢

ঘটনার সত্যতা ১০০% সিউর যানা যায়নি, বিভিন্ন অনলাইন নিউজ থেকে পাওয়া, কিন্তু তিনি এয়ারপোর্টে মৃত্যুবরণ করেন।

ভাবতেই অবাক লাগে! 😭ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন😭মানুষ কেন দিনদিন অমানুষ হয়ে যাচ্ছে?  #মাদ্রাসায় পড়ুয়া "নিজের ...
14/09/2025

ভাবতেই অবাক লাগে!
😭ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন😭মানুষ কেন দিনদিন অমানুষ হয়ে যাচ্ছে?
#মাদ্রাসায় পড়ুয়া "নিজের সন্তানই শ্রদ্ধেয় বাবাকে"ছু'রি দিয়ে আ'ঘা'ত করে হ'ত্যা করেছে।

♦️এই সন্তানটি ছিল উনার প্রথম সন্তান তাই আল্লাহর দরবারে খুশি হয়ে ছেলেটি দুনিয়াতে আসার পরপরই মান্নত অনুযায়ী ১০০ রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছিলেন।

♦️ভোলা জেলার সেই আলোচিত খবর মুহাদ্দিস হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম "নোমানি" (রহ:) হ'ত্যা'র রহস্য প্রায় এক সপ্তাহ পরে উদ্ঘাটন হয়েছে।

♦️নিজের কলিজার টুকরো বড় ছেলে মোহাম্মদ রেদওয়ান আহমেদ তার বাবা তাকে মোবাইলে অতিরিক্ত আসক্ত হওয়ায় শাসন করাতেন আর এটাই উনার জীবনে কাল হয়ে আসে, তাই দিনে দিনে তার সন্তান ক্রা'ই'ম মু'ভি দেখে হ'ত্যা'র কৌশল শিখতে থাকে।

♦️মানুষের শরীরে কোথায় আ'ঘা'ত করলে দ্রুত মৃ'ত্যু হয় তা নিয়ে রিচার্জও করে।

♦️পরে "দারাজ" থেকে ছু'রি অর্ডার করে আনে,বাজার থেকে কালো শার্ট আর ক্যাপ কিনে আনে যেন র'ক্তে'র দাগ কেউ বুঝতে না পারে এবং ক্যাপ ব্যবহার করবে তাকে যেন কেউ চিনতে না পারে।

♦️ঘটনার দিন পরিকল্পনা অনুযায়ী বাবা পবিত্র এশার নামাজ পড়ে নিজের গৃহে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দরজায় কে যেন নক দেয়,বাবা বললেন কে সন্তান বাহির থেকে বলল আমি তোমার সন্তান রেদওয়ান, বাবা দরজা খোলার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগেই বাবার পেটে ছু'রি ঢু'কি'য়ে দেয়।

♦️বাবা সন্তানের কাছে কান্না জড়িত মাফ চেয়ে বলল প্লিজ বাবা (সন্তান) তুই আমাকে ক্ষমা করে দে,আমাকে মা'রি'স না।

♦️এই ঘটনাটা গোটা মুসলিম উম্মার জন্য একটা কঠিন শিক্ষা,,,,,
যে,একজন শাইখুল হাদিস মুহাদ্দিস,মসজিদের সম্মানিত খতিব,ইসলামী আলোচক বক্তা উনার ঘরেও এরকম সন্তান হতে পারে,এরকম নেক্কারজনক ঘটনা ঘটতে পারে।

আর আমরা যারা নামাজ পড়িনা, আল্লাহর বিধান অনুযায়ী,প্রিয় নবী (সা:) এর সুন্নাত অনুযায়ী চলিনা না জানি আমাদের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে?

♦️তাই সব সময় উচিৎ বেশি বেশি নেক আমল করে,সব ধরনের হারাম রাস্তা থেকে দূরে থেকে প্রতিটি মা-বাবার উচিত সন্তানের জন্য মহান আল্লাহ তায়া’লার নিকট বেশি বেশি নেক দুওয়া করা।

♦️কারণ একমাত্র মা-বাবার নেক দোয়ার বরকতেই মহান আল্লাহ তায়া’লার রহমত নাযিল হয়ে থাকে।

🤲হে আল্লাহ আপনি প্রিয় ভাই মরহুম মুহাদ্দিস হজরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নোমানি (রহ:) কে পরিপূর্ণ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পাশাপাশি দুনিয়ার সকল সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে পরিপূর্ণ কবুল করুন আমিন ইয়া রব্বাল আলামিন।

13/09/2025

আমার আম্মা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামীন যেন শেফা দান করেন 🤲🤲

রাত তখন ১২ টা বোন তার ভাইকে ফোন দিলো,ভাই জিঙ্গেস করলো বোন কেমন আছিস..! বোন কান্না কণ্ঠে বলে ভাইয়া আমি ভালো নেই......
13/09/2025

রাত তখন ১২ টা বোন তার ভাইকে ফোন দিলো,ভাই জিঙ্গেস করলো বোন কেমন আছিস..!
বোন কান্না কণ্ঠে বলে ভাইয়া আমি ভালো নেই... ভাই জিঙ্গেস করে কেনরে কি হইসে?বোন বলে ভাইয়া আমার শশুর বাড়ির লোকজন ও আমার স্বামী বলে কাল সকালে যদি আমি আমার বাপের বাড়ি না চলে যাই আমাকে মে///রে ফেলবে।ভাই স্বাভাবিক ঝগরা মনে করে তার বোনকে সান্তনা দিয়ে বলে আমি তোর স্বামীর সাথে সকালে কথা বলবো তুই টেনশন করিস না.,,,বোকা ভাইটা বুজতেই পারেনি তার বোনকে সকালের আলো দেখতে দিবেনা নর/পশু/রা। রাতে ভাইয়ের চোখে ঘুম নাই শুধু বুক ভরা যন্ত্রনা তবুও তার বােকা ভাইটি বুজতে পারলো না তার বোন নি/র্যা/তিত হয়ে স্বামীর হাতে
মৃ/ত্যু/বরণ করতেছে😭
রাত পোহানোর সাথে সাথে ভাইটি শুনতে পারে তার বোনকে জালিমরা মে//রে ফেলেছে। কতটা যন্ত্রনা কতটা হা হা কার তার ভাইয়ের।বোন ভাইকে রাতে বলছে তাকে মে///রে ফেলবে সকালে বোনের মৃত্যুর সংবাদ 😭😭😭
👇👇

বিদ্রঃ মেয়ে কে বিয়ে দেওয়ার আগে ভালো ভাবে যাচাই করেন, ছেলে টা কেমন, ছেলের ব্যবহার কেমন,
ছেলের টাকা/চাকরি /বড়লোক / এইসব দেখে বিয়ে না দেওয়া টাই ভালো
আগে দেখতে হবে ছেলেটা কেমন

10/09/2025

সিলেট বাস টে ন্ড

09/09/2025

#শাহজালাল (র:) মাজার শরীফ

09/09/2025

সিলেট শাহ জালাল

09/09/2025
মৌলভীবাজার শহরের নামকরা এক বেসরকারি হাসপাতালের অভিজ্ঞতা আমাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম আধুনিক ভবন, বড় ব...
09/09/2025

মৌলভীবাজার শহরের নামকরা এক বেসরকারি হাসপাতালের অভিজ্ঞতা আমাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম আধুনিক ভবন, বড় বড় ডাক্তারদের নাম আর পরিচিত ব্র্যান্ডের হাসপাতাল মানেই হয়তো নিরাপদ সেবা। কিন্তু ভেতরে গিয়ে বুঝলাম—এটা হাসপাতাল নয়, আসলে এক ধরনের ব্যবসার আখড়া। এর বাস্তব অভিজ্ঞতা হলো আমার সন্তানের জন্মের সময় ‘লাইফলাইন হাসপাতাল’-এ কাটানো চারদিন।

গত মাসের শেষ বৃহস্পতিবার রাত তিনটার দিকে গর্ভবতী স্ত্রীকে জরুরি বিভাগে নিয়ে যাই। শহরের অন্যতম “চকচকে” এই হাসপাতালে ভেবেছিলাম সব আধুনিক সুযোগ-সুবিধা পাবো। কিন্তু সেখানে পেলাম বয়সে তরুণ একজন মাত্র কর্তব্যরত চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, কোনো ধরনের জরুরি সহায়তাও পাওয়া গেল না। শুধু এক-দু’টি ট্যাবলেট দিয়ে রোগীকে কেবিনে ফেলে রাখা হয়। পরদিন শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো বিশেষজ্ঞ ডাক্তার পেলাম না। এমনকি রাত ১২টা থেকে সকাল ১০টার আগে মেডিকেল টেস্টও নাকি এখানে করানো যায় না।
সকাল ১১টায় আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট হাতে পেয়ে ফোনে এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালের দায়িত্বশীলরা জানালেন, আমার স্ত্রীকে সিজার করাতে হবে— নরমাল ডেলিভারির দায়িত্ব তারা নেবেন না। অথচ ভর্তির পর থেকে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত কোনো চিকিৎসা কার্যত দেওয়া হয়নি।

যাহোক বিকল্প কোনো উপায় না পেয়ে, রাজি হলাম। একে একে আমার পছন্দের ৩জন সার্জনের নাম দিলাম। তারা কাউকেউ পেলো না। শেষমেষ আরেকজনের নাম দিলে তারা জানালো দুপুর ১২ টায় সিজার করতে পারবেন।

১২টার আগেই সহধর্মিণীকে অপারেশন রোমে নিয়ে গেলো। কিন্তু আশ্চর্যের বিষয়— সার্জন কখন অপারেশন রোমে ঢুকলেন আর কখন বের হলেন, দেখতেও পাইনি। এমনকি আমার সঙ্গে একটি কথাও হয়নি সার্জনের। সিজার শেষে মাত্র ৩০ মিনিটের মধ্যে মা ও নবজাতককে কেবিনে পৌছে দিলো হাসপাতালের লোকজন। মনে হলো এ পর্যন্তই যেন তাদের দায়িত্ব শেষ!

এরপর থেকে নার্সদের দায়িত্ব কেবল টাইমমতো ওষুধ দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ রইল।
অপারেশনের পর সেবার মান ছিলো করুণ। নার্সদের আচরণ ছিলো যান্ত্রিক, চিকিৎসকদের আন্তরিকতা ছিলো শূন্য। ডিউটি ডাক্তারের থাকেন ৫ম তলায়। ইমার্জেন্সী কল দিলে তিনি আসেন ১০-১৫মিনিট পর।
নবজাতকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শও যথাসময়ে দেওয়া হয়নি।
আমার নবজাতক মায়ের বুকের দুধ পাচ্ছে কি না, কেনো এত কান্না করছে, চোখে সমস্যা কিংবা ওজন কমছে কেন— এসব বিষয়ে তাদের দায়সারা ভাব ছিলো। একাধিকবার জানানো সত্ত্বেও ডিউটি ডাক্তার শুধু ‘দেখছি’ বলে দায়িত্ব শেষ করলেন। ফলাফল— তিনদিনের মাথায় আমার সন্তানের জন্ডিস ধরা পড়লো। অথচ যেসব নার্স দায়িত্বে ছিলেন তাদের বেশিরভাগই সদ্য পাশ করা, আর দায়িত্বরত ডাক্তারদের বয়স ২৫-এর নিচে হবে৷

৪র্থ দিন শিশু বিশেষজ্ঞ এক ডাক্তার কল দিয়ে এনে দেখালাম৷ তিনি দেখে বললেন, বাচ্চা ৩দিন ধরে বুকের দুধ পাচ্ছে না সেটা কেনো খেয়াল করা হলো না? এবং জন্মদিন থেকেই বিকল্প উপায়ে দুধ খাওয়ানো উচিত ছিলো।
হতাশ হয়ে বিষয়টি জানালাম হাসপাতালের পরিচালক রতন সাহেবকে। তিনি ম্যানেজারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিলেন। ম্যানেজার উল্টো আমাকে বললেন, ‘আপনারা অভিযোগ না দিলে বুঝবো কিভাবে যে সেবা পাচ্ছেন না!’— এমন কথা শুনে আরও অবাক হলাম। প্রাইভেট হাসপাতাল কি কোনো সরকারি দপ্তর, যেখানে অভিযোগ না দিলে দায়িত্বশীলতা জাগে না?

এদিকে সোমবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা। দুপুরে দায়িত্বশীল ম্যানেজারকে জিজ্ঞেস করলাম বিল কত হয়েছে? তিনি জানালেন ৪৬ হাজার টাকার মতো। পরে আমার সন্তানের রিপোর্টে জন্ডিস ধরা পড়ায় আরেকদিন থাকতে হলো।

পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ফটোথেরাপি (১২ ঘন্টা) দিয়ে বাচ্চার জন্ডিস একটু নরমাল আসলো। তাই হাসপাতাল থেকে রিলিজ নিতে চাইলাম। এবং বিল ধরানো হলো ৬১,৯৩৮ টাকা! ম্যানেজারকে প্রশ্ন করলাম গতকাল বললেন ৪৬ হাজার আর আজ ৬২ হাজার টাকা কেমনে কি ভাই? তিনি বললেন, রতন স্যারের সঙ্গে কথা বলেন। রতন দাদা হিসাব কষে বিল নামিয়ে দিলেন ৪৯ হাজারে। অনেক তর্ক-বিতর্ক শেষে ৪৪ হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিতে হলো। অথচ মৌলভীবাজারে একই মানের সেবায় অন্য বেসরকারি হাসপাতালে ২৫-৩০ হাজার টাকার মধ্যেই সিজার সম্ভব।

বড় বিল্ডিং, লিফট আর করিডোরে চকচকে আলো দিয়ে তারা নিজেদেরকে নামকরা হাসপাতাল হিসেবে চালালেও বাস্তবে রোগীর সেবা বা চিকিৎসা মান অনেক পিছিয়ে।
আমার অভিজ্ঞতা বলছে— 'লাইফলাইন হাসপাতাল' চাকচিক্যে ভরা হলেও চিকিৎসা সেবায় ভয়াবহভাবে পিছিয়ে। শুধু বিল বাড়ানো আর ব্যবসা করার মানসিকতা ছাড়া আর কিছু নেই এখানে। অথচ পুরোনো ভবনে থাকা অন্য হাসপাতালগুলোতে ডাক্তার-নার্সদের আন্তরিকতা অনেক বেশি।
শেষ কথায় বলবো— মৌলভীবাজারের মতো একটি জেলায় চিকিৎসার নামে এভাবে লুটপাট চলতে পারে—এটা আমাদের জন্য সত্যিই লজ্জার বিষয়। আমি চাই না আমার আত্মীয়, পরিচিত, বন্ধু কেউই আমার মতো অভিজ্ঞতার শিকার হোক। এখনই এসব বাণিজ্যিক স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিয়ন্ত্রণে আনা জরুরি। স্বাস্থ্যসেবাকে শুধু ব্যবসা নয়, মানুষের অধিকার হিসেবে দেখার দাবি করছি।
চকচক করলেই সোনা হয় না।
আর যদি আপনার টাকায় ছিনিমিনি করে তাহলে টাকা দিয়ে আসুন লাইফলাইন হাসি-পাতালে।

© সাংবাদিক তুহিন জুবায়ের

🚨🚨মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের লা*শ ১৫ ঘণ্টা পর উদ্ধার🚨🚨 রোববার বেলা ৩টার দিকে লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে ত...
08/09/2025

🚨🚨মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের লা*শ ১৫ ঘণ্টা পর উদ্ধার🚨🚨

রোববার বেলা ৩টার দিকে লাবণী পয়েন্ট সৈকতে গোসলে নেমে তিন পর্যটক নি'খোঁ'জ হঠাৎ স্রোতে ভেসে যাচ্ছিল। অন্য পর্যটকদের চিৎকারে রেসকিউ বোটের সহযোগিতায় সী সেইফ লাইফগার্ড কর্মীরা দু'জনকে তারা উ'দ্ধা'র করতে সক্ষম হন। কিন্তু আয়মান নি'খোঁ'জ হন। এরপর দমকলবাহিনী, বিচকর্মী, সী সেইফ লাইফগার্ডরা নানাভাবে রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে পেতে ব্যর্থ হন।
সোমবার সকালে সমিতিপাড়া এলাকা থেকে খবর আসে সেখানকার সৈকত পয়েন্টে একটি ম*র*দে*হ ভেসে এসেছে। সী সেইফ লাইফগার্ডের স্থানীয় সদস্যরা এলাকাবাসীর সহায়তায় ম*র*দে*হটি তীরে তুলে আনে। নি'খোঁ'জে'র স্বজনরা আয়মানের বলে শনাক্ত করেছে।

আল্লাহ সন্তান হা*রা*নো পরিবারকে ধর্য দান করুন আমিন🤲

Address

Kulaura. Mulovibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Saidul Islam Salehi পল্কীরপারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category