03/11/2025
যখন দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত, হৃদয়গুলো ছিল শূন্য, আর মানুষ ছিল পথভ্রষ্টতার গভীর সাগরে ডুবে—সেই সময়ে উদিত হলো এক সূর্য, এক নূর, যিনি আল্লাহর রহমতের প্রতীক। তিনি হলেন আমাদের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ ﷺ!!❤️🩹
- তাঁর আগমনে মরুভূমির নির্জনতা ভরে উঠেছিল ঈমানের মিষ্টি সুবাসে, পৃথিবী পেয়েছিল শান্তি আর মানবতা পেয়েছিল মুক্তি। তিনি শিখিয়েছেন কেমন করে অশান্ত অন্তর শান্ত হয়, কেমন করে অন্ধকার হৃদয় আলোর পথে জেগে ওঠে!!🥰
- রাসূল ﷺ এর আগমন কোনো জাতির জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য রহমত। তাঁর আগমনের এই স্মৃতি হৃদয়কে নরম করে, চোখকে অশ্রুসিক্ত করে আর আত্মাকে জান্নাতের সুবাসের সাথে পরিচয় করিয়ে দেয়।"
হে আল্লাহ! আমাদেরকে প্রিয় নবী ﷺ এর প্রকৃত উম্মত হিসেবে কবুল করুন!!🥺🤲
আল্লাহুম্মা সল্লি'ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ' ﷺ.!🖤🤍