31/07/2025
হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে
বিতর্ক প্রতিযোগিতা
অনুষ্ঠিত
গতকাল ৩০শে জুলাই হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলায়েশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)-এর আওতায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক "বিতর্ক প্রতিযোগিতা" অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের দুটি দল বিতর্কে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের মান্যবর সহঃ প্রধান শিক্ষক জনাব কবির আহমদের সার্বিক দিক নির্দেশনায় এবং সিনিয়র শিক্ষক জনাব নাছরিন আক্তার ও দেওয়ান আল কাইজার চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব নাজির আলী সরকার। বিচারক হিসেবে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সুফিয়া খাতুন, অর্চনা চক্রবর্তী, দীপক চন্দ্র দে ও আব্দুল হালিম।
"জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্হানীয় উদ্যোগও আবশ্যক। "
এ বিষয়কে সামনে রেখে পক্ষ ও বিপক্ষ দল দুটি তর্ক যুদ্ধ করে। তাদের যুক্তি,তর্ক, বাচন ভঙ্গি, উপস্থাপন, দৃষ্টান্ত ও ভাষাগত সুমিষ্টতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
মুহুর্মুহু করতালির মাধ্যমে দর্শকগণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেন। বিতর্কে বিজয়ী ও বিজিত দল দুটোকে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের মান্যবর প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের মডারেটর জনাব নাজির আলী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয় বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলের দলনেতা মাহদিয়া জান্নাত।
বিতর্কে বিজয় লাভ করে মনিরা সিদ্দিকা(৯ম) ও তার দল। বিজয়ী দলের অন্যান্য সদস্যরা হলোঃ কানিতা জান্নাত (১০ম), সামিহা ইসলাম বিনতি (৮ম)ও তাহুরা জান্নাত মিম (৭ম)।
বিজিত দলের সদস্যরা হলোঃ মাহদিয়া জান্নাত(দলনেতা)(৮ম), ফাতেমা জান্নাত জোহরা (৯ম), মনিরা ইয়াসমিন (৯ম), রাইসা আক্তার (৯ম)।
Tasrif Khan