17/08/2025
২৩ আগস্ট শনিবার সিলেট-৩ আসনে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি সভা সফলের লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের পরামর্শ সভা অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা নজরুল ইসলাম-এর নির্বাচনী প্রস্তুতি সভা আগামী ২৩ আগস্টকে সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় মোগলাবাজার মৌচাক রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, সহ-সভাপতি মাওলানা শরিফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান রহমনী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শুয়াইব আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, এবং উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা আহমদ দিদার রাসেল, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা তানভীর আলম সিদ্দিক, যুব জমিয়তের সদস্য সচিব হাফিজ জুবায়ের আহমেদ তালহা, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, দফতর সম্পাদক শরিফ আহমেদ তালহা, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক হাফিজ শামসুজ্জামান। এছাড়াও উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে আগামী ২৩ আগস্ট শনিবার, দুপুর ২টা থেকে দক্ষিণ সুরমা উপজেলা ইসলামিক কালচারাল সেন্টারে সিলেট-৩ আসনে জমিয়তের নির্বাচনী প্রস্তুতি সভা সর্বাত্মক সফল করতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।