The Media Emran

The Media Emran ইসলাম জিন্দাবাদ

আল্লাহ বদর যুদ্ধের সৈন্যদের মত সৈন্য ফিলিস্তিনে প্রেরণ করুন🤲🤲🤲।
06/04/2025

আল্লাহ বদর যুদ্ধের সৈন্যদের মত সৈন্য ফিলিস্তিনে প্রেরণ করুন🤲🤲🤲।

22/11/2024

ঘড়ে বসে সিলিন্ডার গ্যাস এর জন্য অর্ডার করুন আনিশা কম্পিউটার এন্ড স্টেশনারীতে।
সর্ব নিম্ন দামে ক্রয় করুন।
হোম ডেলিভারী দেওয়া হয়।
যোগাযোগ: 01816-533555

06/09/2024
শিক্ষা গুরুর মর্যাদা-কাজী কাদের নেওয়াজবাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ...
30/08/2024

শিক্ষা গুরুর মর্যাদা
-কাজী কাদের নেওয়াজ
বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।
শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষককে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”
উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

27/03/2024

আগের গজলের ফুল ভার্সন
যদি জীবনটা রাঙ্গাতে চাও
মাহিন আহমদ।

26/03/2024

অসাধারণ গজল খালি গলায়
মাহিন আহমেদ

28/09/2023

How are you

30/04/2023

মিলাদ শরীফ হচ্ছে আল্লাহর রাসুল সাঃ এর মহব্বতে, কিন্তু এ সব মোলভীদের জন্য আজ মিলাদ শরীফ কে নিয়ে বিভিন্ন মন্তব্য করে, যারা কিছু হাদিয়া পাওয়ার লোভে হাজতির নামে মিলাদ শরীফের শেহের বানাতে পারেন, এদের টাকার লোভ দিয়ে ইসলামের বিরুদ্ধেও ব্যবহার করাতে পারেন, যে যাই বলেন না কেন ওরা আর যাইহোক আলিম হতে পারেনা, এ সব ভণ্ডামি আর কতদিন??

25/09/2022

বিশ্ব জয়ী হাফেজ তাকরীমের তিলাওয়াত।

25/09/2022

চার বিশ্ব জয়ী হাফেজের তিলাওয়াত।

30/07/2022

হিজরী নববর্ষ জানাই স্বাগতম

Address

Sylhet
Sylhet
3231

Alerts

Be the first to know and let us send you an email when The Media Emran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Media Emran:

Share