HINDU BLOG

HINDU BLOG Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HINDU BLOG, News & Media Website, sylhet, Sylhet.

19/10/2022

মায়ের কাছে সাবাই সমান, 🙏🏻

10/10/2022

নিরামিষ না খেলেও প্রতিদিন ভগবান শ্রীদামোদরকে প্রদীপ দেখাতে পারবেন।🪔

08/10/2022

হে কৃষ্ণ তোমার মধ্যেই সমস্ত বিশ্ব বিরাজমান,
তোমাতেই সকলই সমর্পন
মানব সমাজের পরিবর্তন
তোমারই দান -----'
যেথায় সভ্যতার শিক্ষা দিয়েছো তুমি,সেথায় হয়েছে তোমার বদনাম।।
তুমি সর্বশ্রেষ্ট,তুমি সর্বজ্ঞানী
তুমি মহান_
তোমার লীলা বোঝেই বা কজন!!!জানি তোমাতেই আছি আমি-----
তুমি আলোর প্রতিবিম্ব,
তুমি ছাড়া নেই গতি
একথা ভাবে না যারা
তাদের জন্য এ পৃথিবী
হবে ছিন্নভিন্ন।

-----হরে কৃষ্ণ----

গোলকধাম

চট্টগ্রাম বাংলা বাজারে মূর্তির উপর পাথর নিক্ষেপ করেছে এবং পরে হিন্দুদের উপর হামলা করেছে। অনেক হিন্দু আহত হয়েছে, হামলা কা...
06/10/2022

চট্টগ্রাম বাংলা বাজারে মূর্তির উপর পাথর নিক্ষেপ করেছে এবং পরে হিন্দুদের উপর হামলা করেছে। অনেক হিন্দু আহত হয়েছে, হামলা কারী এখনো পরিচয় জানা যায় নেই

বায়েজিদ থানা কর্মকর্তা সাথে কথা বলে জানা যায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করবে বলে জানাছে, আরও জানান সিসিটিভি ফুটেজ রেকর্ড ভিডিও দিয়ে হামলা কারীদের খুজে বের করবে বলে জানান।

স্থানঃ বাংলা বাজারে চিন্নুমুল ১০নং জঙ্গল সলিমপুর ১নং ওয়ার্ড সীতাকুণ্ড চট্টগ্রাম।

নিউজ রিপোর্টের
কৃষান দাশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন একটি হিন্দু মন্দির আনুষ্ঠানিকভাবে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কর হয়েছে🙏🏻
06/10/2022

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন একটি হিন্দু মন্দির আনুষ্ঠানিকভাবে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কর হয়েছে🙏🏻

সনাতন ধর্মে স্বাগতম দেবী, হবে কৃষ্ণ 🙏🏻সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন 🙏🏻
06/10/2022

সনাতন ধর্মে স্বাগতম দেবী,
হবে কৃষ্ণ 🙏🏻
সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন 🙏🏻

06/10/2022

কিছু সহজ সরল মানুষকে বলতে শুনি উনারা আছে বলে হিন্দু ধর্ম টিকে আছে উনাদের ছাড়া বাংলাদেশে ৩২১৬৮ মণ্ডপে দুর্গা হয়েছে। সনাতন চিরন্তণ কারো আশায় বা দয়ায় অনন্তকাল ধরে পালিত হচ্ছে না। বাংলাদেশ ছাড়াও বহিবিশ্বের অনেক রাষ্ট্রে দুর্গা পুজা হয়েছে। শুধু মাত্র গন্ডিবদ্ধ চিন্তা ছেড়ে উন্মোক চিন্তা করুণ। সনাতন অসাড় যার কোন সীমানা নেই সীমা বদ্ধতা নেই। সবার শুভ বুদ্ধির উদয় হোক জয় মা দুর্গা

02/10/2022
02/10/2022

দুর্গাপূজায় ছোট শিশু নিয়ে ঠাকুর দেখতে গেলে অভিভাবকের ফোন নাম্বার ও ঠিকানা কাগজে লিখে শিশুটির পকেটে রাখবেন। 🙏🙏

আজও ভুলিনি তোমাদের রক্তাক্ত শারদ ২০২১।
02/10/2022

আজও ভুলিনি তোমাদের
রক্তাক্ত শারদ ২০২১।

🚫পূজায় ছুটি চাওয়ায় চাকরি হারালেন শ্যামা সাহা!নিজের স্ট্যাটাসে শ্যামা সাহা লিখেছেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটানা: পূজা উপলক্ষ...
02/10/2022

🚫পূজায় ছুটি চাওয়ায় চাকরি হারালেন শ্যামা সাহা!

নিজের স্ট্যাটাসে শ্যামা সাহা লিখেছেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটানা: পূজা উপলক্ষে আমি যেখানে চাকরি করি ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম (বুস্ট এডুকেশন সার্ভিস, এক্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার)। আমার অফিস আমাকে জানাল যে তারা ছুটি দিতে পারবে না। পরে আমি এটা নিয়ে যখন কথা বললাম তখন তারা বলে যে আমরা ঈদে অনেক দিন (৪ দিন) ছুটি দেই তাই আর কোনো ছুটি দেই না। আর তাছাড়া আপনারা সংখ্যালঘু, আপনাদের তো সরকারই ছুটি দেয় না, তাহলে আমরা কেন ছুটি দিব। এসব কথা শোনার পর আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়, আমি ওইখান থেকে কিছু না বলে চলে আসি। গত বুধবার তারা আমাকে জিজ্ঞাস করে তাহলে পূজায় কী করছেন? তখন আমি বললাম যে, আপনারা ছুটি না দিলেও আসতে পারব না, কারণ আমার ধর্মীয় বিষয় আছে। আমি উপাস রেখে প্রত্যেকদিন পূজা দেই (কিন্তু আমি ছুটি চেয়েছিলাম ৩ দিনের, অন্যদিন ২ দিন আমি উপাস করেই অফিস করতাম)। এ কথা এইচআর শোনার পর চলে গেলেন। কিছুক্ষণ পর আমাকে তারা টার্মিনেশন লেটার দিয়ে দেয়। আমি যখন তাদের বলি কারণ কী? তখন তারা বলে আমি নাকি তাদের সঙ্গে বেয়াদবি করেছি! আমার ধর্ম পালন করতে চাওয়াটা কি অপরাধ? আর আমার ধর্ম নিয়ে উপহাস করাটা কি তাদের অধিকার আছে? তাছাড়া আমাকে একদিনের নোটিশে বিদায় করে দিয়েছে তার জন্য আমি যখন ক্ষতিপূরণ চাইলাম তখন বলে তাদের নিয়ম নাই, তাহলে 'লেভার ল' কি যে যার ইচ্ছামতো বানাতে পারে? আপনাদের কাছে জানতে চাই এখন আমার কী করা উচিত? তাহলে কি আমাদের ধর্ম পালনের কোনো অধিকার নাই? এটাও কি আমাকে মেনে নিতে হবে? এ বিষয়টা শুধু এখানে নয় স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সবখানেই এই বিষয়ে প্রতিবাদ করতে করতে আমি ক্লান্ত।’

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো দুর্গাপূজাঃ UNESCO🚩
02/10/2022

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেলো দুর্গাপূজাঃ UNESCO
🚩

01/10/2022

পূজামণ্ডপে তামসিক আচরণ যেমন DJ , মদ ও অশ্লীলতা বর্জন ও প্রতিরোধ করুন ।

দুষ্কৃতকারীদের থেকে রক্ষায় CCTV যুক্ত করুন ও আত্মরক্ষায় সচেতন থাকুন ।

01/10/2022

আমরা হিন্দুরা খুবই অসাম্প্রদায়িক জাতি।আমরা সকল ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাই কিন্তু মাঝে মাঝে আমার নিষ্পাপ মনে প্রশ্ন জাগে আমাদের ধর্মীয় উৎসবে কয়জন অন্য ধর্মাবলম্বী বন্ধুবান্ধব আমাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানায়?

 #সতর্কতাগতকাল তিনটার পর সবুজ বাগ সার্বজনীন পুজা মন্ডপের আশেপাশে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করার সময় পুজামণ্ডপের সেচ্ছাসেবক...
01/10/2022

#সতর্কতা
গতকাল তিনটার পর সবুজ বাগ সার্বজনীন পুজা মন্ডপের আশেপাশে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করার সময় পুজামণ্ডপের সেচ্ছাসেবকদের হাতে এই ব্যক্তিকে আটক করে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।

আটকের বিষয়ে খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার 'পিয়াস দাশ' কে অবগত করলে তিনি ততক্ষণে উপস্থিত হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম সুমন এবং ঠিকানা (কালীঘাট রোড ) কখনো সিলেট কখনো ঢাকা বলে বলে ভিন্ন ভিন্ন তথ্য দেয়।পরে স্থানীয়রা তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে লাইট, গলার লকেটে ইলেকট্রনিক ডিভাইস সদৃশ্য বস্তু, গ্যাস লাইট ইত্যাদি পাওয়া যায়।
Please share the post🙏🏻

01/10/2022

মায়ের আগমনী সুরে পবিত্র হোক বিশ্ব।
শুভ মহালয়া।

30/09/2022

#হরে_কৃষ্ণ

পোস্টটি ভাইরাল করুন...!!!নদী থেকে উদ্ধার করার পরে নিখোঁজ আঁখি রায়!গতকাল নৌকা ডুবি ট্র্যাজেডিতে অন্য পূর্ণ্যার্থীদের মত ...
30/09/2022

পোস্টটি ভাইরাল করুন...!!!
নদী থেকে উদ্ধার করার পরে নিখোঁজ আঁখি রায়!

গতকাল নৌকা ডুবি ট্র্যাজেডিতে অন্য পূর্ণ্যার্থীদের মত বামনহাটের লেবু রায়ের মেয়ে আখিঁ রায়ও ছিল,সে নৌকা ডুবে গেলে সাঁতার কাটিয়ে নদীর পাড়ে আসতে সক্ষম হয় এবং ক্লান্তিতে কথা বলার শক্তি হাঁরিয়ে ফেলে,ভিড়ের মাঝে ওই সময একদল লোক হাসপাতালে নাম করে আখিঁকে নিয়ে যায়,পরবর্তীতে পরিবারের লোকজন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে গেলেও আখিঁকে আর খুঁজে পাইনি বলে পরিবারের লোকজন জানান।।
এই বিষয়ে কারো কাছে ডুবন্ড যত্রীদের উদ্ধারের সময় ভিডিও ফুটেজ থাকলে অনুগ্রহ পূর্বক যচাই করুন। নদী থেকে উদ্ধার করার পর কে বা কারা আখিঁ রায়কে নিয়ে যায়।
কেউ কোনো সন্ধান পেয়ে থাকলে/মেয়েটিকে দেখে থাকলে অতিসত্বর যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি �

২৬/০৯/২০২২ ইং।।

নামঃ আখি রানি রায়
পিতাঃ লেবু রায়
মাতাঃ রিতা রানি
জেলাঃ পঞ্চগড়
উপজেলাঃ বোদা
ডাগঘরঃ মাড়েয়া
গ্রামঃ বামনহাট
বয়সঃ ১৬-১৭
পরাশুনাঃ দশম শ্রেণি

যোগাযোগঃ 01773095387 (ভিক্টিমের মামা)

 #ব্রেকিংপূজা মন্ডপে জঙ্গি হামলার শঙ্কা... ডিএমপি কমিশনারের।
29/09/2022

#ব্রেকিং
পূজা মন্ডপে জঙ্গি হামলার শঙ্কা... ডিএমপি কমিশনারের।

29/09/2022

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর দৃষ্টি আকর্ষণ করছি

আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে, পঞ্চগড়ে নৌকা ডুবিতে ৭১টি পরিবার নির্মমভাবে স্বজন হারিয়েছেন।
তাঁদের যে ক্ষতি হয়েছে তা কখনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এরপরও আমি মনে করি ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ সেই সব শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

এবার বাংলাদেশে ৩১,৯৩২টি মন্ডবে দুর্গা পূজা উদযাপন হতে যাচ্ছে। যদি প্রতিটি সর্বজনীন মন্দির থেকে মাত্র ৫০০ টাকা করে নেওয়া হয়, তাহলে মোট টাকার পরিমান দাঁড়ায় ১,৫৯,৬৬,০০০/- এবং ৭১টি পরিবারের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক পরিবারকে ২ লাখ ২৪ হাজার টাকা করে দেওয়া সম্ভব।

যদি প্রতিটি পূজা কমিটির কাছে ৫০০/- টাকা করে চাঁদা চাওয়া হয়, সবাই হাসিমুখে দিবে। কারন পূজা গুলো হয় আমাদের চাঁদার টাকায় এবং কিছু সরকারি সহায়তায়ও পায়। সেখানে ৫০০টাকা বিরাট কিছু নয়।

এই পোস্টের মাধ্যমে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার এর দৃষ্টি আকর্ষণ করছি।

23/09/2022

#হরে_কৃষ্ণ 🙏🏻🥰

সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।-(ভগবান শ্রীকৃষ্ণ)
13/09/2022

সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when HINDU BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share