ARIF RONY ツ

ARIF RONY ツ Make Your Self ✌️

21/07/2025

হে খোদা,মাসুম বাচ্চাদের তুমি নিজ হাতে হেফাজত করো মাবুদ।
আর সহ্য হচ্ছে না😭

21/07/2025

একের পর এক বের করে আনা হচ্ছে আহত ও দ'গ্ধ দেহ। আল্লাহ আমাদের রহম করুন, আমিন।😭

21/07/2025

ভয়ঙ্কর পরিস্থিতি, একের পর এক পো*ড়া দেহ বের হচ্ছে স্কুল থেকে👇
আল্লাহ তুমি রহম করো
🤲😭

Madagascar Periwinkle😍
19/07/2025

Madagascar Periwinkle😍

07/07/2025

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রতি রইলো দোয়া ও শুভ কামনা।

তোমরাই দেশের ভবিষ্যত রেজাল্ট যাইহোক যুদ্ধের ময়দান ছাড়া যাবে না। ❤️

07/07/2025

বাংলাদেশে যারাই রাজনীতি করছেন কিংবা করবেন তাদের মাথায় একটি জিনিস খুব সুন্দর করে ইনপুট করে নেওয়া উচিৎ।

বর্তমানে আপনি পাওয়ার এ গেলেও ভবিষ্যতে আপনার দলের কিংবা আপনার পাওয়ার নাও থাকতে পারে।

তাই সেই চিন্তা মস্তিষ্কে ভালো করে নিয়ে রাজনীতি করবেন।

কোন সাধারণ জনগণকে কষ্ট দিবেন না ঝামেলায় ফেলবেন না।

আমি সব সময় বিশ্বাস করি আপনি যত ঝামেলায় জড়াবেন যত মানুষকে আঘাত করবেন আপনার পতন ততই ভয়ংকর ভাবে হবে।

কথা গুলো আমি বাংলাদেশে নতুন পুরাতন সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বল্লাম।

জনগণের কাছে জনপ্রিয় হতে কিছু দরকার হয় না আসলে।

সৎপথে সঠিক ভাবে রাষ্ট্রের এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে রাজনীতি করলে আজীবন সম্মানিত হয়ে থাকতে পারবেন।

©Abdullah Al Jaber

05/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এডভোকেট আব্দুল কাইয়ুম মামা'র আব্বা
মো: শামসু ভাই ইন্তেকাল করেছেন।

29/06/2025

পটুয়াখালীর ঘটনার একটি ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে।

যে লোক ভিডিওটি পোস্ট করেছে সে ছাত্রলীগের সেই উপজেলার সহ-সভাপতি ছিলো।

বর্তমানে সে পালাতক অবস্থায় আছে তার বউকে তার বউয়ের পরিবারের লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার সময়ে ধারণ করা ভিডিওটি এটি।

কিন্তু সে ভিডিওটি পোস্ট করে এবং অভিযোগ করে বিএনপির লোকজন রাত ১ টার দিকে তার বউকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় যে মেয়েটিকে তার পরিবার নিয়ে গেছে আর তার জামাই যে ভিডিওটি পোস্ট করেছে সে বর্তমানে পালাতক রয়েছে।

এটিকে পারিবারিক ইস্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তারপরও পুলিশ বিষয়টি নিয়ে আরো গভীর ভাবে ফাইন্ডিংস করছে।

21/06/2025

হুতিবিদ্রোহীরাজানিয়েছে

আমেরিকা যদি ইরানে অগ্রসন চালায় তাহলে তারা আমেরিকার জাহাজ এবং যুদ্ধ জাহাজ গুলোকে লোহিত সাগরে টার্গেট করবে।

20/06/2025

ইজরায়েলি সৈন্যেদের উপর নজরদারি করতে, ইজরায়েলের সিসিটিভি সিকিউরিটি ক্যামেরা হ্যাক করছে ইরানের হ্যাকারগোষ্ঠী !!💥

19/06/2025

বাংলাদেশটাকে আফ"গানি"স্তান বানানো উচিত। ❤️👑✊🇧🇩
👇

18/06/2025

কেউ ১ মাস, কেউ ২ মাস, কেউ কেউ আবার ৩-৫ মাস ধরে বিদ্যুৎ বিলের কাগজ পাচ্ছে না।
সত্যটা হলো বিদ্যুৎ অফিস থেকেই বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হচ্ছে না। কিন্তু এখন মাইকিং করছে যে বিদ্যুৎ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এখন আমার প্রশ্ন হলো বিদ্যুৎ অফিস থেকেই বিদ্যুৎ বিল দেওয়া হয় নাই সেখানে আমরা কি করে বিল দিবো।

এই যে ১-২ মাস ধরে আমাদের বিল জমিয়ে রাখা হলো, এটার তো একটা জরিমানা আসবে সেই জরিমানা টা কে দিবে। আর এই দুর্নীতির মাধ্যমে সাধারন জনগনের কত
👉কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে জরিমানার নাম করে
তা আমার আপনার ধারনার বাহিরে।

বিষয়টি আইনের সামনে আসা দরকার।
দোয়ারাবাজার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARIF RONY ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARIF RONY ツ:

Share

Category