Green Sylhet BD

Green Sylhet BD সত্যের পথে সবসময়

সিলেটের জগন্নাথপুরের ছেলেরএভারেস্ট জয়!!CONGRATULATIONS! IT’S OFFICIAL!AKKE RAHMAN The First British Bangladeshi & Muslim...
13/05/2022

সিলেটের জগন্নাথপুরের ছেলের
এভারেস্ট জয়!!
CONGRATULATIONS!
IT’S OFFICIAL!

AKKE RAHMAN
The First British Bangladeshi & Muslim
To Climb Mount Everest
Friday 13th May 07:30 hrs (Nepal time)

24/06/2021

থানায় আপনার মামলা আপনি সরাসরি চলে যাবেন কোনো দালালকে বাটপারকে ধরা লাগবে না।আপনাদের জন্য আমার থানার দরজা সবসময় খোলা থাকবে - শ্যামল বণিক (ওসি,ওসমানীনগর থানা)

নামে পাকা সড়ক হলেও পাকার অস্তিত্ব বিলীন হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। সড়কটির দৃশ্যমান অবস্থা দেখে এখন এটিকে মাটির সড়কই মনে ...
21/06/2021

নামে পাকা সড়ক হলেও পাকার অস্তিত্ব বিলীন হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। সড়কটির দৃশ্যমান অবস্থা দেখে এখন এটিকে মাটির সড়কই মনে হয়। দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কার না হওয়ায় এভাবেই অবহেলিত অবস্থায় পড়ে আছে বালাগঞ্জ ইউনিয়নের আদিত্যপুর-রিফাতপুর-গহরমলী সড়কটি। সড়কের পিচ ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষায় বৃষ্টিপাতের কারণে সড়কটি কাদাজলে একাকার। ফলে এ সড়কে চলাচলকারী দশ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরজমিন গিয়ে দেখা যায়, বালাগঞ্জ-তাজপুর সড়কের আদিত্যপুর মোড় থেকে শুরু হওয়া প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের সঙ্গে মিলিত হয়েছে। ২০০৪ সালের প্রথম দিকে আদিত্যপুর মোড় থেকে রিফাতপুর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ করা হয়েছিল।

পাকাকরণের সঙ্গে সঙ্গেই ওই বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায়। কিন্তু প্রথম দফায় রাস্তাটি পাকাকরণের পর এখন পর্যন্ত আর কোনো সংস্কার কাজ করা হয়নি। যোগাযোগ অব্যাহত রাখার স্বার্থে ২০১৭-১৮ সালে স্থানীয়দের উদ্যোগে রাস্তার পিচ করা অংশে ইটের কংক্রিট বিছিয়ে দেয়া হয়। ২০১৪-১৫ অর্থবছরে রিফাতপুর জামে মসজিদ হতে দক্ষিণ রিফাতপুর পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার
এবং সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক হতে চরসুবিয়া গ্রাম পর্যন্ত আরও প্রায় এক কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ করা হয়েছিল। পাকাকরণের পর সংস্কার না হওয়ায় পিচ ওঠে গিয়ে পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের চরম অবহেলা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

19/06/2021

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রী ও দুই শিশুকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক হিফজুর রহমান।



13/06/2021

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের বেহাল দশা।😢

09/06/2021
21/05/2021

আসসালামু আলাইকুম,
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারস্থ,বুরুঙ্গা বাজার জামে মসজিদের ২য় তলা নির্মাণের জন্য অনেক অর্থের প্রয়োজন।অত্র এলাকার সকল প্রবাসী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সামর্থ্য অনুযায়ী অর্থিকভাবে সাহায্য করে উক্ত মসজিদের ২য় তলা নির্মাণে শরিক হোন।

যোগাযোগঃ
কাজী খলিলুর রহমান
মোবাঃ০১৭২০৩৪৫৭৬৭

মোঃ খলকু মিয়া
মোবাঃ০১৭১৫২৭৩৬৮৮

ইউকে তে অবস্থানরত ভাই বোনেরা নিচের লিংকে গিয়ে দান করতে পারেন👇
https://www.gofundme.com/f/completing-a-mosque?utm_source=customer&utm_medium=copy_link_all&utm_campaign=p_cp+share-sheet

03/05/2021

সিলেটি ভাইরাল গান "নয়া দামান" গানে কন্ঠ দেয়া শিল্পী সিলেটের তোসিবার আক্ষেপ!! একবারও তার নাম উচ্চারণ করা হয়নি। খুলনা বলে চালিয়ে দেয়া হয় ডিবিসি চ্যানেলের রিপোর্টে!

ভিডিও Collected

27/04/2021

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর মেয়েটির ফোনালাপ।

10/04/2021

আসসালামু আলাইকুম❤️
আমাদের পেইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সবাই আমাদের পেইজে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন।☺️

-ধন্যবাদ ❤️

29/03/2021

ধন্যবাদ জানাই মৌলভীবাজারের এস আই সাহেবকে❤️

29/03/2021

গতকাল মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, গুলিবিদ্ধ হয়েছেন! ইন্নালিল্লাহ।

তিনি তৌহিদী জনতাকে সাথে নিয়ে ঢাকা-মাওয়া রোডে সকাল থেকে অবস্থান নিয়ে হরতালে পালন করছিলেন।

28/03/2021

বালাগঞ্জে হেফাজতে ইসলামের মিছিলে বাধা দেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন।এ সময় হেফাজতে ইসলামের কর্মীদের মারধর করেন আব্দুল মতিন ও তার অনুসারীরা।

ভিডিও সংগৃহীত।

24/03/2021

ওসমানীনগরে পানি সংকটের প্রধান কারণ ব্রিটানিয়া ওয়াটার কোম্পানি।

24/03/2021

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ট্রাকের ভিতর থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানার পুলিশ।

ভিডিও সংগৃহীত।

Address

Sylhet
3120

Alerts

Be the first to know and let us send you an email when Green Sylhet BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Sylhet BD:

Videos

Share