25/04/2023
ভর্তি চলছে !!!!! ভর্তি চলছে !!!!!
✅✅ পল্লী ডাক্তার (LMAF) কোর্স সহ অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তি চলছে।
✅✅ ফার্মেসী ও পল্লী চিকিৎসায় আগ্রহীদের জন্য উপযুক্ত কোর্স সমুহ
♦ কোর্স করে আপনার লাভ কি ?
১। পল্লী চিকিৎসক হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারবেন।
২। ফার্মেসী দিয়ে ঔষধের ব্যাবসা করতে পারবেন।
৩। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও এনজিওতে নার্স / স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতে পারবেন।
৪। মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের সুযোগ।
৫। সামাজিক ভাবে মর্যাদা পাওয়ার উপযুক্ত পেশা মানুষের সেবা করার সুযোগ।
♦ ভর্তির নূন্যতম যোগ্যতা: SSC/ দাখিল/ সমমান।
✅✅ ভর্তি চলছে, অনলাইন ক্লাস/ সরাসরি ক্লাস। (প্রশিক্ষণ নিন, বেকারত্ব দূর করুন)
✅✅ (Online/Offline Course) (আসন সংখ্যা সীমিত)
✅✅ সকাল/বিকাল/সান্ধ্যকালীন ব্যাচ। ( শুক্রবার/শনিবার বিশেষ ব্যাচ।)
✅✅ সীমিত আসনে ভর্তি চলছে, ভর্তির জন্য ফোন করুন।
✅✅ ভর্তির যোগ্যতা : যে কোন সালে ও যে কোন গ্রুপ থেকে এস,এস,সি/সমমানের পাশ হতে হবে। ভর্তির সময় ২ কপি ছবি ও শিক্ষা সনদ এবং NID এর ফটোকপি জমা দিতে হবে। অথবা ই-মেইলে পাঠাতে হবে।
✅✅ দূরের ছাত্র-ছা্ত্রীদের জন্য ( Online Class) এর সুবিধা আছে।
✅✅ সরাসরি ক্লাস করতে আগ্রহীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্ন ঠিকানায় সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন।
✅✅ SRAC পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে।
✅✅ দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি।
✅✅ সম্মানীত খতিব, ইমাম বা মুয়াজ্জনিদরে অথবা যে কোন উপাসনালয়ে র্কমরত ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
✅✅কর্মসংস্থান : ফার্মেসী ও পল্লী ডাক্তার কোর্স করে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সহয়তা করে একটি সম্মানজনক পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বহু বেকারের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করা।
✅✅ সাধারন চিকিৎসা সহ, স্যালাইন পুশ, ইনজেকশন, সেলাই, ব্যান্ডেজ, ডেন্টাল কেয়ার, ব্লাড গ্রুপিং, ঔষধের নাম ও কার্যকারিতা, চিকিৎসা পদ্ধতি, ইত্যাদিসহ হাতে কলমে এমবিবিএস ডাক্তার দ্বারা প্রশিক্ষণ। (সরকারি/বে-সরকারি হাসপাতালে ইন্টারর্নশীপ করার ব্যবস্থা)
✅✅ প্রশিক্ষণ শেষে চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদ প্রদান এবং পল্লী ডাক্তার/ফার্মেসী প্রতিষ