RJN Tv

RJN Tv We upload all types of videos, this is a dedicated page for advanced video promotion.

RJN Tv uploads good videos, so stay tuned by following our page, thanks everyone.

18/02/2025
16/02/2025

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশণ বাতিল গুড ডিসিশন।

13/02/2025

আগে কল্পনায় স্থির করুন কি করবেন পরে কঠোর পরিশ্রম করুন লক্ষ্যে পৌছাতে পারবেন ইনশাআল্লাহ।

12/02/2025

কাউকে প্রশ্ন করে নিজেকে মহান পন্ডিত ভাবতে নেই, হতে পারে যাকে প্রশ্ন করছেন তার কাছে এমন কোন প্রশ্ন আছে যার উত্তর আপনার জানা নেই।

11/02/2025

পৃথিবীর সকল মানুষ ভালো হয়ে গেলে অনেক খরচ বেঁচে যেতো, যেমন মাল পাহারার জন্য সিকিউরিটি, সিসি ক্যামেরা, ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতের কাছে যাওয়া, প্রয়োজনের চেয়ে বেশি বাজার নিয়ে মজুদ রাখা আরেকজন শর্টে পড়ে বেশি মূল্য ক্রয় করতে বাধ্য হওয়া, আরও কতো বিষয় আছে, আপনারাও কিছু কিছু কারণ কমেন্টে লিখে জানান।

11/02/2025

ফেসবুক থেকে যে ইনকাম করা যায় তা অনেকে বিশ্বাস করেনা,এমনকি আমার মা বাবাকেও যদি বলি এতো টাকা পেয়েছি তারা একটু অবহেলার স্বরে বলেন আচ্ছা হইছে বালা কথা এই শেষ, কিন্তুু অন্য কোন উপায়ে সামান্য লাভ শুনলে যেভাবে খুশি হন এটাতে সেইরকম নয়।

09/02/2025

১ বলে ২৮৬ রান! ঘটনাটি অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালের। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলেই সজোরে ব্যাট চালান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান।

মাঠের ভেতরেই ছিলো বিশাল আকৃতির একটি জাররাহ গাছ। গাছের ডালে গিয়ে আটকে যায় বলটি। বলটি এত ওপরে আটকে যায়, যা ফিল্ডারদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। বলটি হারিয়ে গেছে বলে আম্পায়ারের কাছে আবেদন করেন তারা। কিন্তু আম্পায়াররা অসম্মতি জানান, কেননা বলটি স্পষ্ট দেখা যাচ্ছিলো কোথায় আটকে আছে।

অন্যদিকে চতুর ব্যাটসম্যানরা দৌড় থামাননি। তাঁরা দৌড়াতেই থাকেন। ফিল্ডাররাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁদের মধ্যে একজন কুঠার দিয়ে গাছ কেটে ফেলার চেষ্টা করতে থাকেন।

তাদের মধ্যে আরেকজন ছিলেন, যিনি কিনা আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান। গুলি করে বল পাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক শেষ পর্যন্ত কয়েকটা গুলি খরচের পর বলটি মাটিতে পড়ে।

দুর্ভাগ্যবশতঃ বলটি কোনও ফিল্ডারই ধরতে পারেনি। বলটি যখন তারা মাটি থেকে কুড়িয়ে নেয়, এরই মধ্যে ২৮৬ বার নিজেদের মধ্যে ক্রিজ বদল করে নেন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান। এ সময় তাঁরা প্রায় ৬ কি.মি. পথ দৌড়ান। যেটা যুক্তরাজ্যের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। এই ঘটনার একমাত্র প্রমাণও এটি। এক বলে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ম্যাচটি তারা জিতেও যায়। এক বলেই ইনিংস ঘোষণা করার আর কোনো নজির নেই ক্রিকেট ইতিহাসে।

09/02/2025

সম্ভবত ১৯৮৭ সালে আম্মার মাটির ব্যাংক থেকে টাকা নিয়ে এই ছবি তুলেছিলাম ২০ টাকা বা ২৫ টাকায়, রঙিন রাখাল বন্ধু সিনেমা আলোঘর সিনেমায় কালীগঞ্জ, গাজীপুর। তখন বাসা আড়িখোলা রেলওয়ে স্টেশনে।

কিছুদিন পর আম্মার হাতে ধরা পড়ে সে কি ধবল ধোলাই। এক পাশে মায়ের খাট, একপাশে কাপড় রাখার আলনা, অন্যপাশে বড় চালের ড্রামের চিপায় ফেলে দরজা বন্ধ করে চলেছিল রুলার, লাঠি দিয়ে সেই ধোলাই।

মা এখন অসুস্থ, বয়োবৃদ্ধ, আমার চেয়ে বছর চোদ্দ -পনেরো বছরের বড়। মায়ের প্রথম সন্তান আমি, আমার মা আরবি বাংলা শিক্ষক। কাউকে গালি দিতে শিখান নি। টুকটাক মেরে নিজেই কষ্ট পেতেন, কাঁদতেন।

পোস্ট: জাহাঙ্গির বাবু/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/02/2025

পেইজে আগামী তিনমাস আর কোন ভিডিও আপলোড করা হবে না, শুধু লেখা পোস্ট করা হবে, তবে যদি পলিসি চলে যায় তাহলে ভিডিও আপলোড করা হবে।

02/02/2025

আগে হাসি বন্ধ করে পরে কমেন্ট।

02/02/2025

বরযাত্রীদের উপর পানি দিলো কন্যা পক্ষের লোকেরা।

এটা কোন জায়গা।
01/02/2025

এটা কোন জায়গা।

কোথায় হতে পারে।
01/02/2025

কোথায় হতে পারে।

বলেন জায়গাটা কোথায়।
01/02/2025

বলেন জায়গাটা কোথায়।

31/01/2025

হঠাৎ রোডের পাশে সাদা কাপড় পরা লোকের কাছে মানুষের ভিড়।

31/01/2025

বল্লাঘাট সাদা পাথর।

31/01/2025

জাফলং জিরো পয়েন্ট আজ।

Address

Nagar, Dengri, Dowbari, Gowainghat
Sylhet
3150

Alerts

Be the first to know and let us send you an email when RJN Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJN Tv:

Share