RJN Tv

RJN Tv We upload all types of videos, this is a dedicated page for advanced video promotion.

RJN Tv uploads good videos, so stay tuned by following our page, thanks everyone.

05/10/2025

মোবাইল সার্ভিসিং সেন্টারে আসছিলাম।

কি আজব দুনিয়া'!বিবাহিতরা তালাক চায়, অবিবাহিতরা বিয়ে চায়। ছোটরা বড় হতে চায়, বড়রা ছোট হতে চায়। চাকুরিজীবী কাজের চাপে চাকুর...
04/10/2025

কি আজব দুনিয়া'!

বিবাহিতরা তালাক চায়, অবিবাহিতরা বিয়ে চায়। ছোটরা বড় হতে চায়, বড়রা ছোট হতে চায়। চাকুরিজীবী কাজের চাপে চাকুরী ছাড়তে চায়, বেকার চাকরির খোঁজে।

গরিব চায় টাকা, বড়লোক চায় শান্তি। জনপ্রিয় মুখ লুকায়, সাধারণ জনপ্রিয় হতে চায়। শেষে কেউই জানে না-সুখ-শান্তি আসলে কোথায়,,? আপনারই বলুন।

ডিভোর্সের বাস্তবতা ও শিক্ষণীয় দিকস্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো"স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও! এ...
03/10/2025

ডিভোর্সের বাস্তবতা ও শিক্ষণীয় দিক

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো

"স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও! এর চেয়ে ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে।"

আমিও ভেবেছিলাম, তাই তো!!!

কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে, বা বিয়ে করবে

হয় সে আপনাকে করুণা করবে,

না হয় সমাজ-পরিবারের চাপ মেনে দায়মুক্তির জন্য রাজি হবে।

একটি সত্য অভিজ্ঞতা ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হয়েছিল। তিনি বললেন

"বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিদিন স্বামীর খোটা শুনতে হয়।

'তুমি যদি এত ভালো হতে তবে তোমার ডিভোর্স হলো কেন?'

'তুমি নিশ্চয় খারাপ, বদমেজাজী, নষ্ট।'

এসব অপমান সয়ে মুখ বুজে সংসার করে যাচ্ছি।

Add commen...আগের যে ফ্রীডম ছিল, এখন নেই। সব সময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর স্মৃতি এটা ভয়াবহ যন্ত্রণা।"

বাস্তবতার কঠিন রূপ

আপনি ভাবতে পারেন ডিভোর্স হলেই মুক্তি। মুক্তি হয়তো পাবেন, কিন্তু সেই সাথে আসবে

একা হয়ে যাওয়ার কষ্ট,

সমাজের কটুক্তি,

মানুষের করুণার চোখে দেখা,

হীনমন্যতা।

42

আর সবচেয়ে বড় সত্য

প্রথম মানুষের মতো নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান আর কোথাও পাবেন না।

নতুন তথ্য যোগ করা হলোদ্বিতীয় সংসারে বেশিরভাগ সময় অতীতকে টেনে এনে অপমান করা হয় যা মানসিক শান্তি নষ্ট করে।

শিশু থাকলে কষ্ট দ্বিগুণ হয়। সন্তানের ভবিষ্যৎ, অভিভাবকত্বের দ্বন্দ্ব এসব পুরো জীবনকে চাপের মধ্যে ফেলে।

সমাজ এখনও ডিভোের্সকে সহজভাবে নেয় না। ফলে শিক্ষিত/চাকরিজীবী নারীরাও ভিতরে ভিতরে ভেঙে পড়েন।

আমার পরামর্শ

স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে প্রথমেই নিজেদের মধ্যে সমাধান করুন।

কখনো তৃতীয় কোনো ব্যাক্তির অকারণ পরামর্শে সিদ্ধান্ত নেবেন না।

আল্লাহ পুরুষকে পরিবারের কর্তা বানিয়েছেন এটা মানে এই নয় যে নারী ছোট, বরং সংসার চালাতে উভয়ের সহযোগিতা, ধৈর্য ও মানিয়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের আত্মঅহংকার বা ইগোকে অগ্রাধিকার দেবেন না। স্বামীর হুকুম মানে দাসত্ব নয়, বরং সংসার বাঁচানোর জন্য পারস্পরিক সম্মান।

মানসিক সমস্যায় পড়লে বিশেষজ্ঞ কাউন্সেলরের শরণাপন্ন হতে পারেন যাতে সম্পর্ক টিকিয়ে রাখার বাস্তব কৌশল পাওয়া যায়।শেষ কথা

42

মনে রাখবেন

বিয়ে শুধু কাগজের সম্পর্ক নয়, এটি দুইজন মানুষের ধৈর্য, মানিয়ে চলা ও পারস্পরিক সম্মানের সমন্বয়।

যদি সম্পর্ক বাঁচানো সম্ভব হয়, তবে সেটিই সর্বোত্তম পথ।

কারণ ডিভোর্সের পরের জীবন, বাইরে থেকে সহজ মনে হলেও ভেতরে ভেতরে কষ্টে ভরা।

ক্যাপশন টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর একটা শেয়ার বা রিপোষ্ট করে দিবেন।

শেয়ার রিপোস্ট করার অনুরোধ করছি!বাসর ঘরে অর্ধ উ,, লঙ্গ অবস্থায় শুয়ে আছে অধরা। চোখ দিয়ে টপটপ জল গড়িয়ে পড়ছে।~~~কিছুক্ষণ আগে...
01/10/2025

শেয়ার রিপোস্ট করার অনুরোধ করছি!

বাসর ঘরে অর্ধ উ,, লঙ্গ অবস্থায় শুয়ে আছে অধরা। চোখ দিয়ে টপটপ জল গড়িয়ে পড়ছে।

~~~

কিছুক্ষণ আগের কথা

বাসর ঘরে লাল বেনারসী পড়ে বসে আছে অধরা।

মাথায় এক হাত পরিমাণ ঘোমটা। ঘরে এসি চলছে তবুও ঘাম ঝরছে কপাল বেয়ে। সাথে চোখ দিয়েও টুপটাপ জল ঝরছে। নিজের পড়াশোনা, নিজের স্বপ্ন সব তাকে বিসর্জন দিতে হলো।

ভীষণ পে,টে ব্যা,থা উঠেছে অধরার। ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পরেই বাহিরে বের হয়ে এলো।

মনে মনে,

-একি! আমার যে পিরিয়ড হয়েছে, এখন উপায়? ন্যাপকিন নেই তো?

তারপরও কিছুক্ষণ ব্যাগে খুঁজলো, অবশেষে পেয়েও গেল।

একাই বিরবির করছেযাক মা ভাগ্যিস মনে করে দিয়েছিল। না হলে কি হতো? কিন্তু এই অবস্থাই এইভারি কাপড় পড়ে যে আর কতক্ষন থাকতে হবে কে জানে? পেট ব্যাথার কারণে তো থাকাও সম্ভব হচ্ছে না।

মুখ বেজার করে একই ভাবে ঘোমটা দিয়ে আবারো বসলো অধরা। কিন্তু মানুষটা কোথায়? অনেকক্ষণ কেটে গেল।

অধরা হঠাৎ ঘড়ির টিংটিং আওয়াজে আওয়াজে ঘোমটা তুললো। পর্যবেক্ষণ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ২ টা বাজে। এবার অধরা বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো। পেট ব্যাথায় তার জান যেন বেরিয়ে যায়। ব্যাগ থেকে থ্রি পিস বের করলো। ওয়াশ রুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে ঘড়ির কাঁটা ২:৩০ ছুঁই ছুঁই। বিছানায় গা এলিয়ে দিলো। সারাদিনের ধকলে চোখ জোড়া লেগে গেল।

222

অধরা সবে অষ্টম শ্রেণীতে পড়ে। বাবা মায়ের কথা রাখতেই নিজেকে বিসর্জন দিয়ে দেয়।

তালুকদার বংশের মেয়ে অধরা। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় তাদের আধিপত্য। বন্যায় বিলীন হয় তাদের সহায় সম্পত্তি। ভাই না থাকায় বাবার একার রোজগারেতাই ভালো পাত্র হাত ছাড়া করতে চান নি আয়মান তালুকদার। (অধরার বাবা)

ছোট্ট মেয়েটিকে বলির পাঁঠা করতে তার হৃদয় কাঁপে নি একবারও।

~~~

বাবা মার একমাত্র সন্তান সাদমান চৌধুরী। এসসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারি। পড়াশোনা শেষে বাবার ব্যবসাতেই মনোযোগী হন।

উচ্চতা প্রায় ছয় ফিট। গায়ের রং ফর্সা। কিন্তু চেহাড়াই অন্যরকম এক রাগ। অল্পেই রেগে যাওয়া তার স্বভাব।

চুলগুলো ছোট কিন্তু গোছানো।

সাদমান বাশর ঘরে ঢুকে দেখে অধরা ঘুমিয়ে পড়েছে।

সাদমান অধরাকে ঘুমন্ত অবস্থায় দেখে অধরার........

গল্পটা ভালো লাগলে একটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন!

বিয়ে করছি আড়াই বছর হলো, আমার দেবর কে আমি ছোট ভাইয়ের মতো দেখি। বয়সে প্রায় আমার সমবয়সী হবে। সে আমাকে অনেক পছন্দ করে।ভাবি ড...
30/09/2025

বিয়ে করছি আড়াই বছর হলো, আমার দেবর কে আমি ছোট ভাইয়ের মতো দেখি। বয়সে প্রায় আমার সমবয়সী হবে। সে আমাকে অনেক পছন্দ করে।

ভাবি ডাকে না "আপু"বলে ডাকে। তো সে সব সময় আমার কথায় কাজে মুগ্ধ থাকে। আমি ওদের সাথে থাকি না, বাবার বাড়ি থাকি। প্রায় সময় ফোন দেয় আমাকে, কথা বলে।

আমি একটু মিশুক স্বভাবের শশুর বাড়িতে সবাই আমার খুব নাম করে। তো আমার দেবর এইগুলোর প্রশংসা করে। আমারে নাকি অনেক মায়া। আমার মত একটা মেয়ে বিয়ে করবে নাকি সে। এরকম আর কি। আমার হাজবেন্ড ও আমার সাথে থাকে না, আমি বাবার বাড়ি থাকি আপাতত।

কিছুদিন পর চলে যাবো হাজবেন্ড এর কাছে।

শ্বশুরবাড়ি একটু গ্রাম সাইডে হওয়ায় ঐখানে রাখেনা আমাকে, আমার হাজব্যান্ড।

এখন আসি আসল কথায়। দিন দিন মনে হচ্ছে আমার দেবর আমার প্রতি দু"র্ব"ল হচ্ছে,,, ওর ভাইয়ের সাথে ঝ"গ"ড়া লেগে মাঝে মাঝে শেয়ার করতাম। বিশেষ করে কয়দিন আগে ওর ভাইয়ের সাথে আমার ঝ""গ"ড়া হয়,, তখন সে বলে-"আমার ভাই আপনাকে ছেড়ে দিলে, আমি নিয়ে যাব গা আপনাকে "!"দুষ্টুমি করেই বলে। "কিন্তু আমার কথাটা খুব গা""য়ে লাগে। যতই আপু আপু করুক, ওর ভেতরে মনে হচ্ছে অন্য কিছু আছে। ইদানিং চেয়ে বেশি বেশি ফোন দিচ্ছে। মেসেজও দিতে থাকে। রিতে না দিলে বাল লেট করলে বলতে থাকে -:কি করতেছেন আপু? অন্য কারো সাথে কথা বলতেছেন??. আমার ভাইকে রেখে??"

যখন তখন ভিডিও কল দেয় বাবুকে দেখবে বলে। অডিও কল দিলে কল রাখতে চায় না। কাজ আছে বলে বলে -"লাইনে থাকি একটু। "কাজ করে আসেন... মাঝে মাঝে এই স্ক্রিন শেয়ার দিতে বলেন, আপু আপনি কারো সাথে কথা বলেন কিনা দেখি।

আমি প্রথম প্রথম বুঝতাম না, দিয়ে দিতাম। এখন মনে হচ্ছে এটা খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আমার হাজব্যান্ড দূরে থাকে, সে আসলে সব বলব। দূরে থেকে এত কিছু বুঝাতে পারবোনা। রা"গী মানুষ। উলটা আমাকেই ভুল বুঝতে পারে।! আর ভাইকে অনেক বেশি ভালোবাসে। সে আসতে আরো মাসখানেক সময় আছে। কিন্তু এই সময়ের মধ্যে আমি এই ছেলেরা থেকে দূরত্ব বাড়াতে চাই। আমার সাথে খা"রা"প কিছু সে কখনো এই করতে পারবে না এতোটুকু জানি। কিন্তু আমি ওর সাথে দূরত্ব বাড়াতে চাই।কিন্তু কিভাবে পারব সেটা?

আমি তাকে ছোট ভাই হিসেবে খুব স্নেহ করতাম। সব কথা রাখার চেষ্টা করতাম। কিন্তু তাকে আমার এখন বি'ষে"র মত মনে হচ্ছে। মনে হচ্ছে একটা সময় সে আমার সংসার ভা"ঙ্গা"র কারণ হবে। নাগিনতে পারতেছি, না ছাড়তে পারতেছি।

দয়া করে একটু বলে দেন কি করলে এর পিছু সড়াইতে পারবো?

একটি শিক্ষনীয় গল্প। বিস্তারিত পড়ুন ক্যাপশনেএকটি শিক্ষণীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন!!একবার এক র...
29/09/2025

একটি শিক্ষনীয় গল্প। বিস্তারিত পড়ুন ক্যাপশনে

একটি শিক্ষণীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন!!

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জঙ্গলে।

১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল।

২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো।তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না।৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না।

যেই কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন।

* এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো:-

যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে, পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো।শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।

একদম চুপ হয়ে যান! বিস্তারিত পড়ুন ক্যাপশনে১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২. কেউ যন্ত্রণা দিচ্ছে?চুপ হয়ে যান।৩...
29/09/2025

একদম চুপ হয়ে যান! বিস্তারিত পড়ুন ক্যাপশনে

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?

- চুপ হয়ে যান।

২. কেউ যন্ত্রণা দিচ্ছে?

চুপ হয়ে যান।

৩. কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?

চুপ হয়ে যান।

৪. কোন মানুষ অনেক অপমান করছে?

- চুপ হয়ে যান।

৫. কেউ ঠকিয়ে গেছে?

চুপ হয়ে যান।

৬. কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?

চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন! বিস্তারিত পড়ুন ক্যাপশনেঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব...
29/09/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন! বিস্তারিত পড়ুন ক্যাপশনে

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫. গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট, মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়,৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮. লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯. যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০. হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন, সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।

Suzuki bike.
29/09/2025

Suzuki bike.

বাংলাদেশী নতুন ১০০০ টাকার নোট।
28/09/2025

বাংলাদেশী নতুন ১০০০ টাকার নোট।

যে ঘরে ছোট ছেলে মেয়ে শিশু থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাগন থাকেন।
27/09/2025

যে ঘরে ছোট ছেলে মেয়ে শিশু থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাগন থাকেন।

কিশোরগঞ্জে ভক্তদের ভালোবাসায় সিক্ত হিরো আলম ও রিয়া মনি।
27/09/2025

কিশোরগঞ্জে ভক্তদের ভালোবাসায় সিক্ত হিরো আলম ও রিয়া মনি।

Address

Nagar, Dengri, Dowbari, Gowainghat
Sylhet
3150

Alerts

Be the first to know and let us send you an email when RJN Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJN Tv:

Share