Journey To Jannah

Journey To Jannah Islamic Content Creator

আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ....
07/10/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ....

Inshallah❤️
27/09/2023

Inshallah❤️

Today's Best Photo শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️                            •    
15/09/2023

Today's Best Photo

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️























আলহামদুলিল্লাহ❤️❤️❤️
07/09/2023

আলহামদুলিল্লাহ❤️❤️❤️

Sabr, Good days are coming In’Sha’Allah.
05/09/2023

Sabr, Good days are coming In’Sha’Allah.

স্ত্রী সন্তানসহ একই পরিবারের চারজন হিন্দু ধর্মালম্বীর ইসলাম ধর্ম গ্রহণ  ➽➽➽➽➽নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজ...
03/09/2022

স্ত্রী সন্তানসহ একই পরিবারের চারজন হিন্দু ধর্মালম্বীর ইসলাম ধর্ম গ্রহণ
➽➽➽➽➽
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজন হিন্দু ধর্মালম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ জেলেপাড়া এলাকার হযরত শাহজালাল (রহ) জামে মসজিদে জুমার নামাজের আগে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের কালেমা পাঠ করান মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ) জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহজাহান, মো শহিদউল্লাহ, ডা, ইবরাহিম আ. আউয়াল, মো. মোখলেছুর রহমানসহ অসংখ্য মুসল্লি।

অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার সুবল চন্দ্র দাস (৩৬) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন রফিকুল আলম। তার স্ত্রী লক্ষ্মী রানী দাসের (২৮) স্থলে মরিয়ম বেগম, তার ছোট মেয়ে অরাদ্ব দাসের (৬) স্থলে আয়েশা জান্নাত আক্তার ও তার বড় ছেলে লিয়ন দাসের (১০) স্থলে মো. বায়েজিদ নাম রেখেছেন।

এ বিষয়ে রফিকুল আলম জানান, আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনাপ্ররোচনায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেউ আমাকে ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেনি। আমরা বাকিটা জীবন ইসলাম ধর্মের সব বিধিবিধান মেনে চলব।

হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ কমিটি প্রধান উপদেষ্টা মো. শাহজাহান জানান, রফিকুল ইসলাম সপরিবারে ইসলামের ছায়তলে এসে দাঁড়িয়েছেন। তাদের সব বিপদে আপদে আমরা সবাই পাশে দাঁড়াব। সার্বিকভাবে আমরা তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করব।

14/08/2022
অভাবের কারণে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে  বাজারে নিয়ে আসলেন মা।দামঃ ১২০০০ টাকা। কথাটি শুনতে অবাক লাগলেও হৃদয়বিদারক...
12/08/2022

অভাবের কারণে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে বাজারে নিয়ে আসলেন মা।
দামঃ ১২০০০ টাকা। কথাটি শুনতে অবাক লাগলেও হৃদয়বিদারক এমন ঘঠনাটি ঘঠে আজ।

-আজ সকালে খাগড়াছড়ি বাজারে মহিলাটি ছেলের দাম নির্ধারন করে ১২০০০ টাকা। জানামতে কেউ একজন ৫০০০ টাকার বিনিময়ে ছেলেটি নিতে চান। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে কমলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়্যারম্যান বাবু সুনীল চাকমার সহধর্মীনি ছেলেটিকে তাদের দ্বায়িত্ব তুলে নেন। ।

চারিদিকে শুধুই অভাব।এখন একদল আসবে আমাদের উন্নয়ন গিলে খাওয়াতে।

- Shahidullah Shahid😶

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Journey To Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journey To Jannah:

Share