05/10/2025
জামেয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী
আশরাফুল ইসলাম রুহিন গত রাত থেকে তার পেঠে ব্যাথা অনুভব হয়, আজ (০৬/১০/২০২৫ ইং তারিখে) দুপুরের দিকে ব্যাথা প্রবল হওয়ায় জামেয়ার হিফজ বিভাগের দুইজন শিক্ষক তাহাকে প্রথমে সিলেট নর্থইস্ট মেডিকেলে নিয়ে যান, ডাক্তাররা দেখেন,পরে তাহাকে নিয়ে যাওয়া হয় সিলেট হেলথ কেয়ার হাসপাতালে, এখান থেকে পরিক্ষার জন্য নিয়ে যান, কমফোর্ট হাসপাতালে, পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারগন appendicitis র ব্যাথা সনাক্ত করে জরুরী অপারেশনের পরামর্শ দেন, অপারেশন করার জন্য আবারো হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন ঘন্টা খানেক পরে অপারেশন করা হবে, এই খবর চলে যায় জামেয়ার সম্মানিত মুহতামীম সাহেবের কাছে, হুজুর অনেক ব্যস্ততার মধ্য দিয়েই অপারেশনের খবর শুনা মাত্র চলে যান হেলথ কেয়ার হাসপাতালে, এমন একজন দরদী শিক্ষক + অভিবাক পেয়ে জামেয়ার ছাত্ররা সর্বদা আনন্দিত, আল্লাহ পাক আমাদের জামেয়ার সুনামধন্য মুহতামীম ও শায়খুল হাদীস হযরত মাওলানা মুজিবুর রহমান কাসীমি হাফিঃ এর ছায়া ছাত্রদের উপর দীর্ঘায়ু করুন।