জামেয়া দারুল হুদা সিলেট

জামেয়া দারুল হুদা সিলেট ♦ ৫ম শ্রেণি-মাস্টার্স (হাদীস বিভাগ)
♦ নাজেরাহ, সবক ও হিফজ তাকমীল।

জামেয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রুহিন গত রাত থেকে তার পেঠে ব্যাথা অনুভব হয়, আজ (০৬/১০/২০২৫ ইং তারিখে) দুপু...
05/10/2025

জামেয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী
আশরাফুল ইসলাম রুহিন গত রাত থেকে তার পেঠে ব্যাথা অনুভব হয়, আজ (০৬/১০/২০২৫ ইং তারিখে) দুপুরের দিকে ব্যাথা প্রবল হওয়ায় জামেয়ার হিফজ বিভাগের দুইজন শিক্ষক তাহাকে প্রথমে সিলেট নর্থইস্ট মেডিকেলে নিয়ে যান, ডাক্তাররা দেখেন,পরে তাহাকে নিয়ে যাওয়া হয় সিলেট হেলথ কেয়ার হাসপাতালে, এখান থেকে পরিক্ষার জন্য নিয়ে যান, কমফোর্ট হাসপাতালে, পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারগন appendicitis র ব্যাথা সনাক্ত করে জরুরী অপারেশনের পরামর্শ দেন, অপারেশন করার জন্য আবারো হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন ঘন্টা খানেক পরে অপারেশন করা হবে, এই খবর চলে যায় জামেয়ার সম্মানিত মুহতামীম সাহেবের কাছে, হুজুর অনেক ব্যস্ততার মধ্য দিয়েই অপারেশনের খবর শুনা মাত্র চলে যান হেলথ কেয়ার হাসপাতালে, এমন একজন দরদী শিক্ষক + অভিবাক পেয়ে জামেয়ার ছাত্ররা সর্বদা আনন্দিত, আল্লাহ পাক আমাদের জামেয়ার সুনামধন্য মুহতামীম ও শায়খুল হাদীস হযরত মাওলানা মুজিবুর রহমান কাসীমি হাফিঃ এর ছায়া ছাত্রদের উপর দীর্ঘায়ু করুন।

01/10/2025

🪴জামেয়ার হিফজ বিভাগের ছাত্রদেরকে সরাসরি প্রজেক্টরের মাধ্যমে বিখ্যাত ক্বারিদের তিলাওয়াত শুনানো হয়ে থাকে এ ভাবেই প্রতিনিয়ত।

01/10/2025

🔴লাইভ

হিফজ শাখার ছাত্রদেরকে প্রজেক্টর এর মাধ্যমে শুনানো হচ্ছে বিশ্বনন্দিত ক্বারি শেখ আইয়ুব এর কন্ঠে কোরআনুল কারিমে তিলাওয়াত।

🇧🇩হিফজ ছাত্রদের স্কুল শিক্ষা 🕕🔵জামেয়া দারুল হুদা সিলেট,পশ্চিম মোমিন খোলা গালিম পুর রোড বাইপাস সংলগ্ন,💐আপনি একজন সচেতন অভ...
30/09/2025

🇧🇩হিফজ ছাত্রদের স্কুল শিক্ষা 🕕

🔵জামেয়া দারুল হুদা সিলেট,পশ্চিম মোমিন খোলা গালিম পুর রোড বাইপাস সংলগ্ন,

💐আপনি একজন সচেতন অভিবাক হিসাবে আপনার ইচ্চা সন্তানকে হিফজের পাশাপাশি স্কুল শিক্ষায় ,শিক্ষিত করবেন কিন্তু এমন প্রতিষ্ঠান খুজে পাচ্ছেন না,

💐আলহামদুলিল্লাহ আমরা আপনার চিন্তা উপলব্ধি করে এক অভিনব পদ্ধতিতে দিয়ে আসছি হিফজ শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষা,যা অর্জন করতে হিফজ শিক্ষায় কোন ধরনের বাঁধা সৃষ্টি হচ্ছে না,

💐আপনি জেনে অনেক আনন্দিত হবেন যে আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছর জানুয়ারী মাস থেকে শুরু করে মাদ্রাসার দিত্বীয় সাময়িক পরিক্ষা পর্যন্ত এ রটিন চলমান থাকে,

💐চলিত বছর জানুয়ারী মাস থেকে শুরু হয়ে গতকাল ২৯/ ০৯/ ২০২৫ ইং তারিখে পরিক্ষার মাধ্যমে সমাপ্তি হলো হিফজ ছাত্রদের স্কুল শিক্ষা,

💐যাদের থেকে অনেকেই সরকারি ভাবে class 6 এর রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন করেছেন,

🔴সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে,
💐ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনার সন্তানকে হিফজ শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষায় শিক্ষিত করে তুলতে।

🍁 যোগাযোগ 🍁
মাও ঃ মুজিবুর রহমান কাসীমি
মুহতামীম ঃ অত্র জামেয়া
মোবাইল 01772910578

মাশাআল্লাহ। জামেয়া দারুল হুদা সিলেট এর হিফয নাযেরাহ বিভাগের আম মশক্ব চলছে। জামেয়ার নাযেরাহ ক্লাসে ছেলেদের যোগ্যতা অনুসার...
29/09/2025

মাশাআল্লাহ।
জামেয়া দারুল হুদা সিলেট এর হিফয নাযেরাহ বিভাগের আম মশক্ব চলছে।
জামেয়ার নাযেরাহ ক্লাসে ছেলেদের যোগ্যতা অনুসারে ন্যাশনাল কারিকুলাম ও ক্লাস ভিত্তিক পাঠ দান করা হয়।
রমজান ও ডিসেম্বর দুই টার্মে ভর্তি করা হয়।
হিফযের পাশাপাশি স্কুল সিলেবাস পড়াতে ইচ্ছুক অভিভাবক গণ যোগাযোগ করতে পারেন।
০১৭৭২৯১০৫৭৮

জামেয়া দারুল হুদা সিলেট এর সদরুল মুদাররিসীন ও নাজিমে তা'লিমাত হজরত মাওলানা আব্দুল্লাহ ক্বাসিমী সাহেবের আম্মা আজ বাদ আসর ...
13/09/2025

জামেয়া দারুল হুদা সিলেট এর সদরুল মুদাররিসীন ও নাজিমে তা'লিমাত হজরত মাওলানা আব্দুল্লাহ ক্বাসিমী সাহেবের আম্মা আজ বাদ আসর ইন্তেকাল করেছেন। انا لله و انا اليه راجعون
মরহুমার নামাজে জনাযা আগামী কাল সকাল দশ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা মহীয়সী মহিলা কে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাক্বাম নসীব করুন। শোক সন্তপ্ত পরিবার পরি জনকে সবরে জামীলের তৌফিক দান করুন আমিন।
الله يرحمها ويغفر لها ويسكنها فسيح جناته مع الصديقين والأبرار وعظم الله اجركم واحسن الله عزائكم

14/08/2025

সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল ১৫ ই আগষ্ট রোজ শুক্রবার বিকেল থেকেই জামেয়ার হিফজ ও কিতাব বিভাগ খোলা💐

07/08/2025

আগামী ১৫ ই আগষ্ট রোজ শুক্রবার বিকেল পর্যন্ত জামেয়ার হিফজ ও কিতাব বিভাগ বন্ধ ঘোষণা করা হয়েছে💐

06/08/2025 ইংসকাল ৯ টা থেকে শুরু হলো জামেয়ার হিফজ বিভাগের প্রথম সাময়িক পরিক্ষা।
06/08/2025

06/08/2025 ইং
সকাল ৯ টা থেকে শুরু হলো জামেয়ার হিফজ বিভাগের প্রথম সাময়িক পরিক্ষা।

05/08/2025

🇧🇩🇧🇩[৪]
জামেয়ার তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম রুহিনের কন্ঠে কোরআনুল কারিমে তিলাওয়াত,

আমাদের জামেয়ার হিফয শাখা ও কিতাব বিভাগের সকল আপডেট জানতে পেইজটি
ফলো দিয়ে সাথে থাকুন। 🪴🪴🪴

04/08/2025

🔵নাম্বার [৩]🪴
জামেয়ার হিফজ বিভাগের শিক্ষার্থি
মোহাম্মদ ইখলাক্ব উদ্দিন
এর কন্ঠে কোরআনুল কারিমের তিলাওয়াত🪴

🌾শেয়ার করুন যাহাতে সবাই কোরআনের আওয়াজ শুনতে পায় 🪴

মাদ্রাসার সকল আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন

Address

পশ্চিম মোমিনখলা, গালিমপুর রোড, বাইপাস, দক্ষিণ সুরমা, সিলেট।
Sylhet

Telephone

+8801772910578

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামেয়া দারুল হুদা সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share