আর-রহমান মিডিয়া

আর-রহমান মিডিয়া ইসলামের সাথে সবসময়
(1)

02/12/2024

জ্বি এটিই তাদের চরিত্র।

#আররহমান #ইসলাম #ইসলামিক #নতুন

প্রথমালুনামা।
26/11/2024

প্রথমালুনামা।

26/11/2024

ভারতে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪, জামায়াতের প্রতিবাদ।

বিস্তারিত কমেন্টে 👇

26/11/2024

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি মুঘল আমলের জামে মসজিদে জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন মুসলিম নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। রাজ্যের সম্বল জেলায় রোববার (২৪ নভেম্বর) সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, মসজিদটির যে জায়গায় অবস্থিত তা নিয়ে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষের দাবি, যে স্থানে মসজিদটি অবস্থিত সেখানে আগে একটি মন্দির ছিল। অর্থাৎ, হিন্দু মন্দিরের জায়গায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে দাবি তাদের। পরে আদালত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জরিপ পরিচালনার নির্দেশ দেয়। ওই জরিপ চলাতে গেলেই এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববারের এই ঘটনার তীব্র নিন্দা ও জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের উত্তর প্রদেশের সম্বলে মুঘল আমলের একটি জামে মসজিদকে হিন্দুরা পূর্বে মন্দির ছিল দাবি করে। সেখানে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দেয়, পরে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লি নিহত ও অনেক মুসল্লি আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, 'ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদরাসা ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবি জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকারের এহেন গর্হিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমানগণ উদ্বিগ্ন।'

গোলাম পরওয়ার বলেন, 'মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকারে ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'

26/11/2024

প্রথম আলোর মতিউর ও ডেইলি স্টারের মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির
বিস্তারিত কমেন্টে 👇

26/11/2024

নভেম্বর ২৫, ২০২৪

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে অবিলম্বে জুলুমের দায়ে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

সোমবার (২৫ নভেম্বর) কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো অফিসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর প্রশাসন কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে নেতাদ্বয় বলেন, প্রথম আলো অফিসের সামনে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন, তাদের সাথে আলোচনায় না বসে উল্টো যৌথবাহিনীকে দিয়ে হামলা করানোর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহিংসতা উস্কে দেয়ার দায় নিয়ে সরকারকে শান্তি ফিরিয়ে আনতে হবে। ভিডিওতে চিহ্নিত হামলাকারী পুলিশ সদস্য ও হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

তারা বলেন, বিবিসি, সিএনএন ও নিউইয়র্ক টাইমস- এর মতো পাশ্চাত্য গণমাধ্যমগুলোর প্রধান কার্যালয়ের সামনেও প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার নজির রয়েছে। এটি অস্বাভাবিক কিছু নয়। সরকারকে মনে রাখতে হবে, নির্বিঘ্নে জনসভা ও মতপ্রকাশের অধিকারে আঘাত চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনারবিরোধী।

তারা আরও বলেন, আমরা প্রথম আলো ও ডেইলি স্টারকে পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে এদেশে ভারত ও আমেরিকার ওয়ার অন টেরর এজেন্ডার অন্যতম সারথী মনে করি। এদেশে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক ক্ষমতা ও সাংস্কৃতিক প্রভাব দমনকল্পে তাদের গোয়েন্দা সংস্থার যোগসাজশে ‘জঙ্গি’রূপে চিত্রিত করতে পত্রিকা দুটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর ফলে গত দেড় দশক ধরে মিথ্যা ‘জঙ্গি’ অপবাদে অসংখ্য মাদরাসাছাত্র, আলেম-ওলামা ও ইসলামপন্থীকে কারাগার ও রিমান্ডে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছে। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমনকি প্রমাণহীনভাবে কোনো কোনো সেনাসদস্যকেও ‘জঙ্গি’ অপবাদ দিয়ে তাদের জীবন বিপন্ন করেছে প্রথম আলো।

তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে কেন জনরোষ গড়ে উঠেছে তা সরকার ও নাগরিক সমাজকে আন্তরিকভাবে বুঝতে হবে। ২০১৩ সালের ৫ মে হেফাজতের ওপর যখন ফ্যাসিস্ট হাসিনার দলীয় ও রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করে, তখন আমাদের ন্যায্য প্রতিরোধকে ‘তাণ্ডব’ আখ্যা দেয় প্রথম আলো। ২০০৭ সালে পত্রিকাটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে গণরোষের মুখে ক্ষমা চেয়েছিল। এদেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে ভারতের দালালি করে টিকে থাকা যাবে না। ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি। তার দোসররাও পারবে না, ইনশাআল্লাহ।

ইনসাফ ২৪

26/11/2024

খুব শীঘ্রই কালো তালিকা থেকে বাদ দেওয়া হবে আফগানিস্তানের নাম : রাশিয়া
বিস্তারিত কমেন্টে 👇

26/11/2024

নভেম্বর ২৬, ২০২৪

খুব শীঘ্রই ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নাম কালো তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। সেই সাথে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে মস্কো। ‌

সোমবার (২৫ নভেমবর) আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু।

এই বৈঠকে, আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদার, ডেপুটি অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা বিভাগের একজন সদস্য।

বৈঠকে, কাবুল ও মস্কের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, বাণিজ্য ও ট্রানজিট সুবিধা এবং আফগানিস্তানে রাশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে উভয়পক্ষ।

সূত্র: তোলো নিউজ

26/11/2024

ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক
বিস্তারিত কমেন্টে 👇

26/11/2024

ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক

২৩ নভেম্বর ২০২৪

পরিবেশগত কারণে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের (কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক) বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২৩ নভেম্বর) সিলেটে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান তিনি। সিলেট মৎস্য অধিদপ্তরের আয়োজনে নগরীর একটি কনভেনশন হলে ‘হাওরে মৎস্য সম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ। ফলে পানিপ্রবাহ ব্যাহত হয়েছে।

তিনি বলেন, সিলেটের নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও বিভাগটিকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের (কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক) বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে। এজন্য আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এর আগে, কর্মশালায় দেশের হাওর অধ্যুষিত সাতটি জেলা থেকে আগত মৎস্য সম্পদের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওর ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তারা।

আরটিভি

#নিউজ

26/11/2024

রাষ্ট্রকে বড়সড় পরিবর্তন করার কথা ভাবছে সংস্কার কমিশনগুলো
বিস্তারিত কমেন্টে 👇

26/11/2024

রাষ্ট্রকে বড়সড় পরিবর্তন করার কথা ভাবছে সংস্কার কমিশনগুলো
অনলাইন প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪

দেশে অন্তর্বর্তী সরকারের দ্বারা গঠিত বেশ কয়েকটি 'সংস্কার কমিশন' বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো।

রাষ্ট্র সংস্কারে এখন পর্যন্ত মোট দশটি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো।

কাজ শুরুর পর সংবিধান সংস্কার বিষয়ক কমিশন জানিয়েছে, পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক হারে ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোসহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ এসেছে ।

বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ, প্রবাসীদের ভোট দেয়ার বিধান চালু, ইভিএম বাতিলসহ বেশ কিছু আইনে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন সংস্কার কমিশন।

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “আমরা যে সব বিষয় সংস্কারের কাজ শুরু করেছি সেটি বাস্তবায়ন করা গেলে আগামীতে স্বাধীন নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচন সম্ভব”। যদিও এরই মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে তার ভিত্তিতেই সংস্কার কাজ চূড়ান্ত করছে সরকারের বিভিন্ন কমিশনগুলো।

সংস্কার কমিশন সংবিধান পুনর্লিখনে হাত দেয় তাহলে এসব প্রস্তাবনার অনেক কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে এমন শঙ্কাও দেখা যাচ্ছে। তাই কমিশনগুলোর সাথে আলাদাভাবেও বৈঠক করছে সংবিধান সংস্কার কমিশনকে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, “আমরা চেষ্টা করবো যাতে আমাদের প্রস্তাবনাগুলোয় সামঞ্জস্য থাকে। পরস্পরবিরোধী না হয়। সেই বিবেচনায় থেকে সেই কাজ করবো”।

তবে শেষ পর্যন্ত এসব প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর সায় না মিললে এই উদ্যোগ কতখানি সফল হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে।

কেননা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনগুলো সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার। পরে সবার ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে।

দৈনিক জনকণ্ঠ

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when আর-রহমান মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share