23/08/2025
জীবন থেকে ত্রিশ বছর বিদায়। সাংসারিক জীবনের ৫ বছর। ছেলের বয়স দুই মাস পরে ৪ বছর হয়ে যাবে। এভাবে খুব দ্রুত হায়াৎ ফুরিয়ে যাচ্ছে মৃত্যু নিকটবর্তী হচ্ছে। হিসাবের খাতায় সবকিছুই অগোছালো। আল্লাহর সামনে দাঁড়ানোর উল্লেখযোগ্য কোন অর্জন নাই। অন্তরে শুধু এই বিশ্বাস ও আশা আল্লাহর রহমত এবং রাসূলের শাফায়াত ছাড়া মুক্তির উপায় নেই।
গতকাল যারা জন্মদিন উপলক্ষে স্মরণ করেছেন এবং দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সকলের দুনিয়া আখেরাতের শান্তি ও কল্যাণ দান করুন। সকল অকল্যাণ থেকে হেফাজত করুন। আন্তরিক দোয়ায় শামিল রাখবেন।