Ahnaf Kays

Ahnaf Kays ইসলামিক ভিডিও 'র জগতে আপনাকে স্বাগতম।
Like,comments,follow & share দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্...
26/07/2025

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…
পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।

ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”

স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…

এক মুহূর্তেই সব শেষ।

একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…



এই দুর্ঘটনার কারণ?

রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।



গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন।
যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।



💬 আপনারা সবাই এ ধরনের একটি সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী বিষয় জানুন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা পোস্ট কারো প্রাণ বাঁচাতে পারে।

[সংবেদনশীলতা ও সচেতনতা ছড়িয়ে দিন — কারণ ছোট সতর্কতা বড় দুর্ঘটনা রোধ করতে পারে]

মধু এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যার মধ্যে প্রচুর পরিমাণে সুগার (গ্লুকোজ এবং ফ্রুকটোজ) থাকে। এই সুগারের উচ্চ ঘনত্...
24/07/2025

মধু এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যার মধ্যে প্রচুর পরিমাণে সুগার (গ্লুকোজ এবং ফ্রুকটোজ) থাকে। এই সুগারের উচ্চ ঘনত্ব মধুর মধ্যে পানির পরিমাণ খুব কম রাখে, যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বৃদ্ধি প্রতিরোধ করে।

এছাড়া, মধুর pH স্তরও (৫.৫-৬) ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণুর জন্য অনুকূল নয়। মধুতে কিছু প্রাকৃতিক এনজাইম (যেমন: গ্লুকোজ অক্সিডেজ) থাকে যা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, যা জীবাণুর বিরুদ্ধে কাজ করে।

তবে, মধু যদি বাতাসের মধ্যে আর্দ্রতা শোষণ করতে শুরু করে বা যদি অতিরিক্ত জল মিশে যায়, তখন তা নষ্ট হতে পারে। অন্যথায়, সঠিকভাবে সংরক্ষণ করলে মধু বছরের পর বছর ভালো থাকে।

ছেলের কবরের পাশে শুয়ে আছে মা🥲 আমার ছেলে আমার পাশে ঘুমাতো😭 ও একা একা কেমন করে ঘুমাবে🥲 ওতো একা ঘুমাতে পারে না 🥲 তাই ছেলের ...
24/07/2025

ছেলের কবরের পাশে শুয়ে আছে মা🥲 আমার ছেলে আমার পাশে ঘুমাতো😭 ও একা একা কেমন করে ঘুমাবে🥲 ওতো একা ঘুমাতে পারে না 🥲 তাই ছেলের না ফেরা দেশে চলে যাওয়াতে মা ও চলে গেলেন না ফেরার দেশে😭🥲 পাশাপাশি দুটি কবর মা আর ছেলের। দুজন দুজনের পাশে শুয়ে আছে 😭🥲

24/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দূ*র্ঘটনা!।
#মাইলস্টোন #বিমানদূর্ঘটনা

তিনটি কফিন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন। বিমান দু'র্ঘটনার ভয়াল আ'গুন ...
24/07/2025

তিনটি কফিন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন।

বিমান দু'র্ঘটনার ভয়াল আ'গুন কেড়ে নিলো তাদের হাসিমুখ।
জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রার্থনা যেন ছা'ই হয়ে গেলো এক মুহূর্তে।

এক বাবা নিজের হাতে দা'ফন করলেন তিনটি সন্তানের নি*থর দেহ।
আজ এক মা স্তব্ধ, নিস্তব্ধ, শুন্য… তার কোলের আলো নিভে গেছে চিরতরে।
আর কখনো তারা "মা", "বাবা" ডাক শুনবেন না।

তারা শুধু সন্তান হারাননি, বাংলাদেশ তার ভবিষ্যৎ হারালো ❞
আজকের শিশু, আগামী দিনের সূর্য। আর আমরা কি তাদের বাঁচাতে পারছি?

জবাব চাই, দায় কোথায়? ব্যবস্থাপনা কোথায়? সচেতনতা কোথায়?
আহারে জীবন… কত অমূল্য, আর কত অনিরাপদ।

আজকের সেরা ফটো।
16/07/2025

আজকের সেরা ফটো।

অত্যন্ত সুন্দর একটি মসজিদ।এটি মুসলিমদের পবিত্র এবাদাতের জায়গা।
15/07/2025

অত্যন্ত সুন্দর একটি মসজিদ।
এটি মুসলিমদের পবিত্র এবাদাতের জায়গা।

কাদা ছুড়াছুড়ি আর বর্ব'র'তার রাজনীতি চাইনা।
15/07/2025

কাদা ছুড়াছুড়ি আর বর্ব'র'তার রাজনীতি চাইনা।

আজ পবিত্র জুমু'আর দিন।     #জুমারফযিলত
11/07/2025

আজ পবিত্র জুমু'আর দিন।
#জুমারফযিলত

আসসালামু আলাইকুম প্রিয় Follower's ভাই-বোনেরা।  kays পেইজের পক্ষ হইতে আপনাদের জানাচ্ছি শুভ কামনা। যে যেখানে থাকবেন ভালো থ...
17/10/2024

আসসালামু আলাইকুম প্রিয় Follower's ভাই-বোনেরা। kays পেইজের পক্ষ হইতে আপনাদের জানাচ্ছি শুভ কামনা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

02/10/2024

Feedings kids

আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমু'আর দিন। আসুন, বেশি করে দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
27/09/2024

আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমু'আর দিন। আসুন, বেশি করে দরুদ শরীফ পাঠ করি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Kays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category