খাগদিওর নবাব বাড়ি

খাগদিওর নবাব বাড়ি আসসালামু আলাইকুম
আমাকে ফলো এন্ড লাইক খমেন্ট সিয়ার করবেন পিলিজ সিলেট

শুভ দুপুর
25/12/2024

শুভ দুপুর

25/12/2024

আসসালামু আলাইকুম

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
15/08/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

11/06/2023

Alhamdulillah

11/06/2023

I gained 5 followers, created 25 posts and received 35 reactions from March to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আমিও ভালো আছি।এটা কোন সিনেমা কিংবা উপন্যাসের গল্প নয়  এটা হচ্ছে একজন রেমিটেন...
22/05/2023

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আমিও ভালো আছি।
এটা কোন সিনেমা কিংবা উপন্যাসের গল্প নয় এটা হচ্ছে একজন রেমিটেন্স যুদ্ধার নাম সাজু তার জীবনের গল্প৷আপনারা হয়তো জানেন কিছু দিন আগে পর্তুগালে সাজু নিজ কক্ষে আত্মহত্যা করেছে ।এই যে মেয়ে আপনারা দেখতেছেন এই মেয়ে হয়েছে তার বিবাহিত স্ত্রী।সাজু ও মেয়েটার পরিচয় ফেসবুক থেকে পরিচয় থেকে পরিণয়, ফেসবুক থেকে সম্পর্ক শুরু এবং ফেসবুকের মাধ্যমে দীর্ঘদিন যাবত তাদের কথাবার্তা হয়ে আসছিল। এবং সেখান থেকে তাদের সম্পর্ক শুরু হয়ে যায় এবং একজন আরেকজনকে ভালবাসতে থাকেন কিছু দিন পরে এই মেয়ে,,সাজু কে বিয়ের প্রস্তাব দেয় এবং সাজু কে বুলিয়ে বালিয়ে বিয়ে তে রাজিও করে পেলে,,,,,মেয়ের পরিবার এবং মেয়ের নানা মিলিয়ে একটা শুভ দিন ধার্য করা হয় বিয়ের।
কিন্তু সাজে থাকতো পর্তুগালে তবে বিয়ে হবে কি ভাবে, মেয়েটা তাকে বুদ্ধি দিল চল আমরা ভিডিও কল অনলাইনের মাধ্যমে বিয়ে করে ফেলি। সাজু মেয়ে টা কে এত টাই ভালোবাসত মেয়েটার প্রতিটা কথা গুরুত্ব সহকারে নিতো। সাজু ও মেয়ে এর কথায় রাজি হয়ে যায়। এভাবে তাদের নতুন জীবন শুরু হয়ে যায় সাজু ও স্বামী হিসেবে যতটুক দায়িত্ব কর্তব্য সব দিকে কিন্তু সে পারফেট ছিল। মেয়ে টার পড়াশোনা এবং একজন স্ত্রীর যতটুকু প্রয়োজন দায়িত্ব সবকিছু সাজু বহন করেছিল ।
কিছুদিন যাবার পর হঠাৎ সাজুকে একটা প্রস্তাব দিল মেয়ে টা, সাজু কে বলেছিল আমি IELTS complete করব এবং আমি লন্ডনে যাব। যুদিন তুমি সম্পূর্ণ খরচ দিয়ে আমাকে সাহায্য কর বিষয় টা সাজু মাথায় নিল এবং ভেবেচিন্তে সে রাজি হয়ে গেল।
সাজু তার স্ত্রী বিষয়টা এভাবেই নিয়েছিল যুদিন IELTS রেজাল্ট ভালো হয়,,তা হলে লন্ডনে আসবে এবং সেখান থেকে সে কিন্তু পর্তুগালে নিয়ে আসবে তার স্ত্রীকে এরকম পরিকল্পনা ছিল সাজুর।
কিন্তু দুঃখের বিষয় সাজুর এই ভালো পরিকল্পনা ভেঙ্গে দিল তার স্ত্রী লুৎফা বেগম।
মেয়েটা ছিল চালাক চতুর এবং খুব লোভী একটা মেয়ে মেয়েটা তার স্বার্থটাই বুঝে সাজুর ভালোবাসাটা বুঝতে পারে নাই।
যখন মেয়ে টা IELTS ভালো রেজাল্ট পেল এবং লন্ডনে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তার মাথায় খারাপ বুদ্ধি চলে আসলো। মেয়েটা কি করল অন্য একটি ছেলেকে নিয়ে যাকে বলে contact marriage করে ছেলেটিকে নিয়ে লন্ডনে যাবে। এ বিষয়ে সাজু জানতে পেরে সে বাধা দিতে লাগলো এক পর্যায়ে এ বিষয় নিয়ে তাদের ঝগড়াও লেগে যায় । মেয়েটার কথা হচ্ছে ছেলেটাকে নিয়ে লন্ডনে যাবে আর সাজুর কথা হচ্ছ তুমি একা লন্ডনে আসবে,এবং আমার যেভাবে সম্ভব আমি পর্তুগালে তোমাকে নিয়ে আসব। সাজু চায়না সে তার স্ত্রী পর পুরুষের সাথে লন্ডনে আসুক।
তার স্ত্রী তার কথা মেনে নেইনি বলে।এ বিষয়ক কে কেন্দ্র করে অভিমানে সে আত্মহত্যা করে!
আমি চাই এর একটা সুষ্ঠ তদন্ত করে আইনের আওতায় এনে সঠিক ভাবে বিচার করা হোক।তা না হলে বেইমান মেয়েদের ফাঁদে পড়ে আত্মহত্যার পথ বেছে নেবে এ রকম ভালো পরিবারের ছেলেরা। আর যেন কোন মায়ের কোল খালি না হয়। আর যেন কোনো মেয়ে এই প্রতারক মেয়ের মত কোন ছেলের সাথে নির্লজ্জ বেহার মতো খারাপ আচরণ না করে । তাই সঠিক বিচার চাই 😢😢

আত্মহত্যা করেছেন।সাজুএই বিষয়ে সাজুর মা বলেন, আমার ছেলে টাকা পায়সা দিয়ে তার স্ত্রী লন্ডন নেয়ার জন্য সকল কাজ করেছে কিন্ত ত...
19/05/2023

আত্মহত্যা করেছেন।
সাজু

এই বিষয়ে সাজুর মা বলেন, আমার ছেলে টাকা পায়সা দিয়ে তার স্ত্রী লন্ডন নেয়ার জন্য সকল কাজ করেছে কিন্ত তার স্ত্রী লুৎফা স্টুডেন্ট ভিসার কথা বলে অন্য ব্যাক্তির সাথে (কন্টাক্ট মেরিজ) চুক্তিবদ্ব বিয়ে করে যুক্তরাজ্যে যাওয়ার পায়তারা করলে সাজু মেনে নিতে পারেনি। কিছুদন আগে আমাকে কল দিয়ে এসব বিষয়ে কথা বলে। আমি তাকে বুঝালেও আর বাঁচিয়ে রাখতে পারিনি। আমার ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার স্ত্রী লুৎফা। আমি এর বিচার চাই।

সাজুর বড় বোন মিলি বেগম জানান, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত ও আত্মহত্মার প্ররোচনার অভিযোগে বৃহস্পতিবার ওসানীনগর থানায় লুৎফার সাথে ভাইয়ের বিয়ের সকল প্রমানসহ একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহন করছে না। আমার ভাই আত্মহত্যা করলেও লুৎফার পরিবারের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা খবর পেয়েছি দুই এক দিনের ভিতরে লুৎফা যুক্তরাজ্যে যাচ্ছে। আমি প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাই বিষয়টি যেন গুরুত্ব দিয়ে আইনি ভাবে দেখা হয়।

এই বিষয়ে জানতে মৃত সাজুর স্ত্রী লুৎফা বেগম ও তার মা ছাবিলা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, সাজু প্রবাসে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। কিন্তু এই বিষয়ে পরিবার ডেথ সার্টিফিকেটসহ অনান্য প্রমানাদী দিতে না পারায় মামলা গ্রহন করা যাচ্ছে না। সঠিক কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

17/04/2023

আল্লাহ বলেছেন যেব্যক্তি আমার ভয়ে১ফোটাচোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন।

17/04/2023

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
সবাই কে অগ্রিম।
***** ঈদ মোবারাক *****

12/04/2023

একটি মশার ভয়ে যদি অপনি মাশারিরভিতরে ঢুকতে পারেন , তাহলে দোজকের আগুনেরভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ??

11/04/2023

assalamu Alaikum All friends

08/04/2023

যে নির্জনে দুই রাকাত নামাজ আদায় করে যা আল্লাহ ও ফেরেশতা ছাড়া আর কেউ জানেনা সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেল।

03/04/2023

Thank you dear friends
For accepting my request
ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন করায় বন্ধুদের সবাইকে শুভেচ্ছা

03/04/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে
5K হওয়া কোন ব্যাপার না।

এতে সকলের উপকার।

01/04/2023

Assalamu Alaikum All friends please follow this page

Address

Sylhet Sodor
Sylhet
3100

Telephone

+8801712891884

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাগদিওর নবাব বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খাগদিওর নবাব বাড়ি:

Videos

Share