ফেনীর অবস্থা ভয়াবহ
©Amer Mokki
ঢাকেশ্বরী মন্দিরে যা বল্লেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি। কানাইঘাট উপজেলা থেকে সিলেট শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা গাছবাড়ী-হরিপুর রাস্তা ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত। বর্তমানে রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করছেনা।
গাছবাড়ী হরিপুর রাস্তার জৈন্তাপুর অংশে মেরামতের কাজ চলছে। সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ।
ভাটোরকোনা সরকারি প্রাথমিক কেন্দ্র সীমাবাজার(৩১৮৩), কানাইঘাট,সিলেট।
সময়-১১:৩০
ঢাকনাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, সীমাবাজার, কানাইঘাট, সিলেট।
সময় - ১২.৪০
সিলেটের ফিলিং স্টেশনে তীব্র গ্যাস-সংকটে যাত্রী ভোগান্তি চরমে
সিলেটে দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসসংকট চলছে। দীর্ঘ ১ কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন দিয়ে গ্যাস নিতে হচ্ছে যানবাহন চালকদের। অনেক সময় গ্যাস নিতে গিয়ে রাত পার হয়ে যায়। চালকরা বাধ্য হয়ে ঘুম চোখে গাড়ি চালান। ফলে মারাত্মক দুর্ঘটনার আশাঙ্কা করা হচ্ছে। পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি আমিরুজ্জামান চৌধুরী জানান, দীর্ঘ ১৫ বছরেও বাড়ানো হয়নি গ্যাসের লোড। এ কারণে অধিকাংশ ফিলিং স্টেশনের লোড মাসের ২২ তারিখে শেষ হয়ে যায়। লোড না থাকায় সিলেটের প্রায় ৭০ ভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার উপক্রম।
সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন, লোড না বাড়ানোয় স্টেশনগুলোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জালালাবাদ গ্যাসের একটি সূত্র জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতির কারণে তারা মাসিক লোড
"আল্লাহ আমাদের পানি পান করার জন্য বৃষ্টি পাঠিয়েছেন।"
ইস্রা/য়েলের "সর্বাত্মক" অবরোধের মাঝে গাজায় বৃষ্টি শুরু হওয়ায় এক ফিলিস্তিনি শিশু তার আনন্দ প্রকাশ করেছে।
সূত্রঃ টিআরটি ওয়াল্ড।