BD WAVE

BD WAVE 'BD WAVE' বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল।

24/10/2024

ব্রেকিং নিউজ.....

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য হলে ৬ মাসের জেল।

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার
23/10/2024

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার

21/08/2024

ফেনীর অবস্থা ভয়াবহ

©Amer Mokki

13/08/2024

ঢাকেশ্বরী মন্দিরে যা বল্লেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস

রংপুরে পুলিশের গুলিতে নিহত একজন। নিহতের পরিচয় আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার...
16/07/2024

রংপুরে পুলিশের গুলিতে নিহত একজন।

নিহতের পরিচয় আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন৷ তার শরীরে অসংখয় গুলির চিহ্ন রয়েছে।

Don't mind !==========বাংলায় আমরা ব‌লি ম‌নে কিছু নে‌বেন না।‌কোন কোন সময় বাস্তব সত‌্যকথা বল‌তে গে‌লে সদাচার হিসা‌বে আমর...
01/07/2024

Don't mind
!
==========
বাংলায় আমরা ব‌লি ম‌নে কিছু নে‌বেন না।‌কোন কোন সময় বাস্তব সত‌্যকথা বল‌তে গে‌লে সদাচার হিসা‌বে আমরা ব‌লি ডোন্ট মাইন্ড প্লিজ।যাক,ধান বান‌তে শি‌বের গিত গা‌চ্ছিনা বরং আসল কথায় আ‌সি।বন‌্যা আ‌দিকাল থে‌কেই আমা‌দের এলাকায় হ‌য়ে আস‌ছে। নদীর দুই তীর ছা‌পি‌য়ে যখন পা‌নি চা‌রি দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে তা‌কে তো বন‌্যা ব‌লে।এই সংজ্ঞা জানার জন‌্য কোন গ‌বেষক হবার প্রয়োজন প‌ড়েনা।যারা লোভা কিংবা সুরমার তী‌রের বা‌সিন্দা তারা প্রত্যেকেই পা‌নি বিজ্ঞানী।কারন জন্ম থে‌কেই নদীর সা‌থে তা‌দের মিতা‌লি।‌লোভা অববা‌হিকার মানুষ আফা র(এক‌টি জায়গার নাম)উজা‌নে আকা‌শে মেঘ দেখ‌লে বল‌তে পা‌রে কত ঘন্টা প‌রে লোভায় গুলা নাম‌বে।‌লোভা একটা ছড়া হিসা‌বে গ্রন্থস্ত হ‌লেও আস‌লে একটা পাহা‌ড়ি নদী।বাংলা‌দে‌শে প্রবেশ মুখ থে‌কে লোভার মুখ অর্থাৎ সুরমার সা‌থে মি‌লিত হওেয়া পর্যন্ত এর দৈর্ঘ স‌ঠিক বলাযা‌চ্ছেনা,ত‌বে পাচ কি‌লো‌মিটা‌রের বেশী হ‌বেনা।যখন ঢল না‌মে তখন লোভার মু‌খে সুরমা নদীর পা‌নি ভা‌টির দি‌কে আস‌তে পা‌রে না বরং উজান দি‌কে প্রবা‌হিত হ‌য়ে আমল‌সি‌দের দি‌কে যায়।দু এক‌দিন পর আবার ঠিক হ‌য়ে যায়।অ‌বিশ্বাস‌্য হ‌লে ও ঘটনা সত‌্য।এটা থে‌কে অনুমান ক‌রেন যে লোভার পা‌নি কত শ‌ক্তি নি‌য়ে এ‌দে‌শে প্রবেশ ক‌রে।পা‌কিস্তান আমল থে‌কে লোভায় পা‌নি মাপার গেজ বসা‌নো ছিল,ক‌য়েক বছর আ‌গে ও ছিল এখন আ‌ছে কি না জা‌নি না।সার্বক্ষ‌নিক একজন সরকা‌রি কর্মচা‌রি পা‌নির বাড়া কমার হিসাব সংরক্ষন কর‌ে প্রতি‌দিন কর্তৃপক্ষ কে জানা‌তেন।
লোভা ছিল গভীর কিন্তু এখন গভীরতা নেই।‌কেন নেই এটা নি‌য়ে পু‌থিগত বিদ‌্যা জা‌হির না ক‌রে ঐ এলাকার বয়ষ্ক মানু‌ষের কাছ থে‌কে জানার চেষ্টা কর‌তে হ‌বে।পূ‌র্বে জেলা প্রশাসন কর্তৃক লোভা বালুমহাল লিজ হ‌তো। ফ‌লে সরকা‌রের রাজস্ব আস‌তো আর বালু আহর‌নের ফ‌লে বিনা খর‌চে নদীখনন হ‌য়ে যেত।লক্ষ লক্ষ ঘঃফুট বালু নির্মান কা‌জের জন‌্য সারা বাংলা‌দে‌শে সরবরাহ হ‌তো।এখন কি কার‌নে লিজ দেয়া হয়না সে বিষয় আ‌মি জা‌নিনা।একসময় পাথর কোয়া‌রি ছিল উ‌ম্মোক্ত।হাজা‌রো শ্রমিক প্রতি‌দিন কা‌য়িক প‌রিশ্রম ক‌রে পাথর উঠা‌তো আর অন‌্যান‌্য উপ‌জেলায় নৌকা‌দি‌য়ে নি‌য়ে বি‌ক্রি কর‌তো।এ‌তে নদীর নাব‌্যতা এম‌নি‌তেই হ‌য়ে যেত।একসময় জেলা প্রশাসন নামমাত্র মূ‌ল্যে পাথর কোয়ারী লিজ দি‌তেন।তা‌তে সরকা‌রের রাজস্ব আস‌তো।তার পর উনা‌দের চোখ পড়‌লো কোয়ারীর উপর।বলাহ‌লো এটা খ‌নিজ মন্ত্রনাল‌য়ের সম্পদ।লীজ না দি‌য়ে খ‌নিজ ব‌্যু‌রো ইজারা দি‌য়ে দিল লোভা।শুকু‌নেরা হাম‌লে পড়‌লো।বার‌কি শ্রমিকরা মধ‌্যস্বত্ব ভোগী‌দের কা‌ছে পাথর বি‌ক্রিতে বাধ‌্য হ‌লো।সরকা‌রে বি‌ভিন্ন নির্মান কা‌জে লোভার পাথর ব‌্যবহা‌রের অনুম‌তি মিলল আর ভানুম‌তির খেলা শুরু হ‌লো।আঘা‌টে ঘাট হ‌লো আপ‌থে পথ হ‌লো।‌লোভার বু‌কে শ্রমি‌কের প‌রিব‌র্তে যন্ত্রদানব আস‌লো।সারা‌দে‌শের শকু‌নেরা জাহাজ নি‌য়ে ভিড় কর‌লো।এখা‌নেই শেষ নয়,শী‌তে অস্থায়ী রাস্তা তৈরী ক‌রে সরাস‌রি কোয়ারী থে‌কে পাথর সাপ্লাই শুরু হ‌লো।যন্ত্রের সাহা‌য্যে ৪০/৫০ফুট গভীর খাদ হ‌লো আর লোভা তিন চার বছ‌রের ম‌ধ্যে গ‌তিপথ বদলা‌লো।এখনকার লোভা নদী এবং, এস এ জ‌রি‌পের লোভানদী মৌজাম‌্যাপ দেখ‌লে যে কেউ বুঝ‌তে পা‌রবেন।
ক‌য়েক বছর থে‌কে কোয়ারী বন্ধ।‌কেন বন্ধ আ‌মি জা‌নি না।পাথর ও বা‌লি আহরণ বন্ধ থাকায় এবং য‌ন্ত্রের ধ্বংশ লিলায় লোভা নদীর গভীরতা গ‌ড়ে ৬/৭ফু‌টে এসে গে‌ছে। বাংলা‌দে‌শে প্রবেশ মু‌খে পাথর জ‌মে পা‌নি প্রবা‌হে প্রথম বাধার সৃ‌ষ্টি হওয়ায় এ পা‌নি বাগান বাজা‌রের উজা‌নেই দুই তীর ছা‌পি‌য়ে যায়।তার ভা‌টি‌তে,হুরমা,নুনগাং,আম‌রি,দেও ছই,এই খালগু‌লো ও আ‌গের ম‌তো নাব‌্য নয়।আম‌রি খাল দি‌য়ে লোভার পা‌নি এ‌সে উত্তর ও দ‌ক্ষিন লক্ষীপ্রসাদ,কুওরঘ‌ড়ি,চাউরা,বিষ্ণপুর,কা‌ন্দেবপুর ডু‌বি‌য়ে গড়াখাই হ‌য়ে কানাইঘাট সদ‌রে প্রবেশ ক‌রে।এছাড়া সুরইনদী ও নকলা খাল ও সিঙ্গাইর খা‌লে ও লোভার পা‌নির সা‌থে মিল রে‌খে ঢল না‌মে।এর প্রভা‌বে নিজচাউরা উত্তর,সুরইঘাট বাজা‌রের আশপাশ,বড়কা‌ন্দি,আ‌গ্নিপাড়া,তে‌লিবা‌ড়ি,বড়বন্দ,হকারাই,সহ চতুল ইউ‌নিয়ন প্লা‌বিত হয়।‌লোভার স‌ঠিক নাব‌্যতা থাক‌লে উ‌ল্লে‌খিত অঞ্চল প্রায় প্লাবন মুক্ত থাক‌তো।
এখন লোভার নাব‌্যতা সৃ‌ষ্টির জন‌্য কি করনীয় এ ব‌্যাপা‌রে অত্র অঞ্চ‌লের বিজ্ঞজ‌নের মতামত খুবই দরকার।আশার কথা হ‌লো আমা‌দের মাননীয় সাংসদ এ ব‌্যাপা‌রে সংস‌দে বক্তব‌্য রে‌খে‌ছেন।আমারা উনা‌কে ধন‌্যবাদ জানাই।আমরা ম‌নেক‌রি লোভা ও সুরমা নদী খনন এখন সম‌য়ের দাবী।পাথর অপসারণ সম‌য়ের দাবী। এ‌তে কার লাভহ‌লো আর কার লাভ হ‌লোনা এটা আমা‌দের মুখ‌্যনা।প্রথ‌মেই ব‌লে‌ছি Don't mind.

লেখক: হাবীব আহমদ।
প্রিন্সিপাল, কানাইঘাট সরকারি কলেজ, সিলেট।

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটেখুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলে...
30/05/2024

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটে

খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বাড়ছে সিলেটে সময়ের সঙ্গে সঙ্গে দেশে বিবাহিতদের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) ২০২২-এর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি। অন্যদিকে অবিবাহিতদের হার বেড়েই চলেছে সিলেট বিভাগে।

এ প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে তালাক, দাম্পত্য বিচ্ছেদের হার বেড়ে হয়েছে সাত দশমিক ৪ শতাংশ। পুরুষের তুলনায় তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন নারীরা।

এসভিআরএস প্রতিবেদনে বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন খুলনা বিভাগের নারীরা। এছাড়া বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী-পুরুষের হার ৬৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি বলে জানা গেছে।

সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী বিয়ে করেননি। এছাড়া বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো বিয়ে করেনি ।

Source: Sylhet Online Tv.

30/05/2024

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি। কানাইঘাট উপজেলা থেকে সিলেট শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা গাছবাড়ী-হরিপুর রাস্তা ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত। বর্তমানে রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করছেনা।

গরু চুরি করতে এসে সাধের মোটরসাইকেল রেখে পালাল চোর
19/05/2024

গরু চুরি করতে এসে সাধের মোটরসাইকেল রেখে পালাল চোর

12/04/2024

" পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে, আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এজন্য যে, পুরুষেরা স্বীয় ধন-সম্পদ হতে ব্যয় করে। ফলে পুন্যবান স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগতা থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে তারা তা (অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ) সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদেরকে সদুপদেশ দাও এবং সাথে শয্যা বন্ধ কর এবং তাদেরকে (সঙ্গতভাবে) প্রহার কর, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ করো না, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ"।

" যদি তোমরা তাদের মধ্যে অনৈক্যের আশংকা কর, স্বামীর আত্মীয়-স্বজন হতে একজন এবং স্ত্রীর আত্মীয়-স্বজন হতে একজন সালিস নিযুক্ত কর। যদি উভয়ে মীমাংসা করিয়ে দেওয়ার ইচ্ছে করে, তবে আল্লাহ উভয়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করবেন, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন, সকল কিছুর খবর রাখেন"।
[ সূরাহ: আন-নিসা, আয়াত; ৩৪,৩৫ ]

" যারা কৃপণতা করে অধিকন্তু লোকদেরকে কার্পন্য করার আদেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে, (ঐসব)...
09/04/2024

" যারা কৃপণতা করে অধিকন্তু লোকদেরকে কার্পন্য করার আদেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে, (ঐসব) কাফিরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি"।
" (আর সেসব লোককেও আল্লাহ পছন্দ করেন না) যারা মানুষকে দেখানোর জন্য নিজেদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও আখিরাত দিবসের উপর বিশ্বাস রাখে না। শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না জঘন্য "।

" আল্লাহ অনু পরিমাণ ও জুলুম করেন না, আর কোন পুন্য কাজ হলে তা তিনি দ্বিগুন করেন এবং নিজের নিকট হতে বিরাট পুরস্কার দান করেন "।
[ সূরাহ: আন-নিসা, আয়াত; ৩৭,৩৮,৪০]

ঈদ যাত্রা- ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা ট্রেন। ছবিটা ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রীজ এলাকা...
09/04/2024

ঈদ যাত্রা-

ঢাকা থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা ট্রেন। ছবিটা ময়মনসিংহের কেওয়াটখালি রেলব্রীজ এলাকা থেকে আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা ৯ মিনিটে তুলেছেন সৌখিন আলোকচিত্রশিল্পী সাদিক খান।

এই পৃথিবীতে সবচেয়ে বেশী পড়ুয়া জাতি রুশ জাতি। ❤️ধরুন আপনি ট্রেনে উঠেছেন,   মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাবেন। গোটা ৪ ঘণ...
07/04/2024

এই পৃথিবীতে সবচেয়ে বেশী পড়ুয়া জাতি রুশ জাতি। ❤️

ধরুন আপনি ট্রেনে উঠেছেন, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাবেন। গোটা ৪ ঘণ্টার ভ্রমনে দেখবেন মানুষ বইয়ের দিকে কেমন বুঁদ হয়ে আছে। যেন বই পড়ার প্রতিযোগিতা চলছে তাঁদের মধ্যে। হয়তো কেউ মোবাইলের দিকে তাকিয়ে আছে বহুক্ষণ ধরে, কাছে গিয়ে দেখবেন পিডিএফে বই পড়ছেন ভদ্রলোক।
.
অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অথচ হাতে ঠিকই বই মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। ছোট ছোট বাচ্চা মায়ের পাশে বসে বই পড়ছে, মাও বইয়ের তাকিয়ে যেন মারা গেছে এমন অবস্থা।

কেবল ট্রেনে কিংবা বাসে না। পার্কেও একই অবস্থা। ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে অবসর কাটিয়ে দিচ্ছেন বৃদ্ধরা। অফিস শেষে আড্ডা জমেছে, সেখানেও গতকাল কোন বই কেমন লেগেছে তার আলোচনা। একই অবস্থা কফি শপ থেকে চায়ের দোকান, রেস্টুরেন্ট, ব্যাংকেও। সামনে লম্বা সিরিয়াল তো দাঁড়িয়ে কিংবা বসে বই পড়ছে রাশিয়ানরা।

রাশিয়ার মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগই মাসে অন্তত ৫টি করে বই কিনেন। ৭০ ভাগ পরিবারেই ব্যক্তিগত লাইব্রেরী আছে। ❤️

কৃতজ্ঞতা - আহমাদ ইশতিয়াক

07/04/2024

" হে মনুষ্য সমাজ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমারদেরকে একমাত্র ব্যক্তি হতে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন, অতঃপর সেই দুজন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহ কে ভয় কর, যাঁর নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট (হাক্ব) চেয়ে থাক এবং সতর্ক থাক জ্ঞাতি -বন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন"।

" এবং ইয়াতীমদের কে তাদের ধন সম্পদ প্রদান কর এবং ভালোর সাথে মন্দের বদল করো না এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয় এটা মহাপাপ"।

" যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে তাদের মধ্যে হতে নিজেদের পছন্দ মতো দুই-দুই, তিন-তিন, ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে এজনকে কিংবা তোমাদের অধীনস্ত দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি "।

[সূরাহঃ আন-নিসা, আয়াত; ১,২,৩]

" হে আমাদের প্রতিপালক! আমরা একজন ঘোষণাকারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি যে, 'তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো'।  স...
05/04/2024

" হে আমাদের প্রতিপালক! আমরা একজন ঘোষণাকারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি যে, 'তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো'। সে অনুযায়ী আমরা ইমান এনেছি।সুতরাং হে আমার প্রতিপালক! আমাদের গুনাহ গুলো ক্ষমা কর এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদূরিত কর আর নেক বান্দাদের সঙ্গে শামিল করে আমাদের মৃত্যু ঘটাও"।

" হে আমাদের প্রতিপালক! তুমি স্বীয় রসূলদের মারফত আমাদেরকে যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছ, তা আমাদেরকে দান কর এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না, নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না"।

" দেশে দেশে কাফিরদের সদম্ভ পদচারণা তোমাকে যেন বিভ্রান্ত না করে"।

" সামান্য ভোগ, তারপর জাহান্নাম তাদের আবাস, আর তা কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল"।

" হে মু'মিনগণ! ধৈর্য অবলম্বন কর, দৃঢ়তা প্রদর্শন কর, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত কর এবং আল্লাহ কে ভয় কর, যাথে তোমরা সফলকাম হতে পার"।

[সূরাহঃ আল-ইমরান, আয়াত; ১৯৩,১৯৪,১৯৬,১৯৭,২০০]

30/03/2024

" মুহাম্মদ হচ্ছে একজন রসূল মাত্র, তাঁর পূর্বে আরও অনেক রসূল গত হয়েছে; কাজেই যদি সে মারা যায় কিংবা নিহত হয়, তবে কি তোমার উল্টোদিকে ঘুরে দাঁড়াবে? এবং যে ব্যক্তি উল্টাদিকে ঘুরে দাঁড়াবয় সে আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ কৃতজ্ঞদেরকে অতিশীঘ্র বিনিময় প্রদান করবেন।"
[ সরাহঃ আল 'ইমরান, আয়াত; ১৪৪]

" দীনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই, নিশ্চয় হিদায়ত গোমরাহী হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই যে ব্যক্তি মিথ্যে মা'বুদদেরকে (তাগ...
15/03/2024

" দীনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই, নিশ্চয় হিদায়ত গোমরাহী হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই যে ব্যক্তি মিথ্যে মা'বুদদেরকে (তাগুতকে) অমান্য করল এবং আল্লাহর প্রতি ইমান আনলো, নিশ্চয়ই সে দৃঢ়তর রুজ্জু ধারণ করল যা ছিন্ন হওয়ার নয়। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা"।

" আল্লাহ মুমিনদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে"।

"যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে, তাদের (দানের) তুলনা সেই বীজের মত, যাথেকে সাতটি শীষ জন্মিল, প্রত্যেক শীষে একশত করে দানা এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন,বর্ধিত হারে দিয়ে থাকেন। বস্তুতঃ আল্লাহ প্রাচুর্যের অধিকারী, জ্ঞানময়"।

" যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় করে, নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না, আর (দান গ্রহীতাকে) কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে, তাদের কোন ভয় নেই, মর্মপীড়াও নেই"।

" যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম; বস্তুতঃ আল্লাহ অভাবমুক্ত ও পরম সহিষ্ণু"।

" শয়তান তোমাদেরকে গরীব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ে নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করছেন এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী"।

[সরাহ আল-বাকারাহ: আয়াত; ২৫৬,২৫৭,২৬১,২৬২,২৬৩,২৬৮]

গাছবাড়ী-হরিপুর রাস্তার জৈন্তাপুর অংশের  ডালাই এর কাজের জন্য  আগামী বৃহস্পতিবার ৭ তারিখ থেকে পরবর্তী ১০ দিন  তথা ১৭ তারিখ...
05/03/2024

গাছবাড়ী-হরিপুর রাস্তার জৈন্তাপুর অংশের ডালাই এর কাজের জন্য আগামী বৃহস্পতিবার ৭ তারিখ থেকে পরবর্তী ১০ দিন তথা ১৭ তারিখ পর্যন্ত গাছবাড়ী-হরিপুর রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। জনস্বার্থে সকলে মিলে বিকল্প রাস্তা ব্যবহার করুন, রাস্তা কাজে সহযোগিতা করুন।

Address

24/7
Sylhet
3183

Alerts

Be the first to know and let us send you an email when BD WAVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD WAVE:

Videos

Share