Shahida Jannat

Shahida Jannat মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।
(1)

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে।...
08/08/2025

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে। উনি সরানোর চেষ্টা করতে করতেই এই জোঁক তার প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে হারিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব করার চেষ্টা করলে শুধু টাটকা রক্ত বের হয়। প্রস্রাব না হওয়ার কারণে তার মুত্তথলি ফুলতে থাকে আর ব্যথা বাড়তে থাকে।

ব্যথায় অস্থির ভদ্রলোক আমার চেম্বারে আসেন। আমি তার প্রস্রাবের রাস্তায় নল(Catheter) দেই এবং লবনাক্ত স্যালাইন (Normal saline) দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ওয়াস করি। শুধু তাজা আর জমাট রক্ত ছাড়া আর কিছু পাইনা। ভাবসিলাম এতো লবণ পানিতে জোঁকটা হয়তো মরে যাবে। নতুন করে আর মুত্রথলির ক্ষতি করবে না, জমাট রক্ত দিয়ে ক্যাথেটার ব্লক হবে না।

তারপর রুগী ওটিতে নিয়ে যাই প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopy) জোঁক বের করার জন্যে। ক্যামেরা দিয়ে শুধু রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকক্ষণ ধরে ওয়াস করেও কোনকিছুই দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা কালো বস্তুর মতো দেখে সন্দেহের উপর তা ধরে টান দেই। দেখি সেই কাঙ্খিত জোঁক...অনেক লম্বা, মোটাতাজা। প্রায় ৮ ঘন্টা পরেও সে নড়ছে, পুরাই জীবিত।

এখন রুগী ভাল আছে। রক্ত যাওয়া কমেছে।
ফলো আপ এ আছে।

©
ডাঃ গিয়াস উদ্দিন আরিফ
কনসালটেন্ট (সার্জারী)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

দেখবো আজকে কে জিতে?🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন,...
07/08/2025

দেখবো আজকে কে জিতে?

🤲🕋🕋

দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ

আমার ভাসুরের আজ বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে।তবে ভাবি মা*রা গেছেন ১১ বছর।উনি এসএসসি পাশ করে বিয়ে করেন।দুইজনই সেইম এইজের ছিলে...
07/08/2025

আমার ভাসুরের আজ বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে।
তবে ভাবি মা*রা গেছেন ১১ বছর।

উনি এসএসসি পাশ করে বিয়ে করেন।

দুইজনই সেইম এইজের ছিলেন। উনাদের নাকি ভালোবাসার বিয়ে ছিলো।

তো গতকালকে উনাকে আবার বিয়ের কথা বলায় উনি কেঁদে দিয়েছেন। কি কান্না!
তারপর হঠাৎ কই চলে গেছে।

শাশুড়ীকে জিজ্ঞেস করায় উনি বললেন, এখন কবরস্থানে যাবে।উনি নাকি মাঝে মধ্যে এমন করেন। বিয়ের কথা বললেই কেঁদে কবরস্থানে চলে যায়।

উনাদের নাকি মাত্র ৩ মাসের রিলেশনে বিয়ে হয়েছিলো।

বাচ্চা হওয়ার সময় দুইজনই মা*রা যায়।

ভাইয়া নাকি বাচ্চা নিতে চান নাই কিন্তু ভাবি চেয়েছিলেন।
যাই হোক উনি মা*রা যাওয়ার পর নাকি ভাইয়া অসুস্থ হয়ে গেছিলেন।

ভাইয়াকে বিয়ের কথা বললে উনি সবসমই বলেন আমি কথা ভ/ঙ্গ করতে পারবো না। উনি অপেক্ষা করতে রাজি কেয়ামত পর্যন্ত।🙂❤️

এক নারীতে আসক্ত পুরুষ আসলেই সুন্দর🙂
(সংগৃহিত)

আত্মসম্মানবোধ মানে আত্ম-অহংকার নয়। আত্মসম্মান মানে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নিজেকে অপমানিত না করা, কাউকে তুচ্ছতাচ্ছিল্...
06/08/2025

আত্মসম্মানবোধ মানে আত্ম-অহংকার নয়। আত্মসম্মান মানে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নিজেকে অপমানিত না করা, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ না দেওয়া।

কেউ আমাকে ছোট করে কথা বললে তার কথার জবাব না দিয়ে তাকে পুরোপুরি এড়িয়ে চলা। যেসব স্থানে মাথা নত হয়ে যেতে পারে, হতে পারে ব্যক্তিত্বের অপমান সেসব জায়গা এড়িয়ে চলা।

আত্মসম্মানবোধ খুব বেশি জরুরী। মাথা উঁচু করে বাঁচতে হলে অবশ্যই সবকিছুর উর্ধ্বে আত্মমর্যাদাকে রাখতে হবে। আত্মসম্মানবোধ ধরে রাখতে দুনিয়ার যেকোনো কিছু ফিরিয়ে দেওয়ার মনমানসিকতা থাকতে হবে।

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাও...
05/08/2025

সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।

I just love this place☺️🖤সুন্দর একটি বিকেল কাটানোর জন্য বেষ্ট একটা place☺️❤️ 💙      ❤️
05/08/2025

I just love this place☺️🖤সুন্দর একটি বিকেল কাটানোর জন্য বেষ্ট একটা place☺️❤️
💙 ❤️

 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেক...
05/08/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍

দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ

দুনিয়ায় প্রতিটা কাছের সম্পর্কের আসল রূপ দেখিয়ে আল্লাহ বলেন,বল কে আছে তোর আমি ছাড়া,,?❤️
05/08/2025

দুনিয়ায় প্রতিটা কাছের সম্পর্কের আসল রূপ দেখিয়ে আল্লাহ বলেন,বল কে আছে তোর আমি ছাড়া,,?❤️

অনেকেই জিজ্ঞেস করে- পিছিয়ে পড়লে মন খারাপ লাগে না?অনেকে ভাবে নিজে পিছিয়ে আছে, অন্যের খুশিতে কিভাবে খুশি হয়। আসলে নিজের নে...
05/08/2025

অনেকেই জিজ্ঞেস করে- পিছিয়ে পড়লে মন খারাপ লাগে না?
অনেকে ভাবে নিজে পিছিয়ে আছে, অন্যের খুশিতে কিভাবে খুশি হয়।

আসলে নিজের নেয়া সিদ্ধান্তে আফসোস করতে হয় না। নিজের ক্যাপাসিটি জানলে যতই পিছান আপনি জানেন you will overcome this sooner or later. আর অন্যের খুশিতে যত খুশি হবেন বুক তত হালকা লাগবে। তত মনে হবে নিজের ঝোলায় আনন্দ বাড়লো।

পাওয়া না পাওয়া খুবই আপেক্ষিক বিষয়। দুইটা বিষয়কে কিভাবে গ্রহণ করতে পারে মানুষ সময়ের ব্যবধানে এটা আসল ক্যাপাসিটি।

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম,লেখাটা ছিল এমন-“তোমাকে একজন পেয়েছে মানে,আরেকজন কি বিভৎষ ভাবেই না-তোমাকে হারিয়েছে”লেখাটা...
04/08/2025

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম,লেখাটা ছিল এমন-
“তোমাকে একজন পেয়েছে মানে,
আরেকজন কি বিভৎষ ভাবেই না-তোমাকে হারিয়েছে”
লেখাটা খুব ছোট তবে কথার গভীরতা পৃথিবীর সমান বিশাল ..🖤






আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, যারা নিজের গণ্ডির বাইরে কোনো কিছুই চিন্তা করতে পারে না। সে নিজে সকাল আটটায় ঘুম থেকে উঠলে ...
04/08/2025

আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, যারা নিজের গণ্ডির বাইরে কোনো কিছুই চিন্তা করতে পারে না। সে নিজে সকাল আটটায় ঘুম থেকে উঠলে মনে করে গোটা পৃথিবীরই সকাল আটটায় উঠা উচিত।
তার নিজের লাইফস্টাইলই তার কাছে স্ট্যান্ডার্ড, বাকিদের কারো লাইফস্টাইল ঠিক নাই।
এদের সাথে কথা বললে মনে হবে, আপনার পুরা জীবনটাই ভুল। শুধু সে-ই ঠিক। আল্লাহ আমাদের এমন মানুষ থেকে দূরে রাখুক।

জীবনে একবার হলেও কিনেছেন এমন কাস্টমারদের দেখতে চাই!🤨
29/07/2025

জীবনে একবার হলেও কিনেছেন এমন কাস্টমারদের দেখতে চাই!🤨

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Shahida Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share