Shahida Jannat

Shahida Jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahida Jannat, Digital creator, Sylhet.
(1)

14/07/2025

খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই করা উচিৎ নয় কারণ, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়।..

🙄🙄🙄
12/07/2025

🙄🙄🙄

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে ...
05/07/2025

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..
- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁ&%ড়া যাইতাছে বইন 🙁
কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!
ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না 🙁"
বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।
রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।
তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।
বাচ্চার হা&%র্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।
রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।
শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চি&%রুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।
ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম 🙁 পরানডা.."
'পরানডা ছিঁ&%ড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম ম&%ধ্যম দেয়া শুরু করেন। এরপর...যা হবার তাই হলো

©

30/06/2025

নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙ্গন, এত ক্ষয়, এতটা অসহায়ত্ব যেন কোথায় ও নেই। চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা শত প্রশ্ন, শত কথা, আর মনে এক বিশ্রী শূন্যতা।

যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে, কিন্তু কেউই জানতে চায় না ভিতরের যু*দ্ধগুলো কেমন। আমি হাঁসি মুখে দিন কাটাই, অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততে হয়, যাতে কেউ না টের পায় আমি হেরে যাচ্ছি।

আমার ভাঙ্গা ভিতরটা কেউ দেখে না দেখে শুধু আমার ভুল, আমার রাগ।

30/06/2025

টাকা থাকলে খরচ করতে ভালো লাগে।
খরচ করার পর খারাপ লাগে। তারপর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আর খরচ করবো না। আবার টাকা আসে ,সব ভুলে যাই।
এভাবেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে ভালই আছি আমি ! 🙂

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার য...
26/06/2025

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।

এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষন্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে "ভয় পেয়ো না, আমি আছি।" বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না !💔

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। অথচ এই সমাজ সর্বদা সন্...
26/06/2025

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?
পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা। অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়। বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য। তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা। সাইলেন্ট ট্রিটমেন্ট , ভার্বাল এ‍্যাবইউজমেন্ট বাজে ব‍্যবহার , ইমোশনালি হ‍্যারেজ হচ্ছেন , মাইন্ড গেইম এসব কিছুর মধ‍্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ।
বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয়। মানুষ ৬০ বছর বয়সে বুঝতে পারে জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল। সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে। হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা, আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে। অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমোক সন্তান এটা করে ওটা করে। এই সেই বহু সুনাম।আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করেনা। মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে। আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।
যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ।
আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে। বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা। দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পার্সন নয় , সে হিপোক্রেট।
আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী। বাকি সব মিথ্যা । যে একজন সঠিক মানুষ পায়না তার কপাল পোড়া।
যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয়না🥰

25/06/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর কম্বিনেশন হইলোঃ

অশিক্ষিত + টাকা + ক্ষমতা।

25/06/2025

জীবন কেটে যায় অপেক্ষায়!
কখনো মানুষের, কখনো সুদিনের, কখনো দোয়া কবুলের অপেক্ষায়!🖤

আল্লাহ, আমার মনকে কঠিন করে দাও। পাথরের থেকে বেশি কঠিন বানিয়ে দাও, যাতে কারো জন্য আমার মন না গলে, কারো কথায় আমার চোখের পা...
24/06/2025

আল্লাহ, আমার মনকে কঠিন করে দাও।
পাথরের থেকে বেশি কঠিন বানিয়ে দাও, যাতে কারো জন্য আমার মন না গলে, কারো কথায় আমার চোখের পানি না ঝরে, কারো কথা যাতে আমার মনকে আঘাত না করতে পারে।
কাউকে মনে করে কষ্ট যাতে না পাই, কারো সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর আমার যাতে কষ্ট না হয়।
পাথরের থেকে বেশি শক্ত করে দাও, পাথর ভাঙা যায়, আমার মনকে যাতে না ভাঙা যায়।

"নিঃসঙ্গতা মানুষকে ভাবতে শেখায়, আর ভাবনা মানুষকে বদলে দেয়।"💙🤍
24/06/2025

"নিঃসঙ্গতা মানুষকে ভাবতে শেখায়, আর ভাবনা মানুষকে বদলে দেয়।"💙🤍

আপনারা সবাই👉 Sonia Parveen  আপুর সাথে যুক্ত হয়ে যান। আপু খুব ভালো মনের মানুষ ও স্টার সেন্ডার। এই আপুকে যুক্ত করলে আশা কর...
23/06/2025

আপনারা সবাই👉 Sonia Parveen আপুর সাথে যুক্ত হয়ে যান। আপু খুব ভালো মনের মানুষ ও স্টার সেন্ডার। এই আপুকে যুক্ত করলে আশা করি আপনাদের ভালোবাসার কোন অভাব হবে না😍তাই সবাই আপুকে যুক্ত করে নিয়ে আপুর সাথেই থাকুন🥰
বি.দ্র- আইডি লিংক কমেন্ট এ দেখুন...

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Shahida Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share