Shahida Jannat

Shahida Jannat মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।
(1)

30/10/2025

প্রত্যাশিত মানুষের অপ্রত্যাশিত আচরণ
জীবনের এক পাঠ — বিশ্বাস মানে দুর্বলতা নয়, অভিজ্ঞতা। যে একবার ঠকেছে, সে বুঝেছে বাস্তবতা,
আর যে বোঝেনি, সে এখনো কল্পনায় বেঁচে আছে।
ভালো থেকো, কিন্তু কারও হাতে নিজের শান্তি দিও না।

যেখান থেকে একবার চলে এসেছেন,আবেগে পড়ে সেখানে আর ফিরবেন না।ভুল জায়গায় ফিরে যাওয়ার মাশুলসবচেয়ে বেশি কষ্টের হয়। 💔
29/10/2025

যেখান থেকে একবার চলে এসেছেন,
আবেগে পড়ে সেখানে আর ফিরবেন না।
ভুল জায়গায় ফিরে যাওয়ার মাশুল
সবচেয়ে বেশি কষ্টের হয়। 💔

বাড়ির পাশে কলা গাছের ঝোপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগ...
23/10/2025

বাড়ির পাশে কলা গাছের ঝোপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগি খেয়ে ফেলবে এই অপরাধ দিয়ে তিন সন্তান সহ মা বিড়ালটিকে হ/ত্যা করল এলাকার সব মানুষ মিলে। পুরো একটি পরিবার নিমিষেই শেষ করে দিল লাঠির আঘাতে। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব একি তার নমুনা?
ছোট্ট এই দেশে জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে মানুষ তার আয় বাড়াতে ছোট ছোট ঝোপঝার বাঁশঝাড় কেটে চাষের জমিতে রূপান্তর করছে প্রতিনিয়ত। এতে করে বাসস্থান হারাচ্ছে বনবিড়াল সহ অন্যান্য অনেক বন্যপ্রাণী। থাকার জায়গা নেই তাদের, বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় মানুষের বাড়ির পাশের ঝোপঝার গুলোতে। কিন্তুু এটা যে তাদের বড় ভুল, তা বোঝার তো ক্ষমতা নেই। থাকলে অন্তত মানুষ নামের অমানুষদের কাছাকাছি ওরা আসতো না। আবার না এসেও উপায় নেই বাসস্থান তো ধ্বংস করেছে সেই মানুষই।
হয়তো তারা তাদের দুঃখ ভাষায় বলতে পারেনা কিন্তুু বিশ্বাস করেন উপরে যিনি বসে আছে তিনি তাদের সব ভাষা বোঝেন। তিনি যেমন মানুষের সৃষ্টিকর্তা তেমনি তাদের ও সৃষ্টিকর্তা। শেষ বিচারের দিনে এই অন্যায়ের বিচারও তিনি করবেন।

- জীবন হয়তো সবসময় রঙিন নয়,কখনও মলিন, ক্লান্ত, আর অগোছালো...!🌱🌼- কিন্তু এই অগোছালো সময়ের মাঝেই হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থ...
18/10/2025

- জীবন হয়তো সবসময় রঙিন নয়,কখনও মলিন, ক্লান্ত, আর অগোছালো...!🌱🌼

- কিন্তু এই অগোছালো সময়ের মাঝেই হঠাৎ কিছু মুহূর্ত আমাদের থামিয়ে দেয়, ভাবতে শেখায়, সুখ আসলে দূরে কোথায়ও নয়, খুব কাছেই আছে...!🤍

- এক কাপ চায়ের ভাজে, কিংবা হ্মুদ্র ফুলের হাসিতে, যে মানুষ এই ছোট ছোট সৌন্দর্যকে আকড়ে ধরতে পারে, তার জীবন কখনোই শৃণ্য হয় না...! 🌿 ☕️
শুভ সকাল 🕊️

আমার ভেতর ক্যান জানি কোনো ফিউচারপ্ল্যান নাই,ভবিষ্যত নিয়া কোনো টেনশন নাই। আমার এইম ইন লাইফ ছিলো না কখনোই। শুধু মনে হয়,ব...
16/10/2025

আমার ভেতর ক্যান জানি কোনো ফিউচারপ্ল্যান নাই,ভবিষ্যত নিয়া কোনো টেনশন নাই। আমার এইম ইন লাইফ ছিলো না কখনোই। শুধু মনে হয়,বেঁচে আছি,এইটাই তো অনেক। একটা দিন বেঁচে থাকি, উপভোগ করি কিংবা চেষ্টা করি সার্ভাইভের। দিন শেষ হয়ে যায়, আরেকটা আসে। এমনেই জীবন যেদিকে নিয়া যাবে,সেদিকেই চোখ বন্ধ কইরা চলে যাবো।

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছ...
16/10/2025

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছেন না! ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন, আপনার চোখে পানি! চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন! আপনি জানেন আপনার কিছু করার নাই! কষ্ট টা কমাইতে পারবেন না কোনো ভাবে!

মানুষ এর জীবনে এতো 'খারাপ' সময় না আসুক!

জীবন হবে কাকের মত।  এ শহর থেকে ও শহরে । কিংবা শহর ছেড়ে দূরে বহুদূর। বড় হয়ে উঠা, ব্যবসা বানিজ্য,  চাকরি-বাকরি, বিয়ে, বাচ্...
16/10/2025

জীবন হবে কাকের মত। এ শহর থেকে ও শহরে । কিংবা শহর ছেড়ে দূরে বহুদূর।

বড় হয়ে উঠা, ব্যবসা বানিজ্য, চাকরি-বাকরি, বিয়ে, বাচ্চাকাচ্চার যন্ত্রণা। এরপর ম*রে যাওয়া..
এসব কিছুই না।

জীবন হবে, হুট করে হারিয়ে যাওয়া। কাওকে কিছু না জানিয়ে চলে যাওয়া, সভ্যতা ছেড়ে দূরে আরো বহুদূর..

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এ'ফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, ...
16/10/2025

কেউ আপনারে ভালোবাসলে, সেইটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। এ'ফোর্ট, প্রায়োরিটি, স্পেশালিটি, কেয়ার সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসারে দেখতে পাবেন।

আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফা'লতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই।

ভালোবাসা, মা'য়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়।🌸
শুভ সকাল 🌹

"দুনিয়াতে আপনি আমি সবসময়ই একটা অপশন মাত্র, আমাদের অলটারনেটিভের কোনো অভাব নাই। কত সহজে আপনার জায়গাটা আরেকজন এসে রিপ্লেস ক...
15/10/2025

"দুনিয়াতে আপনি আমি সবসময়ই একটা অপশন মাত্র, আমাদের অলটারনেটিভের কোনো অভাব নাই। কত সহজে আপনার জায়গাটা আরেকজন এসে রিপ্লেস করে ফেলবে, টেরও পাবেন না। কেউ একজন বলবে তার আপনাকে নিয়ে নদীতে ঘুরতে যেতে ইচ্ছে করছে, দেখবেন ক'দিন পর সে মেঘনার তীরে যাবেও, তবে তার সাথে আপনি না, আরেকজন। দিনরাত আপনার চোখের প্রশংসা করা মানুষও দেখবেন একদিন গান গাইছে 'ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়', তবে সেই মায়া মোটেও আপনার জন্য নয়, আরেকজনের জন্য।
পরিশেষে আমরা বুঝতে শিখি, মানুষ জাস্ট একটা অপশন।"

আয়নায় কাকে দেখো?!নিজের ভূলত্রুটি! আমরা অন্যের ভূলত্রুটি দেখি আর শোধরাবার চেষ্টা করি। অথচ আয়নায় নিজেকেই দেখা যায়। লক্ষ্য ...
14/10/2025

আয়নায় কাকে দেখো?!
নিজের ভূলত্রুটি!

আমরা অন্যের ভূলত্রুটি দেখি আর শোধরাবার চেষ্টা করি। অথচ আয়নায় নিজেকেই দেখা যায়। লক্ষ্য করলে হয়তো-বা নিজের ভূলত্রুটি ও। জ্ঞান দেওয়া সহজ, ধারণ করা কঠিন। তারচেয়ে ও কঠিন নিজেকে শোধরানো।

আয়নায় একটা ঘষা দিলে যেমন আরেকটা দাগ ভেসে ওঠে। এভাবেই আমি আমার একটা ভূল শোধরাবার চেষ্টা করলে আরেকটা ভেসে ওঠে। কতশত ভূল! আর সময় ফুরানোর পথে.......!
#শুভ_রাত্রি

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছে...
22/09/2025

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো।
ছেলে হইবো নাকি মেয়ে- এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো, চাকরি ফেলে এক্ষণই দেশের বিমানে উঠে বসি, চলে যাই বউয়ের কাছে।

কিন্ত সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানীতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেয়া যায় না। হিসাব করে দেখলাম, বাচ্চার বয়স দুইমাস হইলে পরে আমি দেশে যাইতে পারব।

জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো, ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইলো লামিয়া। আগস্টের শেষ সপ্তায় দেশে আসবো, ছুটি পাইলাম ১৫ দিনের, বিমানের টিকেটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি, কারো বুদ্ধিই মনে ধরে না। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে কথা।

ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বললো, মেয়েটার নাকি জ্বর দুইদিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আসে নাই, এই সর্বনাশা "ঘা ত ক" যে ঢাকা থেকে এতদূরে গিয়া হাজির হবে, কে জানতো? বউরে বললাম, ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্ত বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না।

একদিন পরে শুনি, আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে! আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়লো, দুনিয়াটা ছোট হইয়া আসলো এক মূহুর্তে! দেড়মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যু-দ্ধ করতেসে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যু - দ্ধ করতেসি প্লেনের টিকেট আগায়ে আনার জন্যে।

অফিসে জানাইলাম, ছুটি না আগাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামী কিছু আমার কাছে নাই। তারা রাজী হইলো। তিনদিন পরের টিকেটও ম্যানেজ করে ফেললাম। আর তিন-চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো! ফোনে খবর পাই, মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হইছে। আমার কাছে প্রতিটা মিনিটরে তখন একেকটা দিনের সমান লম্বা মনে হয়!

যেদিন প্লেনে উঠবো, তার আগেরদিন ফোনটা আসলো। মেয়েটা আমার মা-রা গেছে, ডেঙ্গুর কারনে,, ফোনে আমি শুধু বললাম, আমার বউটারে একটু দেখে রাইখেন, আমি আসতেছি। দুইদিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম, ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে।

এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিছিলো, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটাবারের জন্যে কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা দেড়মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল, অথচ একটাবার সে তার বাবার স্প'র্শ পাইলো না! বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন?

কাতারে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে ক'ষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের ক'ষ্ট, খাওয়ার ক'ষ্ট, এগুলা তো গায়ে লাগে না। ক'ষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে, প্রিয় মানুষগুলার কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি য'ন্ত্রণা, সেইটা সবাই বুঝবে না। নিজের সন্তানরে একটাবারও না দেখে তার ক'ব'র জেয়ারত করার যে কি ক'ষ্ট, সেইটা কাউরে বলে বুঝানো যাবে না! কাউরে নাহ।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Shahida Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share