নাছা ভাই বিনোদন

নাছা ভাই বিনোদন ইসলামিক ভিডিও এবং স্ট্যাটাস পেতে পেইজটি ফলো করে পাশে থাকবেন। 📖🤲
(ধন্যবাদ সবাইকে )
(4)

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো। জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!ইচ্ছে ডান🥴
05/05/2025

আমার ছোট বেলা থেকে দেখার খুব ইচ্ছে ছিলো।
জ্যামের প্রথম গাড়ি টা আসলে কি করে!
ইচ্ছে ডান🥴

৪৪টা যুদ্ধবিমান!তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"ভারত ৫০০টা নিয়ে ...
04/05/2025

৪৪টা যুদ্ধবিমান!
তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!
আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি।
আর আমরা?
দলবাজিতে মাস্টার!
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে? শুনশান শূন্যতা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের।
কারণ আমরা যুদ্ধের জন্য না,
তর্কের জন্য জন্মেছি।

বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়!
ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়!
আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর—
তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না,
তখন বুঝব—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!"

তখন বুঝব—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম,
সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।

আর তখন?
আমরা কাঁদব... কিন্তু কেউ শুনবে না

বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের ...
03/05/2025

বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন, "চিঠিটা খুলো না। সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে।"
এডিসন তাই করলেন আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন, "মা, চিঠিতে কি লেখা আছে?" মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটি পড়লেন, ",আপনার পুত্র খুব মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।"

তারপর থেকে এডিসন মায়ের কাছেই শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব। কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেঁচে নেই।
হঠাৎ একদিন পুরোনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই ছোটবেলার স্কুলের চিঠিটা তার চোখে পড়ল। চিঠিতে লেখা ছিল, "আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন এবং মেধাহীন। সে এই স্কুলের উপযুক্ত নয়। আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না।"

তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, "টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধিসম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন"!

মা পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি🙏🫶🏼❤️

03/05/2025
03/05/2025

নিরীহ মুসলিম বিশেষ করে নারী ও শিশুদের প্রতিটি রক্তের ফোঁটা দাবানলের আগুনে পরিণত হয়ে ফিরেছে
পুড়ছে ইসরায়েল
খুশি হলে আলহামদুলিল্লাহ

03/05/2025

কাউকে
ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে
আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন।🙂❤️‍🩹

সবাইকে বিশ্বাস করা ঠিক না, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা🙂
03/05/2025

সবাইকে বিশ্বাস করা ঠিক না, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা🙂

02/05/2025

মানুষ যতবার হোঁচট খায়, ততবার মাটির নিকটবর্তী হয়।

✍️ ইমতিয়াজ মাহমুদ

02/05/2025

আল্লাহু আকবার

02/05/2025

যিনি রাস্তা দিয়ে হাঁটলে চারপাশে সুগন্ধ ছড়িয়ে যেত
তিনি হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)💗🌸

01/05/2025

শুভ রাত্রি। ❤️‍🩹🖐️

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when নাছা ভাই বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাছা ভাই বিনোদন:

Share