26/10/2025
• কাদিপুর, বসন্তপুর — ভুল না হলে এখনো জমিনের আইল দিয়ে হাঁটতে হয়।
• খাটকাই রাস্তার অর্ধেক অংশ এখনো মাটির রাস্তা।
• পনাইরচক রাস্তার অবস্থা বেহাল।
কাদিপুর রাস্তায় গত বছর গিয়েছিলাম — একেবারে ইতিহাস!
• হাজিরকুনা রাস্তাও খারাপ অবস্থায় আছে।
• বাদেপাশা মেইন রোড থেকে শান্তিবাজার পর্যন্ত কিছু অংশে ডালাই, কিছু কাদাঁ, কিছু ইট সলিং।
• কেওটকোনা তো...
• বাগলা রাস্তাও খারাপ অবস্থায়।
• আমকোনা, মোল্লারচক — রাস্তা ভাঙা
• কালিকৃষ্ণপুর রাস্তা সম্পূর্ণ মাটির
• শান্তিবাজার থেকে পাকশাইল (বিয়ানিজার–বড়লেখা) পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায়।
ভুল হলে ক্ষমা করবেন। 🙏
প্লিজ, সবাই ঐক্যবদ্ধ হয়ে—
১️⃣ চন্দরপুর থেকে বাদেপাশা হয়ে বসন্তপুর,
২️⃣ বাদেপাশা থেকে পাকশাইল,
৩️⃣ গোয়াসপুর থেকে শেখপুর —
এই রাস্তাগুলো দ্রুত ক্লিয়ার করার উদ্যোগ নিন।
যদিও অনেক রাস্তার কাজ চলমান, তবুও ইতিহাস আছে — কন্ট্রাক্টররা অনেক জায়গায় অর্ধেক কাজ করে ফেলে গেছে।
আমাদের এলাকায় এখনো বহু রাস্তা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
বাদেপাশা টাইমস কখনো রাফ ভাষায় কিছু লেখে না,
তবে এলাকার রাস্তার বর্তমান অবস্থা দেখে লিখতে হচ্ছে।
এলাকার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ানরা যদি একসাথে এগিয়ে আসেন,
তাহলে দ্রুত সমাধান সম্ভব ।