Badepasha Times

Badepasha Times নতুন দিনের প্রত্যাশায়

Badepasha Times-
আমরা তথাকথিত কোনো নিউজ সাইট নই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি অনলাইন ম্যাগাজিন। যেখানে গুরুত্বপূর্ণ আপডেট খবরাখবর সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শেয়ার করে থাকি।
আমাদের লক্ষ্য তরুণ ও যুবসমাজকে তথ্য সমৃদ্ধশালী করে তোলা।

28/10/2025

চৌহাট্টা ব্লকড

28/10/2025

অটো শ্রমিক ব্লক চৌহাট্টা
৭০% ইয়াং তরুন অটো শ্রমিক

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন বাদেপাশা দক্ষিণ পাড়া  নিবাসী এম এ হামিদ এর আম্মা আজ সকাল ১০:০০ ঘটিকার সময় সিলেট ম...
27/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন

বাদেপাশা দক্ষিণ পাড়া নিবাসী এম এ হামিদ এর আম্মা
আজ সকাল ১০:০০ ঘটিকার সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন, মরহুমের জানাজার নামাজের সময় আজ বাদ আসর বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে

মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান কারুন এবং পরিবার পরিজনদের ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুন।
আমিন

27/10/2025

ফেরি অবশ্যই প্রয়োজন কিন্তু বাদেপাশা থেকে কাদিপুর রাস্তা নাই, বাদেপাশা থেকে পাকশাইল রাস্তা নাই, বাদেপাশা থেকে বাগলা একই হাল।।

কাদিপুর থেকে রাস্তা বাদেপাশা ,কালিকৃষ্ণপুর,শরীফগঞ্জ ৩ দিকে রাস্তা নাই।। কাদিপুর পশ্চিম পার থেকে শেখপুর রাস্তার অবস্থা বেহাল

শরীফগঞ্জ থেকে অন্যান্য ইউনিয়নে যাতায়াতের রাস্তাআছে কি? শরীফগঞ্জ ইউনিয়নের ৯০% রাস্তা এখনো মাটির ।

যে ৩টা স্পটে ফেরি বসানো নিয়ে অনলাইন প্রতিযোগিতা হচ্ছে, সেটি আসার সম্ভাবনা কি আছে?? এই রাস্তার উপরে ফেরি আসলে শীতকালে ফেরি চলবে বর্ষা কালে বন্ধ থাকবে চলাচল।।

শেখপুর নিয়ে ভুক্তভোগী যাত্রীর কমেন্ট 😢😢😢😢 #শেখপুর
26/10/2025

শেখপুর নিয়ে ভুক্তভোগী যাত্রীর কমেন্ট 😢😢😢😢
#শেখপুর

ডেপুটি বাজার থেকে ঢাকাদক্ষিন ১ ঘন্টা রাস্তা গোয়াসপুর থেকে ঢাকাদক্ষিন ৪০ মিনিট এখন নদী পারি দিতে ২০ মিনিট প্রয়োজন দুই দিক...
26/10/2025

ডেপুটি বাজার থেকে ঢাকাদক্ষিন ১ ঘন্টা রাস্তা
গোয়াসপুর থেকে ঢাকাদক্ষিন ৪০ মিনিট এখন নদী পারি দিতে ২০ মিনিট প্রয়োজন

দুই দিকে প্রায় সমান সময় প্রয়োজন রাস্তা হলে চন্দপুর ব্রীজ দিয়ে যাতায়াত সহজ হবে।।। শেখপুর রাস্তা ক্লিয়ার হলে শেখপুর রাস্তা ব্যবহার করা যাবে।।।।

বর্তমান রাস্তার এই অবস্থা থেকে পরিত্রান চাই এই এলাকার মানুষ।।

26/10/2025

হকার্সদের নতুন মার্কেট কুদরত উল্লাহ মার্কেটের পাশেই

26/10/2025

হকার্সদের নতুন মার্কেট সবাই নিয়মিত বাজার করার আহব্বান

26/10/2025

নতুন সিলেট

• কাদিপুর, বসন্তপুর — ভুল না হলে এখনো জমিনের আইল দিয়ে হাঁটতে হয়।• খাটকাই রাস্তার অর্ধেক অংশ এখনো মাটির রাস্তা।• পনাইরচ...
26/10/2025

• কাদিপুর, বসন্তপুর — ভুল না হলে এখনো জমিনের আইল দিয়ে হাঁটতে হয়।
• খাটকাই রাস্তার অর্ধেক অংশ এখনো মাটির রাস্তা।
• পনাইরচক রাস্তার অবস্থা বেহাল।

কাদিপুর রাস্তায় গত বছর গিয়েছিলাম — একেবারে ইতিহাস!
• হাজিরকুনা রাস্তাও খারাপ অবস্থায় আছে।
• বাদেপাশা মেইন রোড থেকে শান্তিবাজার পর্যন্ত কিছু অংশে ডালাই, কিছু কাদাঁ, কিছু ইট সলিং।

• কেওটকোনা তো...
• বাগলা রাস্তাও খারাপ অবস্থায়।
• আমকোনা, মোল্লারচক — রাস্তা ভাঙা
• কালিকৃষ্ণপুর রাস্তা সম্পূর্ণ মাটির
• শান্তিবাজার থেকে পাকশাইল (বিয়ানিজার–বড়লেখা) পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায়।

ভুল হলে ক্ষমা করবেন। 🙏
প্লিজ, সবাই ঐক্যবদ্ধ হয়ে—
১️⃣ চন্দরপুর থেকে বাদেপাশা হয়ে বসন্তপুর,
২️⃣ বাদেপাশা থেকে পাকশাইল,
৩️⃣ গোয়াসপুর থেকে শেখপুর —
এই রাস্তাগুলো দ্রুত ক্লিয়ার করার উদ্যোগ নিন।

যদিও অনেক রাস্তার কাজ চলমান, তবুও ইতিহাস আছে — কন্ট্রাক্টররা অনেক জায়গায় অর্ধেক কাজ করে ফেলে গেছে।
আমাদের এলাকায় এখনো বহু রাস্তা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

বাদেপাশা টাইমস কখনো রাফ ভাষায় কিছু লেখে না,
তবে এলাকার রাস্তার বর্তমান অবস্থা দেখে লিখতে হচ্ছে।

এলাকার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ানরা যদি একসাথে এগিয়ে আসেন,
তাহলে দ্রুত সমাধান সম্ভব ।

26/10/2025

Address

Badepasha
Sylhet
3162

Alerts

Be the first to know and let us send you an email when Badepasha Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badepasha Times:

Share

Category