25/08/2025
গতকাল একজনের সাথে পরিচয় হলো। তিনি কাস্টমসে জব করেন। পরিচয়ের এক পর্যায়ে তিনি খুব বুক ফুলিয়ে বলছিলেন, বসুন্ধরার অমুক ব্লকে ১৮০০ স্কয়ারফীটের একটা নতুন ফ্ল্যাট নিয়েছেন। চাকুরীর প্রথম ৪ বছর খুব পরিশ্রম করেছে।
এরপর আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বেতন কত?
পরিশ্রম বেশী করলে কি বেতন বাড়িয়ে দেয়?
তারও কয়েক মাস আগে দেশের একটা সরকারী ব্যাংকে চাকুরী করে এমন একজন বড় ভাইয়ের সাথে দেখা হলো। তিনি জাপানে মাস্টার্স করতে এসেছিলেন। যে জায়গায় দাড়িয়ে কথা বলছিলাম তা শিনজুকুতে। শিনজুকু হলো টোকিওর প্রাণকেন্দ্র। হটাত একটা খুব সুন্দর দামী গাড়ি গেল, আমি সেদিকে তাকিয়ে বললাম, প্রাইভেট কারটা খুব সুন্দর।
তিনি মিটমিট হেসে বললেন,
গত বছর ডিসেম্বেরে এটা নিয়েছি।
আমি ওনার কথা শুনে বললাম, এটার তো এদিকেই ২৮ লক্ষ দাম, দেশে তো এটার দাম কোটির উপড়ে। লোন করে কিনেছেন?
তিনি বলেছিলেন আরে না, আমি অনেক দিন ধরে অডিট সেকশনে কাজ করি। এখানে পরিশ্রম করতে হয় বেশী।
এরপর আমি জিজ্ঞেস করেছিলাম,
ভাই আপনার বেতন কত? পরিশ্রম বেশী করলে কি বেতন বাড়িয়ে দেয়?
দুজনেই আমাকে তাদের সম্পদ তথা ফ্ল্যাট এর সাইজ, দাম, গাড়ির মডেল, দাম সব বলেছেন নিজের ইচ্ছাতে গর্ব করে, খুশীতে,
কিন্তু যখন নিজের বেতনের কথা জিজ্ঞেস করেছি তখন আর কিছু বলেন নি।
বেতন কত জিজ্ঞেস করায় তারা, মাথা নিচু করে ফেলেছিলেন।
আপনারাও জিজ্ঞেস করবেন। যখন কেউ চাকুরী করে, দুই নাম্বারি করে, ঘুষ খেয়ে, সম্পদ করে আপনার সামনেই ফুটানি মারবে, বুক ফুলিয়ে নিজের চুরির কথা বলবে, তখন জিজ্ঞেস করবেন,
ভাই আপনার বেতন কত?
ভাই আপনি বেতন কত পান?
চোরকে চোরের ফিলিংস দিন।
আমি-আপনি চুরি করিনি, সেটা আমাদের দুর্বলতা না। এটা আমাদের শক্তি, অহংকার।
যে অনবরত চুরি করে যাচ্ছে, তাকে প্রশ্ন করুন, আপনার বেতন কত?
চুরিও করবেন, আবার ফুটানিও মারবেন, দুইটা একসাথে করা ঠিক না। চুরির সম্পদ লুকিয়ে লুকিয়ে ভোগ করুন। আর চুরির সম্পদ নিয়ে চাপাবাজি মারতে আসলেই জিজ্ঞেস করুন,
ভাই আপনার বেতন কত?
©️