Tuli's Lifestyle

Tuli's Lifestyle I want to go far with everyone support.Please subscribe my YouTube channel.

Tuli's Lifestyle is a page of my daily life style.I will share my traveling cooking and spending some sweets moments with my family please follow my page and support me.

কথা তার কাছে বলো,, যার কাছে কথা শোনার মতো মনোযোগ, আকর্ষণ আছে,এবং যে শুনতে চায় তাকে শুনাও।
24/08/2025

কথা তার কাছে বলো,,
যার কাছে কথা শোনার মতো মনোযোগ, আকর্ষণ আছে,এবং যে শুনতে চায় তাকে শুনাও।

Right
23/08/2025

Right

"তোমাকে না বলা কিছু কথা"।"তোমাকে ভালোবাসতে,আমার তোমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই.!!যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হ...
11/08/2025

"তোমাকে না বলা কিছু কথা"।
"তোমাকে ভালোবাসতে,আমার তোমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই.!!
যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য! ভালো তো আমি তোমাকে সেদিনও বেসেছি!
থাক না যোগাযোগ বন্ধ, থাক না কিছু কথা বাকি, কিছু কথা আল্লাহ জানুক, কিছুটা কিবোর্ড জানুক, বাকিটা আমি আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক..!!
কিছু একটা অপূর্ণ ছিল-যা কখনো পূর্ণতা পাই নি" কেউ একজন আমারও ছিল-কিন্তু সে আমার হয় নি.! যাকে বহু বার দেখার পরও মন ভরে নাই" তাকে আজ বহু দিন হলো দেখি না..!!
তোমাকে আজও পুরোপুরি ভুলে ওঠা হয়নি। তুমি আছো, তুমি রয়ে গেছো, আর আমৃত্যু থেকে যাবে আমার মনে। তুমি আমার হওনি তাতে কী, তুমি আমায় ভুলতে পারবে না কখনো।
তুমি আমায় ভালোবাসোনি এতে তোমার ভুল ছিল না। তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে।
ভুল ছিল আমার। কেন জানো.?
বিনা অনুমতিতে তোমাকে ভালোবেসেছি। তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন বুনেছি। ভেবেই নিয়েছি তুমি আমার। এক প্রকার ধরেই নিয়েছিলাম, তুমি কখনোই আমাকে ফেরাবে না। মনে করেছিলাম বাকি টা জীবন তুমি শুধুই আমার।
আমার আরো ভুল ছিল কি জানো.?
আমি বোধহয় জানতাম তুমি ঘৃণা করতে পারো না।
তুমি অবহেলা করতে জানো না। তুমি তুচ্ছতাচ্ছিল্য করতে জানো না। তুমি অসহায় করে দিতে জানো না। তুমি অপমানের সুরে কথা বলতে জানো না। কিন্তু এসবের কোনো কিছুই তোমার অজানা ছিলো না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয়। সবকিছুই তুমি পারো।
আমার সব চিন্তা-ভাবনা'ই ভুল ছিলো। যা আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে..!

জানো মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়😅
08/08/2025

জানো
মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়😅

অপূর্ণতা😭😞তোমাকে আমি এতটা ভালোবাসি যে, হঠাৎ করে ফোনের গ্যালারিতে তোমার পুরোনো একটা ছবি দেখেই চোখ ভিজে ওঠে। যেনো ছবির ওপা...
08/08/2025

অপূর্ণতা😭😞
তোমাকে আমি এতটা ভালোবাসি যে, হঠাৎ করে ফোনের গ্যালারিতে তোমার পুরোনো একটা ছবি দেখেই চোখ ভিজে ওঠে। যেনো ছবির ওপাশ থেকে তুমি তাকিয়ে আছো, আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি।
‎তোমাকে আমি এতটা ভালোবাসি যে, ঘুমের মাঝেও শুধু তোমার কথা ভাবতে ভাবতে চোখের কোণে অজান্তেই জমে ওঠে জল।
‎🥲😭রাতের নিঃস্তব্ধতায় বালিশটাই আমার একমাত্র সাক্ষী — কতবার সে জেনেছে, নিঃশব্দ কান্না কাকে বলে।
‎ভাগ্যিস চোখের জলে কোনো রং নেই! তাই তো দিনের শেষে কষ্টগুলো বালিশের আঁচলে লুকিয়ে ফেলা যায়।
‎তোমাকে ভেবে কাঁদলেও একটা অদ্ভুত শান্তি কাজ করে…
‎মনে হয়, তোমার নামটা উচ্চারণ করলেই বুকের ভার একটু কমে।যেনো মনটা হালকা হয়ে যায় অজানা একটা স্বস্তিতে।
‎তুমি যদি আমার জীবনে না আসতে, হয়তো কখনো জানতে পারতাম না — কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা কাকে বলে।
‎তুমি শিখিয়ে দিয়েছো কীভাবে একটা মানুষ অন্য মানুষের জন্য নিজের অস্তিত্বটুকু সঁপে দিতে পারে।তোমার জন্যই এখন আমি ভালোবাসা শব্দটার গভীরতা অনুভব করি।
‎আমার ভালোবাসা অপূর্ণ-ই থেকে যাবে।❤️‍🩹🙂

07/08/2025

বুকে থাকা তুমি'টা,আজকাল খুব
বেশি-ই য'ন্ত্রণা দিচ্ছ!❤️‍🩹😅

কিছু কথা 🤍🌸
06/08/2025

কিছু কথা 🤍🌸

কতো আক্ষেপ, অভিমান, ভালোবাসা এখানে চা'পা পরে আছে.!!😔💔
04/07/2025

কতো আক্ষেপ, অভিমান, ভালোবাসা এখানে চা'পা পরে আছে.!!😔💔

চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ঘরোয়া উপায় -(১)কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর...
01/06/2025

চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ঘরোয়া উপায় -

(১)কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়।

(২) অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে যা খুশকির সমস্যা দূর করে। এটি ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয় এবং চুল দ্রুত বেড়ে ওঠে।

(৩) আমলকি :- আমলকি খুশকি দূর করে, চুল পড়া কমায়, চুলে কালোভাব আনে। মাথার চুলকানি থেকে রক্ষা পেতে আমলকির রস দারুন কাজ করে।

(৪)পেঁয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন | নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে।

(৫)মেথি চুলকে খুশকিমুক্ত, ঘন ও লম্বা করতে সাহায্য করে। চুলের অকালপক্বতা রোধে, চুল পড়া রোধে, নতুন চুল গজাতে সহায়তা করে।

নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো। কিন্তু অতিরিক্ত আঁচড়ানো চুল পড়া বাড়িয়ে দেয়।

25/01/2025

সে আর কখনোও ফিরবে না। যদি জানতাম এটাই শেষ কথা, তাহলে আমি তোমাকে বাহানা দিয়ে তোমাকে ম্যাসেজ করতাম না।😭😓💔

25/01/2025

ছেলে" তুমি কি জানো!তোমাকে পাবার জন্য আমি কতবার কেঁদেছি,যদি কান্না করে তোমাকে পেয়ে যেতাম,তাহলে আমি সারা জীবন তোমার জন্য কান্না করেই যেতাম। যদি কান্না করে বান্ধিয়া রাখন জায়িত। তাহলে আমি প্রতিটা সময়,প্রতিটা মুহূর্তে,প্রতিটা দিন তোমার জন্য কান্না করেই যেতাম।😭😓




07/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Rajnagar, Mulovibazar
Sylhet
3240

Alerts

Be the first to know and let us send you an email when Tuli's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuli's Lifestyle:

Share