06/10/2025
কখনো ভেবে দেখেছেন, আজ পর্যন্ত কোনো সত্যিকারের নাস্তিক বা মস্তিষ্কবিকৃত পাগলকে কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থ ছিঁড়তে, পোড়াতে বা এমন কোনো পন্থায় অবমাননা করতে যেটা টাইপ করতে ও হাত কাপে,
আবার সেটা নিয়ে ক্যামেরার সামনে নাটক করতে দেখেছেন?
উত্তরটা সম্ভবত 'না'।
এই disgusting কাজগুলো যারা করে, তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ নয়।
বরং স্যুট-বুট পরা, নিজেদের 'সুস্থ-স্বাভাবিক' ও 'শিক্ষিত' দাবি করা কিছু মানুষই এই তামাশাগুলো করে।
কেন?
কারণ একজন প্রকৃত অবিশ্বাসীর অন্যের বিশ্বাস নিয়ে এতটা মাথাব্যথা থাকে না। আর একজন পাগলের তো কোনো এজেন্ডাই থাকে না। এই নোংরামি করা হয় কেবলই উস্কানি দেওয়ার জন্য, সস্তা পাবলিসিটি আর নিজেদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে।
এটা কোনো মতাদর্শের লড়াই নয়, এটা স্রেফ কাপুরুষোচিত উস্কানি।
রাস্ট্র যদি অন্তত ১-২ টা সঠিক বিচার করত তাইলে আর কেউ অন্যের ধর্মীয় গ্রন্ধের দিকে চোখ তুলার সাহস করত না
ধিক্কার!