Allah'S Creation"

Allah'S Creation" Don't waste time Turn To Allah ❤️💕🕋.

06/10/2025

কখনো ভেবে দেখেছেন, আজ পর্যন্ত কোনো সত্যিকারের নাস্তিক বা মস্তিষ্কবিকৃত পাগলকে কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থ ছিঁড়তে, পোড়াতে বা এমন কোনো পন্থায় অবমাননা করতে যেটা টাইপ করতে ও হাত কাপে,
আবার সেটা নিয়ে ক্যামেরার সামনে নাটক করতে দেখেছেন?

উত্তরটা সম্ভবত 'না'।

এই disgusting কাজগুলো যারা করে, তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ নয়।
বরং স্যুট-বুট পরা, নিজেদের 'সুস্থ-স্বাভাবিক' ও 'শিক্ষিত' দাবি করা কিছু মানুষই এই তামাশাগুলো করে।

কেন?
কারণ একজন প্রকৃত অবিশ্বাসীর অন্যের বিশ্বাস নিয়ে এতটা মাথাব্যথা থাকে না। আর একজন পাগলের তো কোনো এজেন্ডাই থাকে না। এই নোংরামি করা হয় কেবলই উস্কানি দেওয়ার জন্য, সস্তা পাবলিসিটি আর নিজেদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে।
এটা কোনো মতাদর্শের লড়াই নয়, এটা স্রেফ কাপুরুষোচিত উস্কানি।

রাস্ট্র যদি অন্তত ১-২ টা সঠিক বিচার করত তাইলে আর কেউ অন্যের ধর্মীয় গ্রন্ধের দিকে চোখ তুলার সাহস করত না

ধিক্কার!

04/10/2025
03/10/2025

দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়, যিনি বিপদে ফেলেছিলেন, এবং যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন!

02/10/2025

বাতাসে শীত শীত গন্ধ ভেসে আসছে, আলহামদুলিল্লাহ!!

28/09/2025

তোমাদের পূজা শুধুমাত্রই তোমাদের!
আমাদের ঈদ, রামাদান একান্তই আমাদের, আলহামদুলিল্লাহ এবং ইন'শা'আল্লাহ!

27/09/2025

সব বোন, একটাও ভাই নাই ? প্রশ্নটা আমাদের, সমাজের, সবচেয়ে থার্ডক্লাস লেভেলের প্রশ্ন!

আলহামদুলিল্লাহ, রাত পোহালেই আগামীকাল ,ফিলিস্তিন পাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পর্তুগাল থেকে viva Portugal 🇵🇹Free Pales...
21/09/2025

আলহামদুলিল্লাহ, রাত পোহালেই
আগামীকাল ,ফিলিস্তিন পাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পর্তুগাল থেকে
viva Portugal 🇵🇹
Free Palestine 🇵🇸

18/09/2025

আজ শুক্রবার! আল্লাহ তোমার সকল কষ্ট দূর করে দিন এবং তোমার সকল নীরব প্রার্থনা কবুল করুন,
আমিন ইয়া রব!

08/09/2025

আল্লাহর স্মরণে যে হৃদয় শান্ত হয়,
সে হৃদয়কে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট ভাঙতে পারে না।
(সূরা রা’দ, আয়াত ২৮)
🌸🌸

Tahajjud
01/09/2025

Tahajjud

29/08/2025

আমার জীবনে একটা ইচ্ছে আছে!
আমার মৃত্যু যদি আমার মায়ের কোলে হতো! তাহলে ফেরেস্তারা ভাবতেন এরে নিয়ে জামু কই এইতো মরছেই জান্নাতে!
সুবহান'আল্লাহ!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allah'S Creation" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share