Islami Renesa Tv

Islami Renesa Tv আসসালামু আলাইকুম,,,
আমাদের স্লোগান,সত?

29/05/2024

আমাদের নতুন পেইজে সবাইকে স্বাগতম,
এখন থেকে প্রতিদিন নতুন পেইজে ভিডিও আপলোড করা হবে। ইনশা-আল্লাহ

https://www.facebook.com/profile.php?id=61560098256068&sfnsn=mo&mibextid=RUbZ1f

Islami Renesa is a popular Islamic Content Creator in Bangladesh. This channel aims to promote the true essence of Islam and Shari’ah. You can connect with us by leaving your questions in the comment section.

https://youtu.be/bL9hxutnA8I?si=ReyyE32qjx1vGEcP
20/05/2024

https://youtu.be/bL9hxutnA8I?si=ReyyE32qjx1vGEcP

পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস | খাইরুল ইসলাম সিলেটি | khairul islam sylheti ে আমাদের ভিডিও থেকে আলোচনা করা হয়েছে ....

10/04/2024

ঈদুল ফিতরের ১৩ সুন্নাহ |

10/01/2024

হযতর শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও ফুলতলী (র.) ঈসালে সাওয়াব মাহফিলে বয়ান পেশ করছেন "হযরত মাওঃ খাইরুল ইসলাম সাহেব", প্রিন্সিপাল দশঘর দারুল কুরআন আলিম মাদ্রাসা।

05/01/2024

ফোনে ফোনে কাম হই যাইব নি মুতিয়া যাইব।
আব্দুল আহাদ জিহাদি


15/11/2023

পবিত্র কোরআন শরীফ নাজিলের ইতিহাস┇পবিত্র কোরআনের পরিচয়
#কোরআননাজিলেরপদ্ধতি
--------------------------------------------------------------------- -------------------------------------
* ৬১০ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়।

* অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস ১৪ দিন।

* প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হলো সুরা ফাতিহা।

* সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত।

* কোরআনের প্রথম শব্দ হলো ‘ইকরা’—তুমি পড়ো।

* কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হলো সুরা আন-নসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সুরা বাকারার ২৮১ নম্বর আয়াত।

* কোরআন নাজিল শেষ হয় হিজরি ১১ সালের সফর মাসে।

* কোরআনের সর্ববৃহৎ সুরা হলো সুরা বাকারা। এর আয়াত সংখ্যা ২৮৬।

* কোরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা কাওসার। এর আয়াত সংখ্যা ৩।
* পবিত্র কোরআনের মোট সুরা ১১৪টি। এর মধ্যে মাক্কি সুরা (হিজরতের আগে বর্ণিত) ৯২টি, মাদানি সুরা (হিজরতের পরে বর্ণিত) ২২টি।

* কোরআনে মোট ৫৪০টি রুকু আছে।

* প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের মোট আয়াত ছয় হাজার ৬৬৬টি। কিন্তু গবেষকদের দৃষ্টিতে মোট ছয় হাজার ২৩৬টি।

* কোরআনের আয়াতের ধরন—আদেশসূচক আয়াত এক হাজার, নিষেধসূচক এক হাজার, সুসংবাদসূচক এক হাজার, ভীতি প্রদর্শনসূচক এক হাজার, কাহিনীমূলক এক হাজার, দৃষ্টান্তমূলক এক হাজার, হালালসংক্রান্ত ২৫০, হারামসংক্রান্ত ২৫০, দোয়া, জিকির ও তাসবিহসংক্রান্ত ১০০টি।

* কোরআনের মোট শব্দ ৮৬ হাজার ৪৩০টি।

* কোরআনের মোট অক্ষর তিন লাখ ৪৭ হাজার ৮৩৩টি, মতান্তরে তিন লাখ ৪৯ হাজার ৩৭০টি, মতান্তরে তিন লাখ ৫১ হাজার ২৫২টি।

* কোরআনের মোট মনজিল সাতটি এবং পারা ৩০টি।

* কোরআনের মোট হরকত—জের ৩৯ হাজার ৫৮২, জবর ৫২ হাজার ২৩৪, পেশ হলো আট হাজার ৮০৪, জজম এক হাজার ৭৭১, নুকতা এক লাখ পাঁচ হাজার ৬৮১, তাশদিদ এক হাজার ৪৫৩, ওয়াকফ্ ১০ হাজার ৫৬৪, মাদ এক হাজার ১৭১ ও আলিফ মামদুদাহ ২৪০টি।

* কোরআনে হরফের সংখ্যা—আলিফ ৪৮ হাজার ৪৭৬ বা ১১ হাজার ৪৪২, তা ১০ হাজার ১৯৯, ছা এক হাজার ২৭৬, জিম তিন হাজার ২৭৩, হা তিন হাজার ৯৭৩, খা দুই হাজার ৪৪৬, দাল পাঁচ হাজার ৬৪২, জাল চার হাজার ৬৭৭, রা ১১ হাজার ৭৯৩, জা এক হাজার ৫৯৩, সিন এক হাজার ৮৯১, শিন দুই হাজার ২৫৩, ছোয়াদ দুই হাজার ১৩, দোয়াদ এক হাজার ৬০৭, তোয়া এক হাজার ২৭৭, জোয়া ৮৪২, আইন ৯ হাজার ২২০, গাইন দুই হাজার ১০৮, ফা আট হাজার ৪৯৯, ক্বাফ ছয় হাজার ৮১৩, কাফ ৯ হাজার ৫০২, লাম ৩৩ হাজার ৪৩২, মিম ২৬ হাজার ৫৬০, নুন ৪৫ হাজার ১৯০, ওয়াও ২৫ হাজার ৫৩৬, হা ১৯ হাজার ৭০, লাম আলিফ চার হাজার ৭২০, ইয়া ৪৫ হাজার ৯১৯টি।

* সর্বপ্রথম কোরআনে নুকতা ও হরকত প্রবর্তন করেন আবুল আসওয়াদ দুয়াইলি, মতান্তরে হাজ্জাজ বিন ইউসুফ।

* হানাফি মাজহাব মতে, কোরআনে তিলাওয়াতে সিজদা ১৪টি এবং সাকতার সংখ্যা চারটি।

* কোরআনে নবী ও রাসুলের নাম এসেছে ২৫ জনের। ফেরেশতার নাম এসেছে চারজনের। শয়তান শব্দটি এসেছে ৮৫ বার, ইবলিস এসেছে ১১ বার। জিনজাতির প্রসঙ্গ এসেছে ৩২ বার।

* নবীদের মধ্যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এসেছে মুসা (আ.)-এর নাম। তার নাম এসেছে ১৩৫ বার।

* কোরআনে ছয়জন কাফিরের নাম আছে।

* কোরআনে বিসমিল্লাহ নেই সুরা তওবায়।

* কোরআনে বিসমিল্লাহ দুইবার এসেছে সুরা নামলে।

* কোরআনে বর্ণিত একজন সাহাবি হজরত জায়েদ (রা.)।

* কোরআনে বর্ণিত একজন নারী মারইয়াম বিনতে ইমরান।

* কোরআনের প্রথম ওহি লেখক জায়েদ বিন সাবেত (রা.)।

* কোরআনের মুখপাত্র হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস।

* কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরত আবু বকর সিদ্দিক (রা.) ৬৩৩ খ্রিস্টাব্দে।

* কোরআনের প্রথম সংকলক হজরত ওসমান (রা.)।

* কোরআনের প্রথম ও প্রধান তাফসিরবিদ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)।


#কুরআননাযিলেরপদ্ধতি #ওহীনাযিলেরপদ্ধতি #কুরআননাযিলেরইতিহাস #কুরআননাযিলেরকাহিনি #কুরআননাজিলেরপদ্ধতিকয়টি





Thank you for watching..............

06/11/2023

কুরআনের পরিচয় ও নামকরণ এর কারণ। প্রিন্সিপাল মাওঃ খাইরুল ইসলাম সাহেব।

18/10/2023

| ইস*রাই*লের বি*রু*দ্ধে হুং*কার | প্রিন্সিপাল খাইরুল ইসলাম |

#ইসলামি_ভিডিও
#বক্তৃতা
#বক্তব্য

24/09/2023

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | রাসুল সাঃ রোজা রাখার মাধ্যমে মিলাদুন্নবী সাঃ পালন করেন, বেদাতিরা মিলাদুন্নবী সাঃ পালন করে শিরনী খেয়ে?
এইটা কি বেদাত?
আসুন জেনে নেই ভিডিওর মাধ্যমে।

প্রশ্ন : রাসুল সাঃ রোজা রেখে মিলাদুন্নবী সাঃ পালন করেছেন এখন বেদাতিরা মিলাদুন্নবী সাঃ পালন করে সিন্নি খেয়ে? ইনশা আল্লাহ ...
23/09/2023

প্রশ্ন : রাসুল সাঃ রোজা রেখে মিলাদুন্নবী সাঃ পালন করেছেন এখন বেদাতিরা মিলাদুন্নবী সাঃ পালন করে সিন্নি খেয়ে?
ইনশা আল্লাহ আগামীকাল সন্ধার সময় ভিডিও আপলোড করা হবে।

21/09/2023

রাসুল (সাঃ) এর প্রকৃত জন্ম তারিখ কোন টি? প্রিন্সিপাল মাওঃ খাইরুল ইসলাম সাহেব | Khairul islam Sylheti |

28/06/2023

কোরবানির ফজিলত ও গুরুত্ব।
আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নামছি | মাওঃখাইরুল ইসলাম সাহেব | Mawlana khairul islam
Bangla Waz

{{ ইসলামী রেনেসাঁ tv টিভিতে স্বাগতম }}
বাংলাদেশের সকল শ্রেষ্ট ভক্তাদের নতুন ওয়াজ আমাদের চ্যানেলে নতুন আপডেট আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে SUBSCRIBER সাথে থাকুন.
--------------------------------------------------------------------------------------------------------

#মাওঃ_খাইরুল_ইসলাম





Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Islami Renesa Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Renesa Tv:

Share