
02/08/2025
বড়লেখায় মেয়ের গলায় দা ধরে ছিনতাই: ৪৮ ঘণ্টার মধ্যেই ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মোবাইল
নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের বড়লেখায় ব্যাংক থেকে উত্তোলন করা টাকা ও রুপার অলংকার (চেইন) ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত নগদ অর্থ, মোবাইল ফোন, একটি ধারালো দা এবং ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায়। জানা যায়, বড়লেখার ব্যবসায়ী আব্দুল আহাদ খছরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌর শহরের পূবালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা খছরু ও তার মেয়ের গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখায় এবং সুহাদার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্মার্টফোন, প্রায় দুই ভরি ওজনের একটি রুপার চেইন ও একটি জাতীয় পরিচয়পত্র ছিল।
ঘটনার পর বড়লেখা থানায় মামলা (নং-১৭, তারিখ-৩০/০৭/২০২৫, ধারা-৩৪১/৩৯২ দণ্ডবিধি) দায়ের করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পুলিশ সুপার (মৌলভীবাজার) ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)-এর প্রত্যক্ষ নির্দেশনায়, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, এসআই রতুন কুমার হালদার ও এসআই সুব্রত চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযানে অংশ নেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে সিলেট মহানগরের শাহপরাণ থানাধীন টিকরপাড়া (পীরের বাজার) এলাকা থেকে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন– কুলাউড়া উপজেলার মৃত চাঁনমনি আহমদের ছেলে সেলিম আহমদ প্রকাশ অনিক ওরফে বটলা সেলিম (৩৫) ও সিলেট শাহপরান থানার মিরমহল্লা ও বর্তমান টিকরপারা ( পীরেরবাজার) গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরো দুই পলাতক আসামীর নাম-ঠিকানা জানা গেছে, তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
বড়লেখা থানা পুলিশ সুত্রে জানা যায়– আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের মোবাইল ফোন (স্যামসাং স্মার্টফোন), একটি ধারালো দা, ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল, কালো রঙের হেলমেট এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত পোশাক।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, "ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি এবং মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারীরা ছিনতাইয়ের কথা স্বীকার এবং পলাতক আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। আটকদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে”।
#বড়লেখাসংবাদ #বড়লেখায়ছিনতাই #আটকদুই