26/11/2025
সৎ ও খোদাভীরু নেতৃত্ব পেলে বাংলাদেশ পিছিয়ে থাকত না; জনসভায় জামায়াত প্রার্থী আমিনুল
ফয়সাল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতার চুয়ান্ন বছরে এ দেশ সৎ ও খোদাভীরু নেতৃত্ব পেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকত না। দুর্নীতি, লুটপাট আর মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী এই জনসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন কামরান হোসেন ও হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম আরও বলেন, ‘যখন যে দল ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্নীতির আমলনামা পেশ করতে করতে আরেকটি নির্বাচন চলে এসেছে। দেশের স্থিতিশীল উন্নয়নের জন্য সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্ব প্রয়োজন। দেশে হত্যা, লুটপাট, হাজার কোটি টাকার দুর্নীতি ও মিথ্যা মামলায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ন্যায়-নীতিভিত্তিক নেতৃত্ব গঠনের বিকল্প নেই।
নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘৩৮ বছরের রাজনৈতিক জীবনে এরশাদবিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকারের দাবির আন্দোলনসহ সব গণআন্দোলনে অংশ নিয়েছি। জনগণ সুযোগ দিলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড়লেখা-জুড়ীর উন্নয়নে কাজ করবো।’ তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার ভাঙাচোরা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সড়কগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি আলিম উদ্দিন, মাওলানা নোমান উদ্দিন, শাহাব উদ্দিন, আবুল হোসাইন আজাদসহ স্থানীয় মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।