জনপদ টিভি - Jonopod TV

জনপদ টিভি - Jonopod TV প্রতি মূহুর্তের খবরা-খবর পেতে পেইজে লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন।

সৎ ও খোদাভীরু নেতৃত্ব পেলে বাংলাদেশ পিছিয়ে থাকত না; জনসভায় জামায়াত প্রার্থী আমিনুলফয়সাল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীব...
26/11/2025

সৎ ও খোদাভীরু নেতৃত্ব পেলে বাংলাদেশ পিছিয়ে থাকত না; জনসভায় জামায়াত প্রার্থী আমিনুল

ফয়সাল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতার চুয়ান্ন বছরে এ দেশ সৎ ও খোদাভীরু নেতৃত্ব পেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকত না। দুর্নীতি, লুটপাট আর মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী এই জনসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন কামরান হোসেন ও হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম আরও বলেন, ‘যখন যে দল ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্নীতির আমলনামা পেশ করতে করতে আরেকটি নির্বাচন চলে এসেছে। দেশের স্থিতিশীল উন্নয়নের জন্য সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্ব প্রয়োজন। দেশে হত্যা, লুটপাট, হাজার কোটি টাকার দুর্নীতি ও মিথ্যা মামলায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ন্যায়-নীতিভিত্তিক নেতৃত্ব গঠনের বিকল্প নেই।

নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘৩৮ বছরের রাজনৈতিক জীবনে এরশাদবিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকারের দাবির আন্দোলনসহ সব গণআন্দোলনে অংশ নিয়েছি। জনগণ সুযোগ দিলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড়লেখা-জুড়ীর উন্নয়নে কাজ করবো।’ তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার ভাঙাচোরা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সড়কগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন।

সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি আলিম উদ্দিন, মাওলানা নোমান উদ্দিন, শাহাব উদ্দিন, আবুল হোসাইন আজাদসহ স্থানীয় মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী মাঠে সরগরম প্রচারণা; জামায়াত ও বিএনপি প্রার্থীর তৎপরতা বেড়েছেনিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার-১...
24/11/2025

মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী মাঠে সরগরম প্রচারণা; জামায়াত ও বিএনপি প্রার্থীর তৎপরতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন দিনদিন উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরেই এলাকায় নিয়মিত প্রচারণায় সক্রিয় রয়েছেন। তিনি বড়লেখা-জুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মসজিদভিত্তিক জুমার খুতবা, ওয়াজ, দোয়া মাহফিলসহ নানা জনসম্পৃক্ত কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। তৃণমূল পর্যায়ে তার এই ধারাবাহিক উপস্থিতি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্ত নাসির উদ্দীন মিঠু মনোনয়ন পাওয়ার পরই মাঠে নেমেছেন। খুব অল্প সময়ে হলেও তিনি জুড়ী ও বড়লেখার বিভিন্ন এলাকায় বিস্তৃত প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে গণসংযোগ, পথসভা ও ঘরোয়া আলোচনা সভার মাধ্যমে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন।

এদিকে একই আসনে বিএনপির স্থানীয় তৃণমূল নেতাদের একটি অংশ কাতার বিএনপি'র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি'র সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুকে প্রার্থী হিসেবে চাইছেন। সাজুর পৃথক গণসংযোগ ও তৃণমূল ভিজিট এলাকাজুড়ে নতুন আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতাদের দাবি-মৌলভীবাজার-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা প্রয়োজন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মৌলভীবাজার-১ আসনের রাজনৈতিক পরিস্থিতি ততই জমে উঠছে। তৃণমূল পর্যায়ে তিন পক্ষের সক্রিয়তা এই আসনে ভোটের সমীকরণকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

18/11/2025

দেশে ফিরলেন কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর,
তবে জী-বিত নয় ফিরেছেন নি-থর দে-হে ক-ফিনে...









#দীপংকর #মৃত্যু

fans
জনপদ টিভি - Jonopod TV

17/11/2025

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ;
ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার।

fans




#সংবাদ
#শেখহাসিনার
জনপদ টিভি - Jonopod TV

13/11/2025

দীপংকর দাস দ্বীপ: চলে গিয়েও ছড়িয়ে দিলেন ভালোবাসা।









#দীপংকর #মৃত্যু

12/11/2025

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, তরুণ প্রজন্মের প্রিয় মুখ দীপংকর দাস দ্বীপ আর নেই। প্রাণচঞ্চল, হাসিখুশি এই তরুণ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

#দীপংকর #মৃত্যু

11/11/2025

হাওর-পাহাড়ের সম্ভাবনা কাজে লাগিয়ে গড়ব উন্নত বড়লেখা-জুড়ী’। বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি প্রার্থী মিঠুর প্রতিশ্রুতি।

#জনপদটিভি

‘রিভিউ আবেদন’ মাঠে! বিএনপির মনোনয়ন নিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে আলোচনায় ফেনীর আলালনিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ফেনীর একটি সংসদ...
08/11/2025

‘রিভিউ আবেদন’ মাঠে! বিএনপির মনোনয়ন নিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে আলোচনায় ফেনীর আলাল

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ফেনীর একটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর সেটি পুনর্বিবেচনার জন্য ক্রিকেটীয় স্টাইলে ‘রিভিউ’ আবেদন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, বিস্তীর্ণ ধানখেতের মাঝে দাঁড়িয়ে মাথায় হ্যাট পরে দুই হাত উঁচিয়ে ক্রিকেট আম্পায়ারের ‘রিভিউ’ ভঙ্গিতে আবেদন করছেন আলাল উদ্দিন আলাল। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মি. আলাল জানিয়েছেন, ছবিটি তিনিই নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। তিনি বলেন, আমি জেনারেশন জেড-এর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে অহিংস পন্থায় মনোনয়ন পরিবর্তনের জন্য দলের হাইকমান্ডের কাছে রিভিউ আবেদন করেছি। বিএনপির রাজনীতিতে ফেনী জেলা দীর্ঘদিন ধরেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জেলা হিসেবে পরিচিত। সেই জেলা থেকেই মনোনয়ন নিয়ে এমন ‘ক্রিকেটীয় প্রতিবাদ’ ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।

যদিও আলালের দাবি, তার এই রিভিউ আবেদন ছিল সম্পূর্ণ ‘অহিংস প্রতীকী প্রতিবাদ’, কিন্তু দলের বিভিন্ন স্থানে মনোনয়ন তালিকা ঘোষণার পর সহিংসতা ও অভ্যন্তরীণ বিরোধের খবর পাওয়া গেছে। স্থানীয় পর্যায়ে বহু জায়গায় সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া বিবেচনা করেই দলীয়ভাবে ঘোষণা করা হয়েছে যে, প্রার্থী তালিকায় ‘যে কোনো সময় পরিবর্তন’ আসতে পারে।

দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ’প্রার্থিতা নিয়ে কোথাও কোনো সমস্যা হলে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই তার সমাধান করা হবে।' তবে ফেনীর ধানখেতে ক্রিকেটের ‘রিভিউ’ ভঙ্গিতে করা আবেদন এখন রাজনীতির মাঠে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ভোটের মাঠেও কৌতূহলের জন্ম দিয়েছে।
হাইকমান্ড এবার কি থার্ড আম্পায়ারের কাছে রিভিউ পাঠাবে?

07/11/2025

বাংলাদেশি দম্পতিকে ব্যাগভর্তি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে বিএসএফের দৃষ্টান্ত স্থাপন।

#বিএসএফ #বিজিবি #সংবাদ #জনপদটিভি

03/11/2025

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন (ধানের শীষ) পেলেন নাসির উদ্দিন মিঠু...

01/11/2025

বিয়ানীবাজার বিজিবির অভিযানে
১৭৭০ কেজি ভারতীয় জিরা জব্দ

ডেস্ক রিপোর্ট: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ - বিজিবি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন, ৫২ বিজিবি-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান চালায়। শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে দোবাগ ইউনিয়নের শেওলা ব্রিজ এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাকসহ ১ হাজার ৭৭০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা। এবং ট্রাকটির মূল্য ৩৫ লাখ ৩০ হাজার টাকা। মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ টাকা। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ট্রাক ও জিরা সম্পর্কিত পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

30/10/2025

বড়লেখায় বিজিবির অভিযানে ৬ ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত এলাকা থেকে ৬টি ভারতীয় মহিষ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

বৃহস্পতিবার সকালে (৩০ অক্টোবর) ৫২ বিজিবির অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজবাগ এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো আটক করে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘ টহলদলটি মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ বিজিবির ধারণা, মহিষগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when জনপদ টিভি - Jonopod TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনপদ টিভি - Jonopod TV:

Share