Liza's Little World

Liza's Little World ❤️Optimistic person❤️
(2)

16/08/2025
15/08/2025

Ya Allah, grant me strength and beautiful patience to deal with whatever trial you've written….

❤️
14/08/2025

❤️

জীবনে স‍্যাটেল হওয়া বলতে কিছু নেই। স‍্যাটেল জীবন একটা মানসিক আত্মতৃপ্তির ধারণা। কিংবা সামাজিকভাবে প্রচলিত এক মরিচিকা।

জীবন তো বৃক্ষ না, যে এক জায়গায় স‍্যাটেল হয়ে থাকবে! এমনকি বৃক্ষও তো স‍্যাটেল না। বৃক্ষ এক জায়গায় স্থির—কিন্তু সেও বেড়ে উঠে। ঋতুর সাথে বদলায়।

জীবন তো কোন বিশাল পাথর নয়। স্থির হয়ে থাকবে এক জায়গায়। জীবন গতিশীল। ডাইনামিক। ডাইনামিক জীবন কখনোই স‍্যাটেল হতে পারে না।

মানুষের জীবন স‍্যাটেল হওয়ার জন‍্য না। এটাই সত‍্য।

মানুষ বিয়ে করলেই স‍্যাটেল হয়ে যায় না। মানুষ চাকরি পেলে স‍্যাটেল হয়ে যায় না। বাড়ি কিনলেই স‍্যাটেল হয়ে যায় না। গাড়ি কিনলেই স‍্যাটেল হয়ে যায় না।

রাজা বাদশারাও তো স‍্যাটেল হতে পারে না। তাদের কি কম থাকে? সিংহাসন হারায় না তারা?
একজন প্রধানমন্ত্রীকে আপনি কি বলবেন? —তিনি স‍্যাটেল না? তার জীবনে টাকা-পয়সা, ক্ষমতা কিসের অভাব? অথচ সেই প্রধানমন্ত্রীও তো ক্ষমতা হারায়।

মানুষের জীবনে স‍্যাটেল বলতে কিছু নাই। মানুষের জীবন হলো নদীর স্রোতের মতো। প্রবাহমান জল। গতিশীল। চলতেই থাকবে—আমৃত‍্যু। এখানে সবাই দৌঁড়ের উপর আছে।

অনেকে বিয়ে না করলে মনে করে স‍্যাটেল হতে পারছে না। আবার অনেকে বিয়ে করে, বিচ্ছেদ না হওয়া পর্যন্ত মনে করে, স‍্যাটেল হতে পারছে না।

এক সময় মনে হবে একটা চাকরি না থাকলে জীবন স‍্যাটেল হচ্ছে না। আবার চাকরি পাওয়ার পর মনে হবে—এই চাকরের জীবন ভালো লাগে না।

জীবনে যখন পকেটে ১০০ টাকা ছিলো, তখনো সমস‍্যা ছিলো। যখন চাইলেই এক লক্ষ টাকা নির্দ্বিধায় খরচ করতে পারি, তখনো জীবন সমস‍্যাহীন না।

একসময় মনে হবে একটা বাড়ি না থাকলে জীবনটা স‍্যাটেল হচ্ছে না। বাড়ি কেনার পর দেখবেন কতো ঝামেলা বাড়ে! কতো চিন্তা বাড়ে। আজ এদিকে নষ্ট হবে তো, কাল সেদিক নষ্ট হবে! মনে হবে বাড়ি বেচে ভাড়া থাকি।

মানুষের জীবনে যতো থাকে, ততো তার জীবন ঝামেলাপূর্ণ হয়। মানুষ যতো বেশি আশা করবে, ততোই তাকে দহন করতে হয়। ততোই তাকে চিন্তা করতে হয়। ততোই তার সমস‍্যা বাড়তে থাকে। মানুষের বেশি থাকা মানে কিন্তু স‍্যাটেল হওয়া না। কিংবা কম থাকলেই সেটাকে আনস‍্যাটেল ভাবারও কারণ নাই।

জীবন গতিময়। এখানে স‍্যাটেল বলতে কিছু নেই। আছে শুধু বেঁচে থাকার নিরন্তর চেষ্টা। সংগ্রাম। জীবনকে প্রবাহিত করার অদম‍্য নে'শা।

আছে সৎ ও সুন্দর আনন্দ। মায়া, দরদ আর ভালোবাসা।

- সংগৃহীত
#জীবন_চক্র

10/08/2025

মানুষ কেমনে পরিবর্তন হয় জানিনা, আমি গত আগস্টেও পাগল ছিলাম, এই আগস্টেও পাগলই আছি 😂

😅😅😅
10/08/2025

😅😅😅

09/08/2025

মোবাইল টিপতে ভাল্লাগেনা! মোবাইল রেখে দিলে ও ভাল্লাগেনা! ইনবক্স ভাল্লাগেনা! হোমপেইজ ভাল্লাগেনা! শুয়ে থাকলে ভাল্লাগেনা! বসে থাকলে ভাল্লাগেনা! বকবক করলে ভাল্লাগেনা! চুপচাপ থাকলে ভাল্লাগেনা! টিভি দেখতে ভাল্লাগেনা! টিভি ছাড়াও ভাল্লাগেনা! কথা বলতে ভাল্লাগেনা! ভাল্লাগেনা বলতেও ভাল্লাগেনা!
😂😂😂

For you🌹🌹🌹😊
06/08/2025

For you🌹🌹🌹

😊

06/08/2025

😊❤️

তেমন কিছু না, আমার মনের তালা আর কি 😂😂😂
04/08/2025

তেমন কিছু না, আমার মনের তালা আর কি 😂😂😂

04/08/2025

It takes 12 hours to arrive🇬🇧
But years to return ✈️🇧🇩💔😐
It's been one year today😐
04.08.2024 to 04.08.2025😐
Miss you Bangladesh 💔

21/10/2023

আপনি যখন কথায় কথায় ফেসবুকে পোস্ট দেওয়া বন্ধ করবেন, তখনই আপনি ম্যাচুরিটির প্রমাণ দিবেন। পাশাপাশি আপনি সবচেয়ে ভালো থাকবেন আপনি যখন জাহির করবেন না, আপনার জীবনে ভালো বা খারাপ কি হচ্ছে!! মানুষ ভালো দেখলে জেলাস হয়, খারাপ দেখলে মজা নেয়। তাই নিজেকে এমন ভাবে রাখা ভালো যেনো কেউ অনুমান করতে না পারে।

❤️

😁
08/08/2023

😁

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Liza's Little World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share