13/12/2025
ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়,
বরং কষ্টের ভেতরেও আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলা।
পরিশ্রম অনেক সময় নীরবে হয়—
কেউ দেখে না, কেউ বাহবা দেয় না,
কিন্তু সেই নীরব পরিশ্রমই একদিন সবচেয়ে জোরে কথা বলে।
আজ যদি ফল না আসে, হতাশ হয়ো না—
বীজ তো মাটির নিচে থেকেও কাজ করে।
সময় এলে অঙ্কুর ফেটে বের হয়,
আর তখন সবাই দেখে—কিন্তু কজন জানে কতদিন সে অন্ধকারে ছিল।