অবসরের কল্পনা

অবসরের কল্পনা প্রতিটি অনুভূতি মানুষের অন্তরের একেকটি গল্পের প্রতিফলন, যা শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়।

জীবনকে কখনোই অতিরিক্ত দীর্ঘ ধরে নেবেন না।যে ভবিষ্যতের স্বপ্নে আমরা দিনরাত ভেসে যাই,হয়তো সেই ভবিষ্যৎ আর আমাদের জীবনে আসবে...
23/07/2025

জীবনকে কখনোই অতিরিক্ত দীর্ঘ ধরে নেবেন না।
যে ভবিষ্যতের স্বপ্নে আমরা দিনরাত ভেসে যাই,
হয়তো সেই ভবিষ্যৎ আর আমাদের জীবনে আসবেই না।

জীবন—এটি কেবল এক ক্ষণস্থায়ী সফর,
যেখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়।
তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন,
আর আল্লাহর শুকরিয়া আদায় করুন।
কারণ আমরা জানি না—
এই সফরের শেষ স্টেশন কোথায়।

#অবসরের_কল্পনা
#অনিশ্চিতজীবন

এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষন্নতায় 💔
23/07/2025

এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষন্নতায় 💔

22/07/2025

আকাশ এখন তাদের চির ঠিকানা 😥

22/07/2025

💔😢

22/07/2025

১) ‘শিশু (অবস্থায় মৃত্যুবরণকারী) মুসলিম সন্তানেরা জান্নাতের ‘শিশু খাদেম’ হবে। তারা তাদের মাতা-পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না।’
(মিশকাত : ১৭৫২)

২) যখন কারও সন্তান মারা যায়, তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের ডেকে বলেন, ‘তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’।

আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ?’ তারা বলেন, ‘হ্যাঁ’। আল্লাহ তায়ালা বলেন, ‘আমার বান্দা কি বলেছে?’ তারা বলেন, ‘আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে।’

তখন আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘বাইতুল হামদ’, অর্থাৎ, প্রশংসার ঘর।’
-(তিরমিজি সূত্রে রিয়াজুস সালেহিন : ১৩৯৫)

22/07/2025

নিয়মিত সময়ে নামাজ পড়ার টিপস🤍

》আজান দেওয়ার সময় কল্পনা করো, যেন আল্লাহ তোমার দিকে হাত বাড়িয়ে ডাকছেন।

》আল্লাহ আমাদের নামাজের সময় বলা মনের কথা শুনতে উদগ্রীব থাকেন।

》ভাবো, আজ থেকেই মৃত্যুর ফেরেশতা আমাদের নজরে রেখেছেন।

》ভাবো, যদি আমরা সময়মতো নামাজ না পড়ি, কে জানে—ঠিক তখনই হয়তো আমাদের মৃত্যু হতে পারে।

~সংগৃহীত

22/07/2025

যে মনে করে মৃ'ত্যু শুধু তার বৃদ্ধকালেই আসবে, সে ধোঁকায় পড়ে আছে।

যে মনে করে মৃ'ত্যুর পরে কোনো হিসাব নিকাশ হবে না, সেও ধোঁকায় পড়ে আছে।

যে মনে করে সে দুনিয়াতে যা ইচ্ছা তা-ই করতে পারে এবং সেজন্য তাকে কোনো জবাব দিতে হবে না, সেও ধোঁকায় আছে।

যে মনে করে সে কোনো দায়িত্ব, উদ্দেশ্য ছাড়াই তার জীবন কাটিয়ে দেবে আর তাতে তার কোনো লোকসান হবে না, সেও ধোঁকায় পড়ে আছে।

যে মনে করে আমরা যত খুশি গু'নাহ করতে পারি আর আল্লাহ তো রহমান ও রহিম, তিনি অবশ্যই আমাদের মাফ করে দেবেন, সেও ধোঁকায় পড়ে আছে।

[Muhammad Ali'র লেকচার অবলম্বনে চলো পাল্টাই, পৃ ১১-১২]

22/07/2025

ক্ষণিকের এই জীবন, মুহূর্তেই শেষ হয়ে যায়...
কত সুন্দরভাবে দিনটা শুরু করেছিল সবাই।
চোখে ছিলো স্বপ্ন, মুখে ছিলো হাসি।
পাইলট ছিলেন শেষ ধাপের প্রশিক্ষণে—অসংখ্য কষ্ট আর অধ্যবসায়ের ফল ছিল তাঁর আজকের অবস্থান।
সব শেষ হয়ে গেল এক মুহূর্তে…

শিশুরা হাসিমুখে ঘর থেকে বেরিয়েছিল, কে জানত—আর ফিরবে না তারা?
মায়েদের কোল খালি হয়ে গেল…
একটি দুর্ঘটনায় থেমে গেল কত শত পরিবারের স্বপ্ন, ভবিষ্যত আর শান্তি।

আহা... জীবন যে আসলেই কত অনিশ্চিত!
এই জীবন নিয়েই আমরা করি কত স্বপ্ন, কত পরিকল্পনা।
কিন্তু কে জানে কোন মুহূর্তেই থেমে যাবে সবকিছু…

আল্লাহ, তুমি সকলকে হেফাজত করো।
নিহতদের জান্নাত দান করো, এবং তাদের পরিবারকে এই অসহনীয় শোক সইবার শক্তি দাও।


22/07/2025

গতকাল ঢাকার আকাশ বেয়ে নামল এক বিভীষিকাময় ট্র্যাজেডি।
একটি প্রশিক্ষণ বিমান, একটুকু যান্ত্রিক ত্রুটি—আর তাতেই হারিয়ে গেল একঝাঁক নিষ্পাপ মুখ।
একটি স্কুল, যেখানে প্রতিদিন প্রাণভরে হাসতো শিশুরা, সেই স্কুলটাই হয়ে উঠল তাদের বিদায়ের মঞ্চ...

আমরা কীভাবে ভুলবো সেই কান্না, সেই আর্তনাদ?
একটি মায়ের বুক ফেটে যাচ্ছে, বাবার চোখে জমে আছে অসীম শোক।
এই মৃত্যুগুলো কোনো সংখ্যায় মাপা যায় না… প্রতিটি হারানো প্রাণ ছিলো কারো ঘরের আলো।

আজ আমাদের শোক, আমাদের প্রশ্ন—
আমরা আর কত প্রাণ হারালে সচেতন হব?
আর কত শিশুর প্রাণ ঝরলে আমরা নিরাপত্তার কথা ভাববো?


21/07/2025

উত্তরার অগ্নিকাণ্ডের ঘটনা বা যে কারোর যেকোনো বিপদের ঘটনা সামনে আসলেই অবশ্যই নিম্নোক্ত দুআটা পড়ুন ইনশাআল্লাহ, আপারা।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি হঠাৎ কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি বলে,

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً

অর্থ: ’’সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই অবস্থা থেকে রক্ষা করেছেন যা তোমার জন্য নির্ধারিত করেছেন এবং তাঁর অনেক মাখলুকের (সৃষ্টির) উপর আমাকে সম্মান দান করেছেন ’’

তাহলে সে তার জীবনকাল পর্যন্ত উক্ত বিপদ থেকে নিরাপদ থাকবে।

•তিরমিযি, হাদিস নং ৩৪৩১; সনদ হাসান•

(আরো একাধিক সনদে হাদিসটা বর্ণিত হয়েছে)

~সংগৃহীত

Rajnogor, Moulvibazar – where peace meets the path...🌿💚   #অবসরের_কল্পনা
21/07/2025

Rajnogor, Moulvibazar – where peace meets the path...🌿💚



#অবসরের_কল্পনা

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when অবসরের কল্পনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবসরের কল্পনা:

Share