Tarek Aziz117

Tarek Aziz117 ইয়া হাইয়্যু ইয়া কাই্য়্যুম লা ইালাহা ইল্লা আন্তা বিরাহমাতিকা আস্তাগিছ।।

🩸B+

11/01/2025

Uff🤣🤣

❤️
11/01/2025

❤️

23/12/2024
💞
20/12/2024

💞

Check out Empathy’s post.

17/12/2024
08/11/2024

সুন্দর চেহারা নয়, সুন্দর মনের মানুষের অধিকারী হওয়াটা সবথেকে বেশি জরুরি….

দিনশেষে, আপনার সুন্দর মানসিকতা আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে… ইনশাআল্লাহ ❤️

সাদা চামড়ার কোনো দাম থাকবে না, যদি কিনা.. ভেতরের অন্তরটা কালো হয় । পরিশেষে, সবাই আল্লাহর তায়ালার সৃষ্টি.. এজন্য, সবাই সুন্দর ।

05/11/2024

সোজাসাপ্টা বা ডিরেক্টলি কথা বলার দুইটা সিস্টেম আছে।একটা হলো এগ্রেসিভ ভাবে কাওকে খোঁচা মেরে,গায়ে লাগিয়ে কথা শুনানো।

দ্বিতীয়টা হলো নমনীয়তার সাথে বলা,যেভাবে বললে যাকে কিছু বলা হচ্ছে সে বুঝবে কেনো তাকে এসব বলা হচ্ছে,এবং কথাটা বলার কারনে সে উত্তেজিত হবে না বরং কথাটা তার খারাপ লাগলেও সে ভালো ভাবে বুঝে নিবে।

নিজেকে স্পষ্টভাষী বলার আগে ভাবুন আপনার কথা বলার সিস্টেম টা কোনটা!

03/11/2024

ভুল মানুষের সাথে কখনো কারো দেখা না হোক,
কথা না হোক, পরিচয় না হোক।❤️

03/11/2024

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনা। কারও ভালো দেখলে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বলে বিশ্বাস করেছি। সেজন্য আফসোস হয়নি কখনো। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

03/11/2024

আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে আবার তিনিই দিবেন। ইনশাআল্লাহ!🤍

03/11/2024

-- ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি নেই। এইটুকু জীবন কোন না কোন ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, মিথ্যে বলেছিল, হক নষ্ট করেছিল! তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেছে, ওরা বোকার স্বর্গে বসবাস করছে!
আহ!!!

03/11/2024

Never lose Tawakkul. Your time will come. Your prayers will be answered. You'll be where you want to be. Everything will come to you in due time.

03/11/2024

যখন তাকদিরের বিষয়গুলো অনুধাবন করবেন, আপনি বদলে যাবেন। আপনি সন্তুষ্ট হবেন। আপনি দুনিয়াতে বন্দি থাকবেন কিন্তু আপনার রুহ জান্নাতে ঘুরে বেড়াবে। আপনার ওপর সম্ভাব্য সব বিপদ আপতিত হলেও আপনার অন্তর ও পদযুগল অবিচল থাকবে। কারণ, আপনি জানেন এ সবই আল্লাহর বিধান।

Address

Sylhet

Telephone

+971501677485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarek Aziz117 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarek Aziz117:

Videos

Share